নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নামপুরুষ

নামপুরুষ

স্বাধীনতায় বিশ্বাসী।

নামপুরুষ › বিস্তারিত পোস্টঃ

২০১৪০১২১

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৭

কৃষ্ণপক্ষের চাঁদ, পেরিয়ে গেলে রাত্রি দ্বিপ্রহর

ধীর পায় অরুণোদয়ের দ্বারে হয় অবতীর্ণ।

চোখ তার লাল, গায়ে তার বিষন্নতার গন্ধ ছড়ায় পৃথিবীর পরে,

তারা নক্ষত্রগণ কথা কয় নিশ্চল থেকে থেকে, তবু পৃথিবীর পথে পথে নিরবতা কাটে না

পরাণ পোড়ে তার, প্রতিবার

রাতের আঁধারে নিয়ন নিয়ে নেয় অধিকার আর

জোছনা হারায় নিয়নের হলদেটে আলো মেশা আবছা অন্ধকারে।

কবাটবদ্ধ অন্ধকার কোন এক যুগলের জন্য না এলে অবগুন্ঠণ ছেড়ে স্মিত হাসিতে ,

হবে না দিনের দিন হয়ে ওঠা।

যাপনের শুরু।

হৃদয় পাবে না এক লহমার শান্তি

অর্থপূর্ণ ভালয়াবসা রবে অধরা

কোষের কণায় কণায় রবে অপুর্ণতার আস্বাদ।

যোজিত না হলে ইলেক্ট্রনে ভালবাসা লেনদেন

এ পৃথিবীর সবুজে, সজ্জায়, স্পন্দনে, প্রাণের বন্ধনে শূন্য হয়ে রবে।

ভালবাসাহীন হলে পৃথিবী হারাবে তার আহ্নিক গতি।

চিরন্তন যা কিছু মিথ্যা হয়ে যাবে।

শুন্য নয় মিথ্যা নয়

ভালবাসা ঠিক ঠিক একদিন ভালবাসা পাবে।

বিনিদ্র পক্ষ্ণ আনন্দ অশ্রুজলে নিষিক্ত হবে

পাবে রত্নাকর সমুদ্রের নির্জলা গৌরব।

আঙুলে, আলিঙ্গনে, ভঙ্গির ভাষা বিনিময়ে, কথপকথনে,

উৎকর্ণ নিউরণে, চুমুতে, চাহনিতে, অন্তকরণ ও বহিরাবরণে যুগল পরস্পর পাবে সহজাত পরিবাহিতা।

কোন এক কৃষ্ণপক্ষের অভিসার যদি রয় অপূর্ণ তাতে

ভালবাসা গতিতে ক্ষতি হবে না তবু

তৃষ্ণাতুর হৃদয় কোন এক পূর্ণিমায় আহত হৃদয় নোনাজল আর্দ্রতা মাখাবে।

ছটফটে উচাতন মন নীলচে হয়ে যাবে।

হৃদয়াধারে প্ররতীক্ষা বিষ আরো জমে যাবে।

ফাগুনে শাওন রবে,

ভাদ্রে খরা,

ভালবাসাহীন এক একটা মুহূর্ত বেঁচে থাকার

অনন্তকাল হয়ে রবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.