নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাগু এবং হাম্বা নিয়ে চুলকানী আছে

সাহসী মানুষের ব্লগ

নেকড়ে

আমি এক নেকড়েমানব। পূর্নিমার রাতে চাঁদের আলোয় আমি নেকড়ের রূপ ধারন করি। ভয় পাবেন না। আমি ভালো মানুষের বন্ধু।

নেকড়ে › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম'২০১৩

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৬

শীতার্ত মানুষ, তীব্র শৈত্যপ্রবাহে শিশু, বৃদ্ধ সহ অনেক মানুষ মারা যায়। প্রতিদিন ঘর থেকে বের হলে উপলব্ধি করি প্রবল শীত পরেছে, কত মানুষ কষ্টে আছে। তখন মনে হয় এই মানুষগুলোর পাশে দাঁড়ানো দরকার। তাদের জন্য সাহায্যের হাত বাড়ানো দরকার। কিন্তু ব্যস্ত দিনশেষে বাসায় ফিরে কম্বলের ভিতরে ঢুকে গেলে ভুলে যাই সেই উপলব্ধিটা, কিন্তু শীতার্ত ঐ মানুষগুলো কিন্তু তখনো অপেক্ষায় থাকে। আশায় থাকে শহরের মানুষগুলো নিশ্চয় তাদের পাশে এসে দাঁড়াবে, তার শিশুটিকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে। যেই মানুষগুলো ঠিক মত দুই বেলা খাবার যোগার করতে পারে না, শীতবস্ত্র কেনার মত যাদের সামর্থ্য নেই, তাদের পাশে নিশ্চয় আমরা এসে দাঁড়াবো। ছাউনিহীন, বস্ত্রহীন মানুষ একটুকরো গরম কাপড়ের জন্য ছুটে চলে হন্যে হয়ে। প্রচণ্ড শীতে হাস্যোজ্জ্বল শিশুমুখগুলো থেকে হারিয়ে যায় হাসি। এই যখন অবস্থা এর উল্টো চিত্রও আছে। এই বাংলাদেশেই। শীত উপভোগে ভ্রমণ, পার্বণ কত কত আয়োজন। আমরা তাদের সে আনন্দ উৎসব বন্ধ করতে বলছি না বা তাদের উৎসবের সঙ্গী করতেও বলছি না। শুধু বলতে চাই আপনাদের উৎসব দেখে তাদের যেন কান্না না পায় সেই ব্যবস্থাটা তো করতে পারেন। যারা ভালো আছে তাদের জন্য শীত মানে নতুন কিছু নয় ঋতুর পরিবর্তন মাত্র কিংবা বিনোদন ও উৎসব পার্বণ । কিন্তু বাংলাদেশের যারা ভালো থাকে না তাদের জন্য ঋতুর এই পরিবর্তন শীত হচ্ছে ঠাণ্ডার সাথে যুদ্ধ করা । যাদের কাছে ক্ষুধা নিবারণের জন্য খাদ্য যোগাড় করাই মূল বেঁচে থাকা সেখানে শীত থেকে বাঁচার কোন অস্ত্র তাদের নেই । বাংলাদেশের নিঃস্ব এই মানুষগুলোর কষ্ট শুধু দেখলে আর জানলেই হবেনা তাদের পাশে আমরা অবশ্যই দাঁড়াবো কারন আমরা সবাই মানুষ । এই সব নিঃস্ব মানুষগুলোর দুঃখ কষ্ট আমাদের শুধু কাঁদাবে না বরং জাগাবে, চেতনার দুয়ার খুলে দিবে ।



আমাদের দেশে এখনো অনেক মানুষ আছে যারা শীতে প্রচন্ড কষ্ট পায় গরম কাপড় বা কম্বলের অভাবে।

২০১০ সালে "সামহোয়ারইন ব্লগারদের উদ্যোগে" ব্যপক ভাবে শীতবস্ত্র বিতরন করা হয়। পোস্ট স্টিকি করার মাধ্যমে সামু কর্তৃপক্ষ তথা জানা আপা এই কার্যক্রম সফল করতে এগিয়ে আসে। ব্লগারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ও সহযোগীতায় সেবারের কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হয় । প্রবাসী ব্লগারদের অংশগ্রহন ছিল চোখে পরার মত। ২০১১ সালে সম্মিলিত ভাবে না হলেও বিচ্ছিন্নভাবে বিভিন্ন ব্লগারগন উদ্দোগী হয়ে আর্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন।

