![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে শুদ্ধ করো।
তোমাকে দিতে চাই ভালবাসা অধিকার , সব জনমের
সম্ভবপর সবটুকু শ্রেষ্ঠ ভালবাসা, হৃদয়ের।
চোখে তুলে দিতে চাই পূর্ণ চন্দ্র জোছনা।
ভালবাসা সরোবরে চলো ফোটাই একটার পর একটা লাল নীল পদ্ম,
তারার গায়ে গায়ে তারার সমবয়সী চুমু
এনে দেবে জানি উজ্জ্বল দিন,
উষ্ণতা সীমাহীন।
আমরা পোড়াব বিগত অনাগত বিরহ, ব্যবধান, রবে কুহুতান প্রতিদিন।
©somewhere in net ltd.