নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মাত্রই মরতে হবে । দুনিয়ার জীবনের পরে আরো অনন্ত অসীম কালের জীবন আছে। আমাদের কে সেই জীবনের প্রস্তুতি নিতে হবে । বলতে হবে ঃ- " লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ "

মৃত্যুর পথযাত্রী

মৃত্যুর পথযাত্রী › বিস্তারিত পোস্টঃ

বাল্য বিবাহ সমাচার

০৯ ই মে, ২০১৫ সকাল ১০:৫৮

বাল্য বিবাহ
--------------
মেয়েরা সাধারণত পুরুষদের তুলনায় আগে বালেগা হয়।সাত থেকে বারো বৎসরে প্রায় সকল মেয়েই বালেগা হয়ে যায়।তাই তের,চৌদ্দ বছর বয়সে তাদের শরীয়ত সম্মত ভাবে বিয়ের ব্যাস্থা করা অভিভাবকের দায়িত্ব এবং তাহা রাসুলের কৃতকর্ম ও সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত।

অথচ,আমাদের দেশে এমন বয়সে বিয়েকে বাল্য বিয়ে বলে,এবং আইনগত দিক দিয়ে তা নিষিদ্ধ।যার ফলে এক শ্রেণীর লোক বাল্য বিয়ে প্রতিরোধের জন্য বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করেছে।তারা গিয়ে বাল্য বিয়ে প্রতিরোধ করে।অনেক সময় তার বর,কনের অভিভাবকদের জেল-জরিমানা করে থাকে।পুলিশে দিয়ে থাকে।

ফলশ্রতিতে অভিভাবকগণ তাদের মেয়েদের যথা সময়ে বিয়ে দিতে ভয় পায়।অপেক্ষা করতে থাকে আঠারো বছর বয়স হওয়ার জন্য।

আর তখনই ঘটে যায় যত সব অনাকাংঙ্খিত অঘটন।

কেউবা দুবছর আগেই পিতা-মাতার মুখে চুন-কালি মেখে,পছন্দের পাত্রের হাত ধরে বেড়িয়ে যায় অজানা গন্তব্যে।

কেউবা অপকর্মে লিপ্ত হয়ে,পিতা-মাতার ইজ্জত মিশিয়ে দেয় মাটির সাথে।

কেউবা আমার শিকারে পরিনত হয়,লম্পট ধর্ষকদের।

অনেকেই আবার ব্যার্থ প্রেমের যন্ত্রনায় বেছে নেয়,আত্মহত্যার মত মহাপাপের অভিশাপ্ত পথ।

এসকল অঘটন প্রাই সবই সংগঠিত হয়,আঠারো বছরের আগেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.