নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নামপুরুষ

নামপুরুষ

স্বাধীনতায় বিশ্বাসী।

নামপুরুষ › বিস্তারিত পোস্টঃ

২০১৪০৩২৪

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৫

তুমি বাহুতে জড়াও বিষন্নতা, বহু বহু প্রহর বিরামহীন।

তুমি আমার প্রেম।

তবু তুমিও দূর বন্দরের মধ্য দুপুর বিষন্নতা রাখো

তৃষ্ণ লোমকূপে, গ্রন্থিতে, মজ্জায়, ধমনীতে।

স্পন্দন দাও ইথারে, আনন্দে আরক্ত মুখ রাখো অন্ধকারে।

দেখো নিশ্চুপ দহন,

তুমিও তো পোড় সহমরণের চিতানলে তবু কেন যে পোড়াও এ হোমানলে।

আগুন আগুন চারদিক,

পথে পথে বেড়া তাঁর

দুর্বৃত্তায়ন, দূষণের মিশ্রণ আদর্শে, অহংকারে, বাক্যে, ভাষায়

তখন আমাদের এসেছে মহেন্দ্রক্ষণ-

উজান ভাটির মোহনায় ভেলা ভাসাবার,

সরোবরে ডুব সাঁতারে পদ্ম তোলার

চুমুতে চুমুতে নামাবার ভীষন মুষলধারার

শিহরণ জাগাবার

জানাবার জানাবার পরস্পর পরস্পরায় প্রতি জাগ্রত প্রহরে বারংবার

আমরা অবগাহনের নামে ডুবে যাব জোছনায়

হাতে হাত রেখে, পিঠে পিঠ রেখে

কিঞ্চিৎকর কোন মুহূর্তের বিরহ ব্যথারে দিতে ছুটি

প্রজাপতি করে উড়িয়ে দিতে নীল জোছনায়

আমরা মিলবো দুটি প্রাণ।

আমাদের স্পন্দনেরে দিতে চাই ভাষা, ইথার ছেড়ে অন্তরে।

আমি তো দিয়েছি নিলামে স্বত্ব, সর্বস্বের- ভালবাসায়; এই অন্তর মন্তরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.