নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলুন দেশকে ভালবাসি,

বাতায়ন এ আমরা কজন

স্বপ্ন সত্যি না হলে কষ্ট লাগে সত্য, কিন্তু তাই বলে কি স্বপ্ন দেখার আনন্দে স্বপ্ন দেখব না। নিত্য স্বপ্ন দেখি, এ দেশটাকে নিয়ে, দেশের মানুষগুলোকে নিয়ে। স্বপ্ন দেখি, এ দেশটা স্বপ্ন দেখায় পৃথিবীকে, স্বপ্ন দেখি, এ দেশটা নিয়ন্ত্রন করে পৃথিবী, স্বপ্ন দেখি, পৃথিবীর কাছে, এ দেশটাই পৃথিবী।

বাতায়ন এ আমরা কজন › বিস্তারিত পোস্টঃ

এ দেশ, তোমার-আমার-আমাদের।

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

অভিলাষী কোন নিপূণতা অথবা

স্বার্থান্বেষী কোন নাটকের কথামালা

কোনটাই নিশ্চিত যথেষ্ট নয়

ঢাকতে শত পাপের বোঝা,

কথার পিঠে কথামালা রচে

কোন বিতর্ককে আকর্ষনীয় বা

দীর্ঘায়িত করা যায় হয়তবা,

অথবা, সাময়িকভাবে হয়ত

মোহাবিষ্ট করা যায় মানুষকে,

কিন্তু,

মিথ্যা কথামালা আর অলীক ভরসায়

কদিনই বা আস্হা রাখে জনতা?



উন্নয়ন - উন্নয়ন - উন্নয়ন,

চারিপাশ হতে শুনে চলি

উন্নয়নের জোয়ারে ভাসছে এ দেশ,

আর আমি দেখি,

বানের জলে ভাসছে যে দেশ,

অবারিত প্রান্তর জুড়ে

নর্দমায় পিষ্ট সাধারন জনতা----



হিংস্র যে জানোয়ার

তার হিংস্রতারও সীমা থাকে জানি,

কিন্তু,

সহনশীলতার দীক্ষা দিতে

যারা হিংস্রতার আবাদ করে আপাদমস্তক

তার কোন সীমা পরিসীমা পাইনা যে।

বলতে পারবে, আঈনের করা গুলিতে

কেন মরবে কোন দেশপ্রেমিক?



এর কোনটাই আমি বুঝিনা,

শুধু জানি,

ওরা কেউ অমর নয়,

যদিওবা তারা যেন তাই ভাবে।



এসো শপথ নেই,

তাদের ভাবনাগুলোকে বদলে দেবার,

তদের বুঝিয়ে দেই,

এ দেশ নয় কারো বংশীয় তাল্লুক,

অথবা কারো ইজারাকৃত সম্পত্তি,

এসো,

তদের হাড়ে হাড়ে চিনিয়ে দেই

এ দেশ, তোমার-আমার-আমাদের।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.