নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নামপুরুষ

নামপুরুষ

স্বাধীনতায় বিশ্বাসী।

নামপুরুষ › বিস্তারিত পোস্টঃ

২০১৪০১২০

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৩

অন্ধ রাত্রি সূর্যকে নিয়ে ভোর হয়ে ওঠে

তবু জমাট কুয়াশা অভিশাপের মতো ঘিরে আসে

এমনকি শ্রেষ্ঠ একটা দিনেও।

অভিসার সুখ ঢেকে রাখে চাদরে

শীতল করে রাখে দশ দশটি আঙুল

উষ্ণ রৌদ্রকর থাকে দূরে, আড়ালে।

তুমি ঠাট্টাচ্ছলে হাসতে পারো তবু

ছটফতে প্রাণের ক্রন্দনটাকে ভুলো না।

বুঝে নিও তুমি এভাবেই অবিনশ্বর সময়রে মাঝে আমাদের চলে গেছে দিন

যুগল যাপনের।

এভাবেই আমাদের চির যুগলের জমেছে বহুবিধ বহু বহু ঋণ, ভালবাসার।

তুমি আজ থেকে আর শুন্য রবে না আর

হবে বৃত্ত, ভালবাসার।

বিন্দুকে দেবে অধিকার, পরিবাহিতার।

কেন্দ্রবিন্দুকে দেবে তার সবটুকু পরিসীমায় পরিবাহিতার সম অধিকার।

যেখানে সময়ে ভর করে দুঃসহ প্রতীক্ষা,

চলৎশক্তিহীন করে রাখে চঞ্চল ঘড়ির কাঁটা

অথবা তার আবর্তনে স্থির হয়ে থাকে স্বাভাবিক পরিবর্তনশীলতা,

শীতার্ত কুয়াশায় সিক্ত করে রাখে চোখের পলক

ওড়াওড়ি ডানার পালক

সেখানে রেখে দেব আমাদের প্রেম

পরস্পরকে অনুভবের সর্বৈব বাসনা

সবগুলি উপকরণ সম্ভার

আমরা চেয়ে নেব প্রেম,

আমরা বিগত বিরহকাল শত সহস্র জনম করে চাইবো বহু বহু ভালবাসা মুদ্রায়

কিনে নেব কিছু চুমুতে সিক্ত উষ্ণতা

প্রলেপ করে পৌঁছে দেব ত্বকের ভেতর হয়ে প্রতিটা নিউরন সেলে

দেব অলিন্দ নিলয়ের দগ্ধ অমরায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.