![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জ্ঞান খুব্ই সীমিত। কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে নিজের মনের কথাটা অকপটে বলার স্বাধীনতাটা র সুযোগ নিতে চাই।হউক না তা অপাঠ্য।
মাঝে মাঝে খুব ইচ্ছে হয় পানিতে ডুব দিয়ে গোসল করি। কিন্তু ডুব তো পরের কথা পুরো ঢাকা শহরের পায়ের পাতা ভেজানোর মত পুকুর কি গুগল ম্যাপ দিয়ে খুঁজে পাওয়া যাবে ?
ঝিলের নামে যার নাম সেই মতিঝিলের ঝিল ডোবা হয়ে অনেক দিন টিকে ছিল কিন্তু তাও আমাদের তস্কর নগরবিদদের কল্যানে একদিন বক্স-কালভার্টে পরিণত হলো।
বুড়িগঙ্গা। নদী বটে একখান। এমন উৎকট গন্ধের পানি ওয়ালা নদী বোধহয় এই গ্রহে এই একটিই। বুড়িগঙার এই পানির উপর দিয়ে কোন লাশ নিয়ে যাওয়াও সমস্যা,পানির গন্ধে লাশের জেগে উঠার সম্ভবনা প্রবল।
বেগুন বাড়ী খালের উপর গড়ে উঠেছে নান্দনিক হাতির ঝিল।চোখের সেৌন্দর্যের জন্য মনের সে্ৌন্দর্যকে হত্যা !!এই বেগুন বাড়ী খালের সাথে একসময় ধানমন্ডি লেক-গুলশান লেক হয়ে তুরাগ নদী পর্যন্ত একটি সংযোগ ছিল যার যেখানে ইচ্ছা সেখানে ডুব সাঁতার দিয়ে গোসল করা যেত।অথচ এখন এসব লেকের পাশ দিয়ে হেঁটে যেতে হলে নাকে রুমাল চাপা দিতে হয় ।
পানির অপর নাম নাকি জীবন,সেই জীবনকে হত্যা করা হচ্ছে কোন জীবনের জন্য ?
ইর্স্টান হাউজিং এর বনশ্রী প্রজেক্ট এবং বসুন্ধরা হাউজিং বালু নদীকে ইতোমধ্যে লেকে পরিনত করেছে আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে তা বক্স-কালভার্টে পরিনত হবে !!
দক্ষিন গোরানে এই ৩/৪ বছর আগেও একটা জলাশয়ের মত ছিল যাতে এলাকার বাচ্চারা দাপিয়ে গোসল করত।এখন সেটা সভ্য মানুষের অসভ্য ইতিহাস মাত্র।
এভাবে পাড়ার ঝিল-ডোবা থেকে শুরু করে বুড়িগঙ্গা -শীতলক্ষা সব ভরাট হয়ে যাচ্ছে,এমন কি শহর থেকে শহরতলীতেও ভরাট হয়ে যাচ্ছে খাল-বিল -নদী-নালা। বিলীন হয়ে যাচ্ছে "আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে"।
জীবন বাঁচাতে ও জীবন সাজাতে আমরা নিজেরাই জীবনের টুঁটি চেপে ধরেছি।আমাদের বোধোদয় হবে কি ?
আমরা গনতন্ত্রের জন্য আন্দোলন করি,ধর্মের জন্য জিহাদ করি,মানবধিকারের কথা বলি।
আজকে আমরা জীবন সাজানোর জন্য ২৫/৩০ তলা সুউচ্চ ভবন গড়ছি ।সেদিন আর বেশী দুরে নয় যেদিন আরও বেশী গভীর গর্ত খুঁড়তে হবে জীবন বাঁচানোর জন্য---
আসুন এবার আমরা জীবন সাজাতে নয় ,জীবন বাঁচাতে আন্দোলন করি,জিহাদ করি,কথা বলি।
এখনিই সময়। না হয় দেরী হয়ে যাবে!!
২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫১
ওয়্যারউলফ বলেছেন: ওয়াসার কাজ পানি সমস্যা সমাধান করা নয় ওদের কাজ"বিল" সমস্যার সমাধান করা! তাই তারা "পানি নিয়ে ভাবনা আর না আর না"
২| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৯
এন ইউ এমিল বলেছেন: আমার বাড়ির পাশেই নদী তাও ডুবাইয়া গোসল করার সময় পাইনা,
২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৬
ওয়্যারউলফ বলেছেন: গলায় কলসি বেঁধে চেষ্টা করেছিলেন ?
৩| ২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৯
কে এম সুমন বলেছেন: পানির অপর নাম নাকি জীবন,সেই জীবনকে হত্যা করা হচ্ছে কোন জীবনের জন্য ?
আসুন এবার আমরা জীবন সাজাতে নয় ,জীবন বাঁচাতে আন্দোলন করি,জিহাদ করি,কথা বলি।
এখনিই সময়। না হয় দেরী হয়ে যাবে!!
২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৯
ওয়্যারউলফ বলেছেন: ধন্যবাদ।
৪| ২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৯
করিম কাকা বলেছেন: আজিমপুর চলে আসেন, দুই খান বড় বড় পুকুর আছে।
আশেপাশে আরো দুই খান আছে। মোট চার খান পুকুর আপনার নামে লিখা দিলাম।
২২ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
ওয়্যারউলফ বলেছেন: এক হালি পুকুরের মালিক হয়ে ভালই লাগছে। ডুব দিয়ে গোসল করা যাবে তো ?
৫| ২২ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
চুক্কা বাঙ্গী বলেছেন: তুরাগ থেকে বুড়িগঙ্গা পর্যন্ত এতবড় একটা নদীর পানি পুরাপুরি বিষাক্ত হয়ে গেছে। পানির রং কুচকুচা কালো। ভয়াবহ দুর্গন্ধ! মানুষতো দুরের কথা কুত্তা বিলাই পর্যন্ত ওই নদীর পানি খাওয়ার কথা চিন্তা করবে না।
যেই পরিমান নদী আর খাল ছিল ঢাকায়, দক্ষিন এশিয়ার ভেনিস হতে পারতো ঢাকা শহর। আফসোস!
দেশ মরুভূমি না হওয়া পর্যন্ত আমাদের বোধদয় হবেনা। হয়তোবা এমন একটা সময় আসবে যখন পানি না পেয়ে পেশাব আর রক্ত খেয়ে জীবন ধারন করতে হবে।
৬| ২২ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
বেলা শেষে বলেছেন: "পানি দে হারামজাদা না হয় মানচিত্র খাব"
Excuse me brother, i am very afraid about whole Nation!!!
২২ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৮
ওয়্যারউলফ বলেছেন: শিরোনামটি রফিক আজাদের সেই বিখ্যাত কবিতা"ভাত দে হারামজাদা না হয় মানচিত্রটাই খাব" থেকে নেয়া। শুধু পানি-ভাতে পাল্টা পাল্টি।
৭| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৯
বেলা শেষে বলেছেন: আমাগরে মাইরা ফালাইব.......
৮| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৯
পদ্মা_েমঘনা বলেছেন: ভাল লাগল।
৯| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৪
কসমিক- ট্রাভেলার বলেছেন:
অনেকদিন পুকুরে গোসল করিনা, খুব মিস করছি।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৫
ঢাকাবাসী বলেছেন: পন্ডিতরা বলেন তৃতীয় বিশ্বযুদ্ধটা পানির জন্যই হবে। এদেশে ওয়াসার ঘুষখোর কর্তারা এসব নিয়ে একটুকুও ভাবেননা!