![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা রৌদ্রষ্ণ দুপুর হঠাৎ করেই হারিয়ে যায়,
হয়ে যায় ম্লান বিকেল।
আমার ভেতর বাহির স্তব্ধ রাত্রির মতো চুপচাপ,
কেবল শীতার্ত সবুজ পাতায় টুপটাপ শিশির ঝরার শব্দ।
শুদ্ধ, শুভ্র জোছনা দশমী বিফল হয় একা একা।
আমার নিঃসঙ্গ আঙুল খোঁজে প্রতিশ্রুত দশটি আঙুল।
পথে পথে জেগে থাকে নিয়ন তবু
কুয়াশায় জোছনা ম্লান।
প্রবল দুর্যোগে প্রাণবন্ত পৃথিবী লুকায় নিরাপদ আধারে, এমনকি আঁধারেও।
আমি তখনও দূর তোমাতে খুঁজছি উষ্ণতা,
তোমার স্মিত হাসিতে লুকাতে চাইছি পুর্বাপর বিষন্নতা,
একনাগাড়ে তিন সহস্র যুগ ভালবাসাহীন থাকার কষ্ট,
পোড়া মন ডুবাতে চাই ভালবাসা ভরা জোড়া দীঘিতে।
এসো, এই রঙহীন ফাল্গুন ডাকছে তোমায়,
তেত্রিশবার কড়া নেড়ে গেছে তবু
এখনও গভীরে বাস করে গাঢ় বাসনা সুবর্ণজয়ন্তীর।
তুমি আমার।
মহাকালের গায়ে লেখা যুগলের নাম,
তবু এই নশ্বর পৃথিবীর এক একটা পল অনুপল, মুহূর্ত বা দন্ড
অবিনশ্বর করে তোলে বিরহ যন্ত্রণা।
আমাকে পোড়ায় যাহাতক আছে এ হৃদয়ের দাহ্যসীমা।
নিস্তরঙ্গ হয় না তোমাতে নিবদ্ধ অনুভূতি,
আল্পস এসে বারংবার ঝর্ণাগত নদীপথ থামিয়ে দেয়,
বাড়িয়ে নেয় বিরহ অপার,
মোহনায় প্রতীক্ষা ছলকায়,
ক্ষয়ে যায় ক্রমশ বালুকা থেকে বিস্তৃত জনপদ।
সারি সারি সবুজ, কালের আবর্তে লীন হয়ে যায়।
বসতী ঘিরে আসে গোবি, সাহারা, উদ্দাম লু হাওয়া
তবু অন্তপুর উষ্ণতাহীন।
ভালবাসা নিতে চায় নিরাপত্তা শরণ।
নিদারুণ অপহরণ আপামর প্রণয় ধরণ।
অকারণ, কখনও কখনও অচল কার্যকারণ
এই সব নিরব পরাজয় আমাকে পোড়ায়,
ভাষায় নিয়ে নেয় মৌণবরণ।
পৌষে এসে বৃষ্টি নামায় চন্দ্রগ্রস্ত কুয়াশা,
তনুমন শীতে আর্তস্বর হলেও কঠিন বল্কলের আড়ালে চলছে জানি পুরাদম প্রস্তুতি সবুজ হয়ে ওঠার,
টকটকে লাল ঊষায় একদিন পলাশ শিমুল মেলাবে অন্তর্গত ভালবাসা সম্ভার,
তার, তার ও তাদের রঙ,
জানি এই শীত শীত বিরহ ধূন ছেড়ে তারা বাহ্যত মিলবে আর
অন্দর দেশে আড়মোড়া ছেড়ে আলোড়ন তুলবে উদ্যানজোড়া সবুজ,
নুপূর হয়ে রবে,
শিঞ্জনে ধরা দেবে,
রোদে ফিরে পাবে উষ্ণতার ভাষা,
কোষ হতে কোষে,
কলায়,
তন্ত্রীতে।
©somewhere in net ltd.