নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিহিংসায় হিংস্রিত মানব

,মানুষ প্রতিদিন বাচে না , প্রতিদিন বেচে যায় , মারা যায় একদিন

ওয়াসিক

জীবনে অনেক প্রকৃতির মানুষ দেখেছি । তাদের জীবন থেকে শিক্ষা নেয়ার চেষ্ঠা করি । জীবনে স্বার্থক হবার জন্য মানুষের জীবন থেকে শিক্ষা নেয়াটাই ভালো । ভুল ত্রুটি এরিয়ে চলাটা সহজ হয় ....

ওয়াসিক › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নটা স্বপ্নই রয়ে গেলো

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১১

"SOME DREAMS HAVE TO DIE"

কিছু কিছু স্বপ্নের মৃত্যু হতেই হয় ।



তেমনি আমার বুয়েট এ ভর্তি হবার স্বপ্নটার ও মৃত্যুই হল । আমার নিজের এবং আমার নিজের চাইতেও বেশি স্বপ্ন ছিলো আমার বড় ভাইয়ের । আমাকে বুয়েটে ভর্তি করাবার । কিন্তু গতকাল রাতে বুয়েট এর সেমিনার এ আমার স্বপ্নের মৃত্যু ঘটল । এবার বুয়েট এ বাংলা , ইংরেজি , রসায়ন , পদার্থ , গণিত এ মোট ২৪ পয়েন্ট চেয়েছে । আমার ইন্টার এ বাংলা এবং ইংরেজি তে মিস ছিলো । আমার পয়েন্ট ২৩ । কিন্তু প্রত্যেক বারের হিসেবে ইংরেজি , রসায়ন , পদার্থ , গণিত এ ১৯ আসলেই চান্স হত । বাংলা কে হিসাব করা হত নাহ । আমার ও ১৯ ই ছিলো । আমার ধারণা ছিলো এবার রেজাল্ট যেহেতু একটা Disaster ই ছিলো তাই বুঝি ১৯ ই চাবে । তাই আমি সেভাবেই প্রস্তুতি নিতে থাকি । কিন্তু গতকাল বুয়েট এর এই সিদ্ধান্ত টাতে মনটা ভেঙ্গে গেলো । বুয়েট কে খুব উচু মানের একটি বিশ্ববিদ্যালয় মনে করতাম । কিন্তু কালকের সিদ্ধান্ত টার পর খুব সন্দেহই মনে হচ্ছে । আমার বিজ্ঞান বিভাগ এর সবগুলোতেই এ+ ছিলো সুধু ইংলিশ এই ছিলো নাহ । কিন্তু আমার এক বন্ধুর পদার্থ তে মিস । সে ঠিক ই এপ্লাই করতে পারতেসে আর আমি সবগুলোতে পেয়েও পারতেসি না ।



নিজের জন্য কষ্ঠ টা কম । নিজের চাইতে বেশি ভাইয়ের জন্য কষ্ঠ হচ্ছে । আমার বড় ভাই বুয়েট এ যখন চান্স পায় নি । তখন থেকেই তার একটা জেদ কাজ করত । আমাকে বুয়েট এ ভর্তি করাবেই । এবং সেভাবেই ক্লাস ৮ থেকে আমাকে প্রস্তুত করেছে । এবং মেট্রিক , ইন্টার দুটোতেই আমার সাইন্স এর সব সাবজেক্ট এই এ+ ছিলো । আমার ভাই আমাকে খুব ভালো ভাবেই প্রস্তুত করেছিলো বুয়েট এ ভর্তি করানোর জন্য । আমার ভাই যখন প্রথম একটা রোবট এর শুধু মাত্র হাত তৈরি করে তখন আমাকে বলেছিলো " আমি শুধু হাত টা বানাইসি , তুই কিন্তু পুরা বডি টা তৈরি করবি । " আমি বলেছিলাম " আমি তো তোমার ডুপ্লিকেট বানাবো " ।



আজ যখন বড় ভাইকে বললাম ।

"ভাই বুয়েট এ পরিক্ষা দিতে পারতেসি না , ২৪ চাইসে "

বড় ভাই বলল

"ধুর বেটা , তো কি হইসে ? তোর কি ? বুয়েট তোর মত স্টুডেন্ট রে না পায়া ওদের দুঃখ করা উচিত , তুই পেরা নেস কেন ? বিন্দাস পরতে থাক , ভার্সিটির অভাব পরসে"



বড় ভাইয়ের এই ঠাট্টা র পেছনে কিছুটা কষ্ঠ ছিলো তা কেউ বুঝোক আর না বুঝোক আমি বুঝতে পেরেছিলাম ।



