![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন সত্যি না হলে কষ্ট লাগে সত্য, কিন্তু তাই বলে কি স্বপ্ন দেখার আনন্দে স্বপ্ন দেখব না। নিত্য স্বপ্ন দেখি, এ দেশটাকে নিয়ে, দেশের মানুষগুলোকে নিয়ে। স্বপ্ন দেখি, এ দেশটা স্বপ্ন দেখায় পৃথিবীকে, স্বপ্ন দেখি, এ দেশটা নিয়ন্ত্রন করে পৃথিবী, স্বপ্ন দেখি, পৃথিবীর কাছে, এ দেশটাই পৃথিবী।
ভুল করে কেন যে বারবার ভুলের কাছেই ফিরে আসা,
এমনতর ভুলে ভরা ক্ষণ উপহার দেয় বারবার, কোন সে আশা...
মার্জিত ভাবে উপস্থাপিত কোন অমার্জিত ভুলের মাধ্যমে
আসলেই কী উপার্জিত হতে পারে কিছু................?
দ্বিধা-দ্বন্দের সমীকরন মেলেনা
শুধুই যেন যোজন যোজন দূরত্ব রচনা..........
কন্টকারণ্যে বসেও যে শুধু আমারই জন্য বাজায় বীনা
তার ঋণ শোধে কোন কিছুই কী যথেষ্ট?
তারপরও কেন,
সিদ্ধান্তের মাঝে আসে যে সিদ্ধান্তহীনতা,
তার অনুসিদ্ধান্ত মেলাতে ব্যর্থ হই,
কষ্টার্জিত প্রাপ্তির মাঝেও ভুল হিসাব নিকাশ
এলোমেলো কেন করে জীবনের সাতকাহন?
ইদানিং,
জীবনের অনেক হিসাবই এলোমেলো,
অথবা, বড় বেশি অন্যরকম মনে হয়।
জীবন পথের এতটা পথ পাড়ি দিয়ে,
সবশেষে আবারও কেন মনে হয়
জীবন পথের পরিক্রমা, পুরোটাই যেন ভুল,
ভুল বৃন্তে ফুটিয়ে যাওয়া ফুল
পরিনামে যেন পরিহাসে পূর্ণ জীবন !!!
যেন ভুল ব্যকরনে বিন্যস্ত কোন অবিন্যস্ত জীবন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭
বাতায়ন এ আমরা কজন বলেছেন: আপনার অনুরোধে অনুবাদটা করলাম। তবে ব্যস্ততার মাঝে করা এ অনুবাদ আপনার কেমন লাগবে, কে জানে।ভালো না লাগলে ক্ষমা করবেন। আর কিছু অংশ বারতি যুক্ত করতে হয়েছে ভাব মেলাতে। মন্তব্য জানাবেন আশা করি।
---------------------------------------------------------------------------------
তুমি আর আমি,
এক হয়ে আছি, যুক্ত হয়ে আছি,
ঠিক সেইভাবে
যাহা ছাড়িয়ে যায় প্রণয়,
ছাড়িয়ে যায় বন্ধুত্ব, আর তার লয়,
ছাড়িয়ে যায়, যা কিছু ছিল
আমাদের অতীত, তার যেন সবটাই।
আমাদের যুক্ততা ও একত্বতা,
পরাভূত করেছে সময়কে, দূরত্বকে,
পরাভূত করেছে আমাদের জীবনকে,
এবং আমাদের জীবনের সব পরিবর্তনগুলোকে।
ব্যাখ্যাতীতভাবে পরাভূত সকল ব্যাখ্যা,
এতকিছুর মাঝে, থাকে শুধু একটিই ব্যতিক্রম,
সাধারন কোন অসাধারনত্বে, আমরা আত্মার আত্মীয়।
আমার কাছে এর কোন ব্যাখ্যা নেই,
শুধু অনুভবে বুঝি,
যখনই কথা হয়, যতবার কথা হয়
প্রফুল্লতা আমার ক্রমশই বেড়ে চলে---
তোমার কন্ঠস্বর আমায় সতত নীড়ে ফেরায়।
কীভাবে, কোন সে উপায়ে, সত্যিই ব্যাখ্যাতীত।
যখনই আমরা হাসি,
উদ্বেলিত হই অনুভবে আর আনন্দে
তাও যেন আমার ফিরে আসা সেইভাবে
আমারই আপন ভূবনে।
তোমার সাথে থাকা, তুমি আমার সাথে থাকা,
তা যেন ঠিক মহাবিশ্বের ছোট্ট একটা টুকরো থাকা
আমার সাথে, আমার মাঝে,
যা থাকার কথা ছিল, শুধু এখানেই।
এবং,
আমার পৃথিবীর সব যেন, ঠিক থাকে শুধু তখনই।
ক্ষুদ্র ক্ষুদ্র এ বিষয়গুলো এবং
তার সাথে আরো অনেক কিছুই-
আমাকে বুঝতে শিখিয়েছে, দিয়েছে সে অনুভব,
তোমার আমার যে যুক্ততা- সম্পৃক্ততা,
এটা সেই সে অলীক সেতুবন্ধন
যা সম্ভব, এক জীবনে শুধু একবারই।
এটা সেই যোগাযোগ, এটা সেই কাঙ্খিত টানাপোড়ন
যা টিকে থাকে, সতত,
শুধুই তোমার আর আমার মাঝে
এবং আমাদের হৃদয়ের গভীরে, আরো গভীরে।
এ আমি সহজাতেই জানি যে,
আমাদের সম্পর্ক এক বিরল উপহার
যা আমাদের মাঝে বয়ে আনে
অনন্য সাধারন সুখ আর সুখের অনন্তধারা
আমাদের জীবনভর।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩
শাহ আলম বাদশাহ বলেছেন: সরি, ভুল হয়েছে অপরের বাক্যে যা হবে--দুর্বোধ্য ও উচ্চারণকটু শব্দের প্রয়োগ যতোই পরিহার করবেন -----
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
শাহ আলম বাদশাহ বলেছেন: আপনার কবিমন আছে বুঝলাম, দুর্বোধ্য ও উচ্চারণকটু শব্দের প্রয়োগ যটই করবেন কবিতা ততোই সাবলীল ও সহজবোধ্য হবে; যা পাঠক পরে তৃপ্তি পাবে।
জুলিয়ায় আরেকটি কবিতা পাঠিয়েছে--এখানে তুলে দিলাম। আশা করি আপনার কাব্যিক ও সাবলীল অনুবাদ সাহিত্যভাণ্ডারে হবে নতুন সংযোজন---
You and I are connected
in a way that goes beyond romance,
beyond friendship,
beyond what we've ever had before.
It has defied time, distance,
and changes in ourselves
and in our lives.
It has defied every explanation.
Except one:
Pure and simply, we're soul mates.
I can't explain, I just feel it.
It's there in the way my spirits lift
whenever we talk.
The sound of your voice brings me home,
in a way I can't explain.
It's in the delight I feel, when we laugh
at exactly the same things.
When I'm with you,
it's like a tiny piece of the universe
shifts into place.
A place it's supposed to be,
and all is right with the world.
These things and so many more,
have made me understand
that this is a once in a lifetime,
forever connection.
A connection that could only exist
between you and me.
And deep in my soul,
I know that our relationship
is a rare gift.
One that brings us
extraordinary happiness
all through our lives.
আমার ইমেইল[email protected]