নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে আমি?কেনো এসেছি?হয়তো আসার কারণ জানি।কখনো মানি,কখনো মানি না.....

গন্ধহীন বেলী ফুল

ঘুম অথবা জাগরনে,কল্পনার জগতে থাকতে ভালোবাসি।মাঝে মাঝে জীবন রংহীন,গন্ধহীন মনে হলেও আমার কল্পনার জগৎ সব সময় রঙিন।

গন্ধহীন বেলী ফুল › বিস্তারিত পোস্টঃ

এক গুচ্ছ গোলাপ

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৬



দুপুরের এই কড়া রোদে রিক্সায় করে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পরে পুস্প।আজও একটা চাকরির ইন্টারভিউ ছিলো।প্রায় ১০০% নিশ্চিত এই চাকরিও হবে না তার।নাম যেমন পুস্প,দেখতেও ফুলের মতো সুন্দর।তাই অফিসের বস রা পুস্পেরও ফুলের মতো ঘ্রান নিতে চায়।অনেক কষ্ট করে যা একটা চাকরি যোগাড় করে তা ও ১/২ মাসের বেশি করতে পারে না।ওইযে ফুলের পাপড়ির মতো নিজেকে ছিড়াতে চায় না বলে।
এক সপ্তাহ পর যখন কনফারমেশন লেটার হাতে আসে একটু অবাকই হয়।এই ইন্টারভিউটা তেমন ভালো হয় নি,তাই আশা ছেড়ে দিয়েছিলো।
অফিসের বস খুবই সুস্থ মনের মানুষ,কাজের বাইরে একটা ও অপ্রয়োজনীয় কথা বলেন না।কিন্তু প্রতিদিন অফিসে ঢোকার আগে একটা ছেলে একগুচ্ছ গোলাপ হাতে দাঁড়িয়ে থাকে তার দিকে চেয়ে।ছেলেটা প্রতিদিন ওর দিকে তাকিয়েই থাকে,কিছুই বলে না।সিকিউরিটি গার্ডের কাছ থেকে জানতে পারে ও ছুটিতে থাকায় ওই দিন অফিসে আসে নি বলে ওই ছেলে অনেক্ষন অপেক্ষা করে তার কাছে জানতে চায় ও আসার আগেই পুস্প অফিসে ঢোকে গেছে কি না।
পুস্পর খুব রাগ হয় ছেলেটা কিছুই বলে না দেখে,খুব ইচ্ছা হয় সামনে গিয়ে জিজ্ঞাসা করতে কেনো এই ভাবে হ্যবলার মতো প্রতিদিন ফুল নিয়ে দাঁড়িয়ে থাকো?সামনে এসে কিছু বলতে পারো না?
অন্যান্য দিন থেকে একটু বেশি সাজুগুজু করে অফিসের জন্য বের হয় পুস্প।আজ সে ওই গোলাপ ফুল ওয়ালা ছেলের সাথে কথা বলবেই।কিন্ত ভয় হয় তার,সে ও যদি অন্যদের মতো পুস্পর ঘ্রান নিতে চায়?
মনে ভয় থাকলেও আজ একটি কথাই বার বার মনে হচ্ছে তার,
হয়তো ফুলের জন্মই হয়েছে ঘ্রাণ নেওয়ার জন্য,ছিড়ে ফেলার জন্য।

ছবিঃগুগল

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ফুল কি শুধুই ছেড়ার জন্যে!!! ঘ্রাণ নেওয়ার জন্যে বা কাউকে উপহার দেওয়ার জন্যে নয়?

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪১

গন্ধহীন বেলী ফুল বলেছেন: হুম,আমিও বলেছি হতে পারে ঘ্রাণ নেওয়ার জন্য।আর উপহার দিলে সে ঘ্রাণ নিবেই।
কখনো কখনো ছিড়ে ফেলে দিতে পারে কেও।কেও আবার যত্ন করে সাজিয়ে রাখতে পারে।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৭

محمد فسيح الاسلام বলেছেন: বিধাতা ফুলকে বানিয়েছেন যাতে সে নিজের সৌন্দর্য প্রস্ফুটিত করতে পারে। অন্যকে আনন্দ দেওয়ার বেপারটি এখানে গৌণ, বোন।

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩০

গন্ধহীন বেলী ফুল বলেছেন: আপনার মতো মানসিকতার মানুষের সংখ্যা যদি বাড়তো!!!!
অনেক ধন্যবাদ ভাইয়া।

৩| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছুডুকালের ভাবসম্প্রসারণ ভূইলে গেলেন

"পুষ্প আপনার জন্য ফোটেনা, পরের জন্য তাহার জীবন মন উৎসর্গীত" ;)
হা হা হা

গল্পে ছেলেটার ইন করার প্রেক্ষাপটটা দারুন ম্যাচ করাতে একটা দুটো শব্দ বুঝি মিসিং মনে হচ্ছে...
পাঠকের ভাবনা মাত্র।

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১০

গন্ধহীন বেলী ফুল বলেছেন: নতুন তো.......
পাঠকের ভাবনাই সঠিক।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫১

খায়রুল আহসান বলেছেন: এত ছোট করে লিখেন কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.