২০১০ সালে আমরা লালমনিরহাট জেলার তিস্তা নদী তীরবর্তী একটি গ্রামে এই কার্যক্রম চালাই।



২০১২ সালে লক্ষীপুর জেলার মজুচৌধুরীর হাট নামক জায়গার মেঘনা তীরবর্তী স্থানে এই কার্যক্রম চালানো হয় এখানে প্রায় ১০০টি পরিবার আছে যারা নৌকায় বাস করে এবং মাছ ধরে জিবীকা নির্বাহ করে। গত বছরও পোস্ট স্টিকি করার মাধ্যমে সামু কতৃপক্ষ এ কার্যক্রম এ সাহায্য করেন।



এ ব্যাপারে বিস্তারিত তথ্যঃ Click This Link



তাই এবারো আমরা সামহোয়্যার ইন ব্লগের ব্লগাররা উদ্যোগ নিয়েছি। এবার শীতে যেসব নিঃস্ব মানুষ ঠাণ্ডায় কষ্ট পাবে তাদের জন্য আমরা সাধ্যমত পাশে থাকবো। কার্যক্রমের মধ্যে অন্যতম হচ্ছে শীতবস্ত্র বিতরণ। আমরা বস্ত্র ও অর্থ সংগ্রহ করব এবং তা পৌঁছে দিব শীতার্ত মানুষগুলোর কাছে। আপনার আমার বাতিল হয়ে যাওয়া একটা সোয়েটার বা জ্যাকেট, একটা নষ্ট হয়ে যাওয়া কম্বল বা চাদরই হতে পারে তাদের কাছে মহামূল্যবান বস্তু, শীতের হিমের সাথে লড়াই করার অস্ত্র। আমরা বিশ্বাস করি আমাদের প্রতিদিনের বাড়তি খরচ থেকে ১টি করে টাকা দিলেও এই শীতার্ত মানুষগুলো আর বস্ত্রহীন থাকে না। তাই আপনাদের সকলের অংশগ্রহন একান্তভাবে কামনা করছি।



যোগাযোগ করুনঃ



বাংলার হাসানঃ ০১৯১২৪৭১৪৩৩ (ধানমন্ডি)



আজমান আন্দালীবঃ ০১৭২৭২৬২১৯৫ (সায়েদাবাদ, যাত্রাবাড়ি,সূত্রাপুর, গেন্ডারিয়া)

হুপফুলফরইভারঃ ০১৭১৭৬৫০২৪০ (উত্তরা, খিলক্ষেত)

জামিনদারঃ ০১৭৩২৬৩৯৩৭৩ (নোয়াখালি)

মৈত্রীঃ ০১৯১৭৩১৫৮৪২ (মোঃপুর,ধানমন্ডি, কলাবাগান, লালমাটিয়া)

ছোট মির্জাঃ ০১৬১১৩০০০০৩ (ফার্মগেট, কারওয়ানবাজার, পান্থপথ)

সুপান্থ সুরাহীঃ ০১৯১৩৮৪৩৩৫৬ (ময়মনসিংহ)

পাভেল হকঃ ০১৭৩০৩৩৩৭৬৯ (টঙ্গী, গাজিপুর, উত্তরা)

গরম কফিঃ ০১৭৫৫৫৭৯১৭৯ (চট্টগ্রাম)

মোঃ সালাহউদ্দিন ফয়সালঃ ০১৯১১৭৩১৩৮৪ (চাঁদপুর)

আব্দুল্লাহ নাটোরঃ ০১৭৪০-৯৪৬৮৮৮ (নাটোর)

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

তামিম ইবনে আমান বলেছেন: স্টিকি করা হোক

০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

নেকড়ে বলেছেন: ধন্যবাদ ভাইয়া। সাথে থাকবেন আশা করি।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

একজন আরমান বলেছেন:
এই কার্যক্রমের সাথে আমি জড়িত না।

আমার পোষ্ট থেকে কপি করে পোষ্ট দেওয়া হয়েছে।

মূল পোষ্টঃ Click This Link

০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

নেকড়ে বলেছেন: ধন্যবাদ আরমান ভাই। আমি শিপু ভাইয়ের পোস্ট থেকে নাম্বার নিয়েছিলাম। মুছে দিলাম।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

