![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রজাপতি পাখা নেবে?
কিছু স্বপ্ন রঙ পদ্মরেণু করে পক্ষ্ণতে জড়াবে।
নেবে নাকি ঝুমকো জবা ফুল?
কানের দুল করে দোলাবে?
কিংবা সোমেশ্বরী নদীর কলতানে কান পেতে রবে
উজানে বা ভাটিতে যেখানে যাও উৎসমূলে ঝর্ণা দেখতে পাবে।
তোমাকে দিতে চাই শীতার্ত জোছনায় উষ্ণতা, নিশ্বাসে।
তোমায় জড়াতে চাই বাহুমূলে, বিশ্বাসে।
চল যাই, যাবে?
হাসি হাসি সূর্যের দিন বিছিয়ে দিলে অচেনা রঙের বিকেল লাল মাটির শালবনে
অবচেতনভাবে, আনমনে গেঁথে নেব অনামিকা পরস্পর।
চলো যাই দেখে আসি পরিযায়ী পাখির প্রেম,
হাজার মাইল ভ্রমণ শেষে তারা ঠিক খুঁজে নেয় মৈথুন সঙ্গিনী,
জলকেলিতে মুছে ফেলে দীর্ঘ পথের একাকীত্ব
হৃদয়ে পোড়া দাগ।
©somewhere in net ltd.