![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় শিক্ষার্থীরা, তোমার শিক্ষাজীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এ বছর থেকে। তোমাদের ইংরেজি ২য় পত্রের গ্রামারের ওপর দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফল করার প্রত্যাশায় সম্পূর্ণ সিলেবাসের ওপর ধারাবাহিক আলোচনা নিয়মিত দেওয়া হবে।
A, An ও The—এই তিনটি wordsকে articles বলে। Articles দুই প্রকার। যথা—
১) Indefinite article (অনির্দিষ্ট article) ও ২) Definite article (নির্দিষ্ট article)
Indefinite article (অনির্দিষ্ট article): যে article কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় না, তাকে indefinite article বলে।
যেমন: I have a book, He is a student, I eat an apple, This is an orange, He is an unkind man ইত্যাদি।
Definite article (নির্দিষ্ট article): যে article কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায়, তাকে definite article বলে।
যেমন: The cow gives us milk, The earth is round, The sun shines by day, Akbar was the emperor of India ইত্যাদি।
Use of indefinite article : ‘A/a’: ১. কোনো word-এর প্রথম অক্ষর consonant হলে এর পূর্বে indefinite article ‘A’ বসে। যেমন: a bus, a house, a man, a woman, a dog, a year, a pen, a boy, a goat, a ball ইত্যাদি।
২. কোনো word-এর প্রথম অক্ষর vowel (u, eu, ew) হলে যদি উচ্চারণ ‘ইউ’-এর মতো হয়, তবে তার পূর্বে indefinite article ‘A’ বসে।
যেমন: a useful animal/thing, a university, a uniform, a unit, a union, a European, a ewe ইত্যাদি।
৩. যদি কোন word-এর প্রথমে ‘o’ থাকে এবং ‘o’-এর উচ্চারণ ‘ওয়া’-এর মতো হয়, তবে তার পূর্বে indefinite article ‘A’ বসে।
যেমন: I saw a one-eyed man, He is a one-legged beggar, He gave me a one taka note, This is a one way road ইত্যাদি।
৪. কোনো উপাধি বা সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর consonant হলে এবং এর উচ্চারণ vowel-এর মতো না হলে তার আগে indefinite article ‘A’ বসে।
যেমন: Mr. Ali is a B.A. She is a B.Sc. Mr. Sultan is a D.C. ইত্যাদি।
Use of Indefinite Article : ‘An/an’
১. কোনো word-এর প্রথম অক্ষর vowel (a, e, i, o, u) হলে তার পূর্বে indefinite article ‘An’ বসে। যেমন: an apple, an aeroplane, an engine driver, an island, an orange, an uncle, an ancient city, an egg, an inkpot, an umbrella, an ugly bird, an old man, An Akbar is not born in every age ইত্যাদি।
২. কোনো word-এর প্রথম অক্ষর অনুচ্চারিত ‘h’ হলে তার পূর্বে indefinite article ‘An’ বসে। যেমন: I shall wait for an hour, He is an honest man, She is an honours graduate. Mr. Khan is an honourable man ইত্যাদি।
৩. কোনো word-এর প্রথম অক্ষর উচ্চারিত ‘h’ হলে যদি উচ্চারণের জোর দ্বিতীয় syllable-এর ওপর পড়ে, তবে তার পূর্বে indefinite article ‘An’ বসে।
যেমন: He is an historian. It is an hotel ইত্যাদি।
৪. কোনো উপাধি বা সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর consonant হলেও যদি তার উচ্চারণ vowel-এর মতো হয়, তবে তার পূর্বে indefinite article ‘An’ বসে।
যেমন: She is an M.A. Mr. Ryhan is an FRCS. He is an SSC examinee. Mr. Sumon is an
Use of definite article: ‘The/the’: ১. নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে definite article ‘The’ বসে। যেমন: I want the red pen, Akbar was the emperor of India, The mangoes are ripe, The rose is a beautiful flower ইত্যাদি।
