![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম অথবা জাগরনে,কল্পনার জগতে থাকতে ভালোবাসি।মাঝে মাঝে জীবন রংহীন,গন্ধহীন মনে হলেও আমার কল্পনার জগৎ সব সময় রঙিন।
ঘুম থেকে উঠার আগেই গতরাতে বলে দেওয়া চিনি দেওয়া পরোটা আর ঝাল ঝাল গরুর গোস্ত ভুনা খাবার টেবিলে সাজানো হয়ে গেছে।
সকাল ৭টার এলার্ম বাজতেই তাড়াতাড়ি বিছানা ছেড়ে ফ্রেস হয়ে,রেডি হয়ে নাস্তার টেবিলে আসলেন মিসেস জেরিন।নাস্তা করতে করতে সারাদিনের কাজের রুটিন বুঝিয়ে দিলেন সায়রা খালা কে।এই সায়রা খালাই তো বিছানা গোছানো থেকে শুরু করে রান্নাবান্না সহ সব কাজই করেন।অফিসের জন্য বের হবার আগে আরেকবার রুমে গিয়ে কপালের টিপটা ঠিক করে নিলেন মিসেস জেরিন।আর যাই
হোক,টিপটা ঠিক কপালের মাঝখানে হওয়া চাই ই চাই।প্রায় প্রতিদিনই ভিন্ন ভিন্ন রং আর আকারের টিপ পরেন......
ঘুম ভেঙে যেতেই টিনের ফুটো দিয়ে আসা ভোরের আলো দেখে হাসি পেলো জেরিনের।সারাদিন মানুষের বাসায় বাসায় কাজ করে রাতে অচেতনের মতো ঘুমায়,আর এই সব স্বপ্ন দেখে ঘুম ভাংগে।বাসার সব কাজ তাড়াহুড়ো করে শেষ করে কাজের জন্য রেডি হয় সে।বের হবার আগে টিপটা ঠিক কপালের মাঝখানে আছে কি না তা দেয়ালে ঝুলানো আয়নায় দেখে নিতে একদিনও ভূল করে না।
ছবি সূত্রঃ অন্তর্জাল।
১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১২
গন্ধহীন বেলী ফুল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
অনেক শুকরিয়া মন্তব্যের জন্য
২| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১২
খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় মোটামুটি একটি সুন্দর গল্প ফুটিয়েছেন।
ব্লগে সুস্বাগতম! আরও লিখতে থাকুন। শুভহোক আপনার এ ব্লগযাত্রা!!
১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৫
গন্ধহীন বেলী ফুল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ইনশাআল্লাহ লিখার চেষ্টা করবো।
৩| ২১ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:০০
রাফা বলেছেন: নট ব্যাড। বেশি ছোট হয়ে গেছে ,আরো দশটা লাইন যোগ হোতেও পার'তো।
বেলী কি গন্ধহীন হয়!!
২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৫
গন্ধহীন বেলী ফুল বলেছেন: হুম,ঠিক বলেছেন।আরো কিছু লাইন যোগ হলেই ভালো হতো।
বেলী সুগন্ধি,যে গন্ধহীন বলেছে তার হয়তো ঘ্রাণ শক্তিই নেই........
অনেক ধন্যবাদ।
৪| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২২
খায়রুল আহসান বলেছেন: বেলী সুগন্ধি,যে গন্ধহীন বলেছে তার হয়তো ঘ্রাণ শক্তিই নেই........ - তার কথা আপনাকে শুনতে হবে কেন?
২৮ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৭
গন্ধহীন বেলী ফুল বলেছেন: শ্রদ্ধেয় খায়রুল আহসান ভাই,
এই কথার উত্তর আমার কাছে নাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
জেরিনের মিসেস জেরিন হবার স্বপ্ন দারুন ফুটিয়েছেন।
ব্লগে স্বাগতম।