নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি বিষয়ক একমাত্র ব্লগ

ওয়াজীহ উদ্দীন

ওয়াজীহ উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

কবিতা: পাখি

২২ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৪৮

প্রশ্ন: পাখি কবিতার মূলভাব লেখো।

উত্তর: বিশিষ্ট শিশুসাহিত্যিক বন্দে আলী মিয়া ‘পাখি’ কবিতায় স্বাধীনতার সুখ ও আনন্দের কথা চমৎকারভাবে বর্ণনা করেছেন। পাখি চায় ওড়ার আনন্দ। তাকে যত যত্নেই রাখা হোক, যতই পোষ মানানো হোক, এতে তার মন পাওয়া যায় না। কবিতায় উল্লিখিত খোকা পাখিটি এনেছিল অনেক দূর থেকে কষ্ট করে। শুধু তাই নয়, খোকা পাখিটিকে লালন-পালনও করেছিল। কিন্তু যেই একদিন খাঁচার মুখ খোলা পেল, পাখিটি চলে গেল। সে আর ফিরে এল না। কারণ, সব প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদ। পাখি চায় স্বাধীনতা। বস্তুত জগতের সব প্রাণীই স্বাধীনতাপ্রিয়।

প্রশ্ন: খোকা পাখিটি কোথা থেকে এনেছিল?

উত্তর: পাখি পোষা একটি শখ। কবি বন্দে আলী মিয়া রচিত ‘পাখি’ কবিতার কেন্দ্রীয় চরিত্র খোকারও পাখি পোষার শখ ছিল। একদা খোকা দূর দেশে গিয়েছিল। সেই দূর থেকে খোকা পাখিটি এনেছিল। আনার পর থেকেই সে সারা দিন পাখিটিকে সযত্নে রেখেছিল।

প্রশ্ন: পাখিটি উড়ে গেল কীভাবে?

উত্তর: একদা খোকা দূর দেশ থেকে পাখিটি এনেছিল। রেশম পালকে ঢাকা ছোট কালো কুচকুচে পাখিটি খোকার খুব প্রিয় ছিল। যত্ন করে সে পাখিটিকে রেখেছিল। খোকা ভেবেছিল আদর-যত্নে পাখিটি পোষ মেনে গেছে। বনের কথা ভুলেই গেছে। পাখি আর কখনো খোকাকে ছেড়ে যাবে না। খোকার সঙ্গে থাকবে, তাই খোকা আদর করে খাঁচার দুয়ার খুলে দিয়েছিল। খাঁচার দুয়ার খোলা পেয়ে পাখিটি উড়ে গেল বনে।

প্রশ্ন: পাখিটি কি পোষ মেনেছিল? কেন মানেনি?

উত্তর: পাখি চায় ওড়ার আনন্দ। যত যত্নেই রাখা হোক না কেন, তার মন পাওয়া যায় না। দূর দেশ থেকে আনা খোকার পাখিটিও পোষ মানেনি। কারণ, সব প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদ। পাখিও চায় স্বাধীনতা।

প্রশ্ন: পাখির মধ্যে সব সময় কী জেগে থাকত?

উত্তর: দূর দেশ থেকে আনা পাখিটিকে খোকা

অনেক যত্নে রেখেছিল। ভালোবাসা, আদর, সোহাগ সব দিয়েছিল, তবুও পাখি পোষ মানেনি। খাঁচার প্রাচীরে পাখি পাখা ঝাপটাত, মুক্তির পথ খুঁজত। পাখির মধ্যে সব সময় বনের স্বপ্ন জেগে থাকত। তার কণ্ঠেও ক্ষণে ক্ষণে নীল আকাশের গান জেগে উঠত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.