নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখা আমার ভালোবাসা। ৫২ \' লাল রক্ত থেকে শিখেছি লেখার মাধ্যমে অর্জিত হয় একটি স্বপ্নের বাস্তবায়ন।

মোহাম্মদ অয়েজুল হক

ভালোবাসি মানুষ ও দেশ

মোহাম্মদ অয়েজুল হক › বিস্তারিত পোস্টঃ

বুকের কথা মালা

১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০০

আমার কষ্ট গুলো আমি একাই লালন করি সযত্নে বুকের ভেতর
বুকের ভেতর মন- মনকে বলি কদিস না
চোখের ভেতর ভাঙ্গা স্বপ্ন- চোখকে বলি আর স্বপ্ন দেখিস না
মাঝ রাতে ঘুম ভাঙ্গে, চমকে উঠি- ঘুমকে বলি ভাঙ্গিস না
অজান্তেই ডেকে ফেলি নাম ধরে- তবু তুই আসিস না
ডাকবো না- মুখকে বলি ডাকিস না।
রঙ্গলিলার দুনিয়ায় কে বোঝে কার ব্যাথা!- স্বার্থপর তুই কারও ব্যাথা বুঝিস না।
বুকের ভেতর ছুরি চালা, রক্ত দেখে উল্লাস তোর- চালিয়ে যা
ক্ষমতার দাপট ওয়ালা- ক্ষমতা তুই ছাড়িস না।
আমি আমার জগৎে আমার মতো স্বপ্ন বুনতে ভুলে গেছি। - কারিগর
তোকে ভালোবাসি স্বপ্নের জগতটা স্বপ্নের মতো করে সাজিয়ে যা- আর একবার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি আমার জগৎে আমার মতো স্বপ্ন বুনতে ভুলে গেছি। - কারিগর
তোকে ভালোবাসি স্বপ্নের জগতটা স্বপ্নের মতো করে সাজিয়ে যা- আর একবার। ''---------- দারুন

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৯

মোহাম্মদ অয়েজুল হক বলেছেন: ধন্যবাদ লায়লা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.