![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের শত যুগের সাধনার প্রেম,
তবু দেখ এখনও এখানে ওখানে ওত পেতে থাকে সময়ের সীসায় গড়া দ্বিধার প্রাচীর
তেপান্তরে জেগে ওঠে প্রথার পর্বতমালা
বিদ্ধ করে আমাদের না ও নিষেধের তীরন্দাজ
আহত হই ঠিক বারংবার, প্রতিদিন।
তবু কষ্ট ব্যথা ভুলে আমরা গেঁথে যাই ভালবাসা মহাকাব্য শব্দে, ভাষায়
এমনকি মৌনতায়
জানি হৃদয় বাসনা ছুঁয়ে যাবে দূর শুভ্র বসনা তারার মত কালজয়ী ভালবাসা,
চিরন্তনে মিশে যাবে আমাদের কাছে আসা।
বিস্মৃত হবো সময়ের মাঝে বিচ্ছিন্ন থাকার যন্ত্রণা যত,
সকলের মাঝে রবো পাশাপাশি,
সব জনমে পাবো পরস্পরের তরে শ্রেষ্ঠ শুদ্ধ প্রেম।
©somewhere in net ltd.