নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নামপুরুষ

নামপুরুষ

স্বাধীনতায় বিশ্বাসী।

নামপুরুষ › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৯

দেখো, জোছনা আসে ধীরে।

রাতের নদীর বুকে চাঁদের উজ্জ্বল মুখ লেগে থাকে, লেপ্টে থাকে মেঠো পথের মতো।

আমার শুন্যতা বঝার মত কেউ নেই বুঝি আর, সমব্যাথা জানাবার

ও ভালবাসা কিছুতে যাবে না বোঝানো সে যন্ত্রণার কণা কিঞ্চিত মাত্র।

ভেবেছি বারংবার যদি সীমাহীন বন্ধুরও হয় তবু

জোছনা এসে ঠিক্টহাক বুঝে নেবে আলোহীন পৃথিবীর সবগুলি পথ,

পথের সাথী ও সারথী।

আজ এই আলোমাখা জোছনা যদিবা স্রোতে, ঢেউয়ে শতধা হয় বারবার তবু সে জানে আলো তার চলমান স্রোতে নিবিড় চুমুর মত মিশে রয়।

এ আঁধার মাখা পৃথিবী আলোতে উজ্জ্বল হয়।

তুমি থাকো, হৃদয়ের কাছে, চোখের ও চুমুর গ্রাহ্যসীমায়।

থাকো কুয়াশা মাখা ভোরে, থাকো এই হৃদয়ের কাছাকাছি, ভাষা বিনিময়ের পরিসীমায়।

থাকো অনিবার্য স্পন্দনে আমাকে রাখো।

ভালবাসি ভালবাসি বলতে চাই,

হৃদয়ের এ ব্যাকুলতা তোমায় বোঝাতে যাই।

স্বপ্নে ঘুমে জাগরিত দৃষ্টিতে তোমাকে জড়াতে চাই।

নিশ্বাসের উষ্ণতায় জড়তা পোড়াতে চাই।

ঊষা অস্তে ও মুখখানি আঙুলে ছোঁয়াতে চাই।

কালবৈশাখীর মুখে কার্পাস করে বৈষম্যগুলি অড়াতে চাই।

সম্ভবে বা অসম্ভবে একান্ত তোমাকেই চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.