২. পশু, পাখি, গাছপালা, জাতি বা গোত্রের নামের আগে definite article ‘The’ বসে। যেমন: The cow gives us milk, The bird fly in the sky, The trees are tall, The English are intelligent. The Muslims are brave ইত্যাদি।
৩. পৃথিবী, চন্দ্র, সূর্য, আকাশ, দিক প্রভৃতি একক ও অদ্বিতীয় নামের বস্তুর পূর্বে definite article
‘The’ বসে। যেমন: The earth is round. The moon shines at night. The sun shines by day. The sky is cloudy. The sun rises in the east & sets in the west ইত্যাদি।
৪. নদী, গালফ, উপসাগর, সাগর, মহাসাগর, হ্রদ, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ ইত্যাদি নামের পূর্বে definite Article ‘The’ বসে। যেমন: The Padma is a mighty river, The Persian Gulf, The fish of the Bay of Bengal is famous, The Black Sea is not busy, The Pacific Ocean is very deep, The Caspian is the largest lake in the world, The Himalayas are on the north of India, The Andamans are a group of island ইত্যাদি।
৫. পবিত্র ধর্মগ্রন্থ, বিখ্যাত গ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন ইত্যাদি নামের পূর্বে definite Article ‘The’ বসে। যেমন: The Quran is a holy scripture, The Ramayana, The Mahabharat, The Bible, The Shahanama is a famous book, I read the Daily Prothom Alo, The Titanic crossed the Arabian sea, The Urmi (Aruna) is late by two hours ইত্যাদি।
৬. ঐতিহাসিক বা বিখ্যাত ঘটনা, প্রসিদ্ধ প্রতিষ্ঠান বা দালান, অর্থপূর্ণ ভৌগোলিক স্থানের নামের পূর্বে definite Article ‘The’ বসে। যেমন: Mr. Raju took part in the Liberation war, Shahjahan built the Taj Mahal, They went to the Punjab ইত্যাদি।
৭. মাসের তারিখ (ordinals : first, second, third, twelfth etc) ও adjective-এর superlative degree-এর পূর্বে definite article ‘The’ বসে। যেমন: He came on the 10th of January. The twelfth man, on the third occasion, the best book, the most interesting story, the most useful thing, the best student in the class ইত্যাদি।
৮.Adjective-এর পরে noun না থাকলে adjective-এর আগে the বসলে plural noun-এর অর্থ প্রকাশ পায়। যেমন: The rich are not always happy, The pious are happy, Feed the hungry and clothe the naked ইত্যাদি।
অনুশীলন করার সুবিধার্থে কয়েকটি নমুনা passage দেওয়া হলো:
(1) Patriotism is a noble — (a) — virtue. It inspires — (b) — an to shed last drop of blood to defend the freedom of his country. — (c) — without Patriotism is no better than — (d) — beast. A true patriot thinks for the — (e) — welfare of this country.
(2) Tea is (a) — popular drink all over (b) — world. So, (c) — tea stall is (d) — common place to all classes of people. In (e) — tea stall hot drink or tea is supplied.
(3) Bangladesh is mainly (a) — agricultural country. Once jute was (b) — main cash crops of Bangladesh. Jute is (c) — kind of fiber. (d) — cultivation of jute is not easy. Recently scientists have invented (e) — ways and means to kind paper from jute.
4) The television is (a) — most up-to-date means of communicating thought and ideas. It is (b) — wonderful invention of modern science. It is used as(c) — important medium through information is communicated to(d) — people. The transmission of information made (e) — television has many good results.
সঠিক উত্তর: নমুনা passage
1) a) ×, b) a, c) a, d) a, e) ×.
2) a) a, b) the, c) a, d) a, e) a.
3) a) an, b) the c) a, d)The e) the.
4) a) the, b) a, c) an, d) the e) the.
©somewhere in net ltd.