![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লোহালিয়া নদীতীরে চুপচাপ সন্ধ্যা নামে
মাইল জোড়া চরে মেশে শান্ত মরা কটালের জোয়ার,
এক সার বক এক পায় দাঁড়িয়ে থাকে
এক সার বক উড়ে যায়।
কুয়াশায় ভর করে আঁধার মেশে বিস্তীর্ণ চরাচরে।
একে একে আসে শুক্তারা, লুব্ধক,ক্যাসিওপিয়া, ঋষিমন্ডল।
এইখানে এই সভ্যতায় এক লোহামানবী আমাকে ভালবেসে রয় মৌণ
যেন এই জনমে হবে কৃষ্ণপক্ষের চাঁদ।
খীণ হয়ে এলে কূজনের শব্দ,
পাখায় জড়াবে তারা জতুগৃহের গন্ধ,
তীরে তীরে পৌছাবে যখঞ্জয়ারের জল স্পন্দনের মত
সেই নারী তখন ছেড়ে দেবে জানি মৌণব্রত,
ভুলে যাবে প্রথাগত সংস্কার,
তার আনত নয়নে রবে প্রেম
বহেমিয়ানের বাহুমূলের তৃষ্ণায় ডুবে যাবে সে।
©somewhere in net ltd.