![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা চিঠির জন্য অপেক্ষা কত মধুর
তুমি জানো না।
পৌষের একটা শীতার্ত রাত স্পর্শ মেখে হতে পারে ভীষন উষ্ণ,
ক্ষুদ্র,
নাতিদীর্ঘ।
তুমি তা বুঝছো না কিছুতেই।
এক একটা মহামূল্য জ্যোৎস্না নিঃসঙ্গতায় ম্লান হয়ে যাচ্ছে,
তুমি দেখছো না।
দিনে দিনে বোধবেদ বাক্য রক্তাক্ত করে দিলো ভিতর-বাহির
তুমি শুনছ না।
শুনতে চাইছ না।
চোখে ভার হয়ে আসে চোখের তৃষ্ণা,
তুমি তবু ভালবাসা নিয়ে আছ দূরে।
আসছো না;
আসছো না।
বহ্নি জ্বলে,
বেদনা ভুলে তবু ভালবাসা জানাতে আসি তোমায়, ভালবাসা।
তুমি এমন পাথর নিরব হয়ে থাকো,
আমি লাভায় ভেসে যাই বহুদূর,
তবু করুণা নয়, মায়া মোহ নয়
প্রেম চাই বারংবার।
অনামিকায় জড়াবো তোমার নাম,
হৃদয়ে দিতে ধনুকের ছিলার টান,
দৃষ্টিকে দিতে ও মুখচ্ছবির সহজলভ্যতা,
সকল বিকেল গুলিকে দিতে অমরতা।
শুভ দৃষ্টিকে বানাবো দাহকালের এনসাইক্লোপিডিয়া,
লুটেরা হৃদয়কে দেবো প্রেমের সন্ধিনা্মা,
অমরায় লালিত ভালবাসাকে দিতে চাই শ্রেষ্ঠত্ব,
আর...
তোমাকে পেতে চাই আগামী স-ব জনমে।
©somewhere in net ltd.