বড় ভাই সর‌্যি পারলাম না তোমার স্বপ্ন টা পূরণ করতে । কিন্তু তোমার রোবট এর বডি টা একদিন বানাবোই আমি ।



আমার মতো এরকম অভাগা অনেকেই আছে যাদের স্বপ্ন টা আজ বিসর্জন দিতে হল।



দোয়া করবেন আমার জন্য , যেন বড় ভাইয়ের রোবট টা আমি পূর্ণ করতে পারি । চেষ্ঠার কোন ত্রুটি রাখব না ইন-শা-ল্লাহ ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

রোজেল০০৭ বলেছেন: আপনার জন্য শুভকামনা রইল।

স্বপ্নরা বেঁচে থাক সবার জীবনে, এই কামনা রইল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

ওয়াসিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনার শুভকামনা র জন্য ।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

মশিকুর বলেছেন:
তোমার চেহারা আমি দেখতে পাচ্ছিনা, কিন্তু তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আমি ঠিকই দেখতে পাচ্ছি।

আমার কথা হল ২৪/ ২৫ যাই চাওয়া হোকনা কেন, সেটাতো উপযুক্ত সময়ে জানাতে হবে এবং সেই উপযুক্ত সময়টা অবশ্যই অবশ্যই এইচএসসি পরীক্ষার আগে। যখন সবাই জানবে যে বুয়েটে আবেদন করতে হলে এত পয়েন্ট লাগবে।

আমি নিজে এতদিন আমার ছাত্রদের বলতাম যে, বাংলাতে এ+ মিস হলেও সমস্যা নেই, বুয়েটে আবেদন করতে বাংলার প্রয়োজন হয়না, অন্য বিষয়ে যেন এ+ মিস না হয়। .....আর এখনতো নিজেকে মিথ্যাবাদী মনে হচ্ছে(যদিও আমার ছাত্ররা কেউ বাংলায় এ+ মিস করেনি)

দেখ বুয়েট যদি মনে করে তোমাকে সিলেক্ট না করলে তাদের একফোঁটাও ক্ষতি হবে না, তাহলে তোমারও মনে করা উচিৎ বুয়েটে ভর্তি নাহলে তোমার স্বপ্নেরও একফোঁটা ক্ষতি হবেনা।

শুভকামনা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

ওয়াসিক বলেছেন: আপনার কথা শুনে খুব ভালো লাগল ভাইয়া । কিন্তু নি:সন্দেহে বুয়েটের ডিসিসন টা ভালো হয় নি !

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২

মশিকুর বলেছেন:
বুয়েটের ডিসিশন ভাল নাকি মন্দ তা বলার মত যোগ্য আমি না, আসলে আমরা কেউই না। আমি/আমরা কেবল এর পক্ষে অথবা বিপক্ষেই বলতে পারি বা বলার যোগ্যতা রাখি। যারা যোগ্য অর্থাৎ যারা নিধারন করেন, তারা যদি মনে করেন শুধু মাত্র গোল্ডেন এ+ অর্থাৎ যারা ৩০ পয়েন্ট পেয়েছে শুধু মাত্র তারাই আবেদন করতে পারবে, তাহলে এটিই সঠিক। কারন তারা যোগ্য।

যদি আন্দোলন হয়ঃ গতবার ১৯ পয়েন্টে আবেদন করা গেছে, এবার কেন ২৪ বা কেন বাংলা অ্যাড করা হল। .....তাহলে আমি এই আন্দলনের বিপক্ষে। কোন এক সময় ১৭/১৭.৫ পয়েন্টেই আবেদন করা যেত। পয়েন্ট বেশি চাইলেই যদি আন্দলন হত তাহলে আজও ১৭/১৭.৫ পয়েন্টই থাকত। এটি এই রকমও শোনায় যে, বিচারককে বললাম বিচার করেন, রায় বিপক্ষে গেলে বললাম মানি না!!!

যদি আন্দোলন হয়ঃ নতুন সাবজেক্ট (বাংলা) অ্যাড করার কথা আগে থেকে ঘোষণা করা হয়নি, অন্তত পরীক্ষার আগে জানালে সেভাবে পরিক্ষা দেয়া যেত। ....তাহলে আমি আন্দোলনের পক্ষে।

উপরোক্ত দুই রকমের ইস্যুর ফলাফল কিন্তু একই। কিন্তু দ্বিতীয়টা সফল হওয়ার সম্ভবনা বেশি এবং যৌক্তিক। আশাকরি আমার কথা পরিষ্কার।

জীবন হোক আরও সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.