নেকড়ে বলেছেন: আপনার পোস্টের ভাষা ভাল লাগায় বিনা অনুমতিতেই কিছু অংশ কপি পেস্ট করেছি। ভালো কাজে অনুমতি নিতে হয় জানতাম না।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:



মহৎ একটি উদ্যোগ। তবে আমি আর একজন আরমান এবার একটি পৃথক উদ্যোগ নিয়েছি যা আজকে সকালেই পোস্ট এসেছে। আপনাদের এই উদ্যোগটিকেও আমরা সাধুবাদ জানাই। অবশ্যই মানুষের জন্য একটি অত্যন্ত জনহিতকর কাজ বলেই আমি আপনাদের স্যালুট জানাই।

শুভ কামনা রইল।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

নেকড়ে বলেছেন: আপনাদের উদ্যোগ দেখেছি ভাইয়া। আমরা এবার ঢাকাতেই করতে চাচ্ছি। আসলে এরকম আরো অনেক উদ্যোগ দরকার।
আপনাদের কার্যক্রম সফল হোক।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

আমিনুর রহমান বলেছেন:



অত্যন্ত দুঃখজনক মানবিক কাজে আমরা দ্বিধাবিভক্ত। গতবার শিপু ভাইয়ের সাথে তার শীতবস্ত্র বিতরন কর্মসূচীতে না বলার পর নিজ থেকে তাকে ফোন দিয়ে সংযুক্ত হয়েছিলাম মহতী উদ্যোগ বলে। মহতী উদ্যোগের পাশে এখন আছি সেটা নেকড়ে আপনি করেন আর শিপু ভাইই করুক কিংবা আরমান করুক। কিন্তু কারো নাম দেয়ার না তার ফোন নাম্বার দেয়ার আগে তাকে জিজ্ঞাসা করার ভদ্রতাটুকু আপনার নেই দেখছি!

পোষ্ট আরমানে পোষ্টের কপি দেখছি এই পোষ্ট। ফেবু্তে দেখলাম আরমানের মহতী উদ্যোগের নিয়ে শীতবস্ত্রের ইভেন্টে কেউ কেউ তাতে ঝামেলা করার নাম নিজেদের নাম প্রকাশ করার আপ্রান চেষ্টা করে যাচ্ছে। নামই ফুটানোর জন্য এইসব উদ্যোগ নিয়ে থাকেন তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিছু বলার নাই।


সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরণের বানোয়াট এবং কপি পেষ্ট এবং কাউকে না জিজ্ঞাসা করে নাম দেয়ার কারণে পদক্ষেপ নেয়ার।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

নেকড়ে বলেছেন: ধন্যবাদ। এডিট করেছি।
ভেবেছিলাম আপনাদের সাথে পাবো।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

নেকড়ে বলেছেন: গতবার শিপু ভাইয়ের সাথে আপনারা ছিলেন। তাই ভাবলাম এবার হয়তো আমার সাথে থাকবেন।
যাই হোক, আমি দুঃখিত।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: দুই দিক থেকে দুটা উদ্যোগ ! বাহ মন্দ কি ,এভাবেই আশাবাদী বাংলাদেশ !
দুটা উদ্যোগ যদি একসাথে সমন্বয় করা যায় ভালো , না হলে আলাদা আলদা ভাবেও যদি কিছু মানুষ দুইটা শীতের কাপড় পায় মন্দ কি ! আসল উদ্দেশ্য তো যাদের শীতের কাপড় নেই তাদের কাছে শীতের কাপড় পৌছে দেয়া , আর ধর্মের বাণী তো আছেই ডান হাতে দান করলে বাম হাত ও যেন টের না পায় এমন মানসিকতা নিয়ে দান করলে সেটাই দান হয় !

একইদিনে দুটা পোষ্ট দেখে ভালো লাগলো !
আশা করি দক্ষিনাঞ্চল থেকেও কেউ উদ্যোগ নিয়ে ঐ অঞ্চলের শীতার্তদের সাহায্য করবে !

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

তওসীফ সাদাত বলেছেন: আমিও উদ্যোগ নিয়েছি ভাইয়া।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪

শিপু ভাই বলেছেন:
শুভকামনা!!!

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২

শিপু ভাই বলেছেন:
স্টিকি করা হোক।


৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২

সাজিদ ঢাকা বলেছেন: স্টিকি করা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.