![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন সত্যি না হলে কষ্ট লাগে সত্য, কিন্তু তাই বলে কি স্বপ্ন দেখার আনন্দে স্বপ্ন দেখব না। নিত্য স্বপ্ন দেখি, এ দেশটাকে নিয়ে, দেশের মানুষগুলোকে নিয়ে। স্বপ্ন দেখি, এ দেশটা স্বপ্ন দেখায় পৃথিবীকে, স্বপ্ন দেখি, এ দেশটা নিয়ন্ত্রন করে পৃথিবী, স্বপ্ন দেখি, পৃথিবীর কাছে, এ দেশটাই পৃথিবী।
কতদিন ঝাপ দেইনি ঝিলের জলে,
কতদিন কাটিনা সাতার বানের জলে,
কতদিন বিলের জলে চোখ ভরে
দেখা হয়নি শাপলা-শ্যাওলা-কচুরিপানা,
কতদিন ডুব দিয়ে তুলিনি কোন শালুক,
কতদিন চাদনী রাতে পুকুর ঘাটে বসে
দেখা হয়নি ভরা পূর্ণিমা, অথবা অমানিশা আধার।
আজ বড় বেশি যান্ত্রিক জীবন,
বিলের জলের শাপলা দেখি ফেসবুকের ওয়ালে,
কেউ যদি দয়া করে পোস্ট দেয়
কোনবা চাদনী রাতের মায়াময় ছবি,
অথবা, ঝিলের জলে প্রিয়ার প্রতিবিম্ব,
অথবা, বাতাসে ওড়া প্রিয়ার কালো চুল,
অথবা, উড়ে চলা প্রজাপতি, জোনাকির আলো,
আমরা ঝাপিয়ে পড়ে লাইকে লাইকে ভরিয়ে তুলি।
কতটা যান্ত্রিক হলে
ভার্চুয়াল রিয়েলিটিতে এমন মজে থাকি,
মাঝে মাঝে সত্যিই অবাক হই
সামান্য ক বছরে এতটা বদলায় জীবন!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৭
বাতায়ন এ আমরা কজন বলেছেন: ডিজিটাল জীবনেও মাঝে মাঝে এনালগ বিরতির দরকার আছে।
২| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৪
মেংগো পিপোল বলেছেন: কতটা যান্ত্রিক হলে
ভার্চুয়াল রিয়েলিটিতে এমন মজে থাকি,
মাঝে মাঝে সত্যিই অবাক হই
সামান্য ক বছরে এতটা বদলায় জীবন!
ভালো লিখেছেন।+++
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫০
বাতায়ন এ আমরা কজন বলেছেন: আসলেই, সামান্য ক বছরে এতটা বদলায় জীবন!
এযেন ,
বদলে যেতে না চেয়েও বদলে যাওয়া,
বদলে যাওয়া চারপাশ, নিয়ন্ত্রনহীণ।
-----------------------------------মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৩
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫১
বাতায়ন এ আমরা কজন বলেছেন: ভালো লেগেছে যেন ভাল লাগলো।
আপনাদের ভাল লাগাই তো আমাদের প্রেরনা।
৪| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৫
বোকামন বলেছেন:
দারুণ সুন্দর !!
[১+]
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫১
বাতায়ন এ আমরা কজন বলেছেন: ধন্যবাদ।
৫| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৪
মারুফ মুকতাদীর বলেছেন: সুন্দর কবিতা
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫১
বাতায়ন এ আমরা কজন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: এখন আমাদের ডিজিটাল জীবন। অস্বীকার করার উপায় নেই।