![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রদ্ধেয়
অবিবাহিত কণ্যার বাবা এবং অবিবাহিত কণ্যার হবু বাবা,
আপনার সুণিশ্চিত নিদ্রা দেখিয়া আমার কিঞ্চিৎ বিষন্নতা সৃষ্টি হইয়াই যায়, আপনাকে কোন প্রকার ভূতে পাইয়াছে তাহ বুঝিবার সাধ্যে আমার নাই।
তবে আপনি যে আপনার অন্য বন্ধুর কন্যা সাবালিকা হইয়াছে তাহা জানেন , সেই কন্যার কে নিয়ে লোকে কিছু আলোচনা ও সমালোচনা করে তাহাও আপনার আবগত আছে ,
দেশের মধ্যে শুধুমাত্র একখানি ভাল কন্যা আছে যাহা কি আপনার ঘরে , যে কিনা ১৬ বছর পার হইয়া গিয়াছে এবং নিতান্তয়ই কষ্টে জীবন যাপন করিতেছে , আপনি তাহকে উচ্চ শিক্ষার জন্য যেই ভাবে নিসপেষিত করিতেছেন তাহা আমানবিক । বিবাহের পরও বহু কন্যা উচ্চশিক্ষা গ্রহন করিয়া থাকে , তবে আপনার কেন এহেন আচরন? অমুক সাহেবের কন্যার মত আপনার কন্যাও আপনার আড়ালে এক জীবন যাপন করে যাহা অন্য সকলে কন্যার ব্যপারে আপনার জানা আছে কিন্তু আপনার কণ্যার ব্যপারে আপনি অস্বীকার করছেন বা উদাসীন। এবং তাঁহাদের কে আপনি অসচেতন বাবা হিসেবে আখ্যায়িত করিয়া থাকেন।
ভালো কন্যাগণ খাওয়া, ঘুমানু , ট্রয়লেটেও যাইয়া থাকে, তবে কি ভাল মেয়েদের আর কোন চাহিদা (!! ) থাকিবে না ? আপনি শুধু আপনার কন্যার ক্ষেত্রে তাহা অস্বীকার করিতেছেন, সেইটা আসলে আপনার কন্যার দোষ নহে বরং আল্লাহ তায়ালা আপনার কণ্যাকে মা হইবার জন্য ওহা দান করিয়াছেন ।
এই চাহিদা আল্লাহতায়ালা দান করিয়াছেন , আপনি বলিতেছেন আপনার কন্যা ভাল -- সে ওইরকম না !!!
প্রকৃত পক্ষে আল্লাহতায়ালা ওইরকম করিয়াই সৃষ্টি করিয়াছেন। ইহা তাহার দোষ নহে । বরং আপনার আতি সচেতনতার কারনে এই চাহিদার ব্যবহার গৃনীতভাবে হইতেছে যাহা অন্যায়।
আপনারা গর্দভ পিতার দল এই কথা স্বীকার করিতে চাহেন না তাই আপনাদের কন্যাগণকে রিক্সা ,পার্কে , স্কুলের চিপা গলি ,অমুকের ফ্ল্যাট সহ প্রভৃতি জায়গায় আপত্তিকর আবস্থায় লোকজন পাইয়া থাকে। যার ফলশ্রুতিতে অনেক সময় হাঁসপাতালের বিশেষ সেই বিভাগে গমন করিতে ও বাধ্য হইয়া থাকে।তাই নিজের মেয়ের কথাটাও একটু ভাবিবার জন্য অনুরুধ রহিল।
তাই , বিনীত নিবেদন আপনাদের কন্যার প্রতি একটু দয়া করুন , সেই জিনিসটার সঠিক ব্যবহার হতে দিন , আপনার যৌবনা কন্যাকে সঠিক সময়ে বিবাহ দান করতঃ দেশ ও জাতি কে কলংকমুক্ত করিয়া বাধিত করিবেন।
নিবেদক
জনৈক বাবা ।
( যে কোন প্রকার ভুল-ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী)
০৭ ই মে, ২০১৬ সকাল ১১:২৮
মৃত্যুর পথযাত্রী বলেছেন: আপনি যা বলেছেন তা ঠিক আছে, এবং আমি সেই বিষয় টাই বুঝাতে চেয়েছি, যে এই যৌন নির্যাতনকারীদের ব্যপারে না মা-বাবার সচেতন এবং না তারা সন্তানদের সচেতন করে থাকে।
নির্যাতনকারী নিকটাত্ময় হোক বিবাহিত বয়স্করা হোক আর বয়ফ্রেন্ড নামক কোন প্রাণী হোক তাতে কিছু আসে যায় না , যৌন নির্যাতন অপরাধ , সেটা বন্ধ হোক সেটিই কাম্য।
ছেলে -হোক বা মেয়ে হোক সকলের জন্যই যৌন চাহিদা মিটানো একটাই বৈধ উপায় সেটা হলে বিয়ে। তাই চাহিদা তো আপনি বেশি সময় দমিয়ে রাখতে পারবেন না , তাই এর বিয়ে ছাড়া কোন উপায় নেই বা সমাধান নেই।ই
আপনার "মেয়েদের উচ্চ শিক্ষা, স্বাবলম্বিতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য - জ্ঞানই হল সমাধান " এই বিষয়টার সাথে আমি মোটেও একমত হতে পারলামনা ।
২| ০৭ ই মে, ২০১৬ সকাল ১১:০৪
আল্লাহর রাস্তায় ডাকনেওয়ালা বলেছেন: খুবই ভাল লিখেছেন,
৩| ১৮ ই মে, ২০১৬ সকাল ৭:২২
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: যৌন শিক্ষা এবং সাধারণ শিক্ষা (সাধারণ বা মাদ্রাসা) মানুষকে সঠিক পথ দেখায়।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৬ সকাল ১১:০১
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: কি ভাবিয়া লিখিলেন বুঝিলাম না।
প্রাকৃতিকভাবে মেয়ে ও ছেলেরা যৌন ও প্রজনন যৌগ্যতা পেয়ে থাকে। যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে ভুল/অল্প/অস্বচ্ছ/অপর্যাপ্ত তথ্য থাকায় ছেলেরা ও মেয়েরা ভুল করে থাকে। প্রজনন সক্ষমতার অভাবে সন্তান না হওয়া ও অন্যান্য সমস্যার ফল ছেলে ও মেয়ে উভয়ে ভোগ করে।
প্রকৃতি মেয়েদের মধ্যে প্রজনন ফল নিরাপদে রাখার আধার দিয়ে তাকে সৌভাগ্য দান করেছে ও আমানতকারীর মর্যাদা দিয়েছে। কিন্তু এই ব্লেসিং সুরক্ষা করার জ্ঞান ছেলে-মেয়ে উভয়েরই কম। তাই নানা রকম প্রতারণা হচ্ছে।
বিয়ে কোন সমাধান নয়। বিবাহ পূর্ব যৌন নির্যাতনকারীর ৮০% নিকটাত্ময়। বিবাহিত বয়স্করাও নির্যাতনকারী হয়ে থাকে। মেয়েদের উচ্চ শিক্ষা, স্বাবলম্বিতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য - জ্ঞানই হল সমাধান