নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে আমি?কেনো এসেছি?হয়তো আসার কারণ জানি।কখনো মানি,কখনো মানি না.....

গন্ধহীন বেলী ফুল

ঘুম অথবা জাগরনে,কল্পনার জগতে থাকতে ভালোবাসি।মাঝে মাঝে জীবন রংহীন,গন্ধহীন মনে হলেও আমার কল্পনার জগৎ সব সময় রঙিন।

গন্ধহীন বেলী ফুল › বিস্তারিত পোস্টঃ

গল্পের রাজ্যে (৩)- রাজার তিন ছেলে

১৬ ই জুন, ২০২০ রাত ৯:৩৬



অনেকদিন কিছু লেখা হয় না! সংসারের কাজ করে মনে মনে দুনিয়া উদ্ধার করে ফেলছি। ভাবখানা এমন যে নিজেকে দেওয়ার মতো সময়ই নাই। ছোটবেলায় শুনা গল্পগুলা মনের মধ্যে একটার পর সাজিয়ে রেখেছিলাম। কিন্তু অনেকদিন লেখাপড়া থেকে দূরে থাকায় সব গুলিয়ে ফেলেছি!

যাই হোক,ফালতু প্যাঁচাল না পেড়ে গল্প শুরু করি।

আজ একটা আগডূম বাগডূম গল্প লিখছি। বাবা যখন গল্পটা বলতেন বুঝতাম না কি শুনছি এই সব!

এক রাজার ছিলেন তিনজন বেগম,দুই জনের স্বামী নাই,একজন বিধবা!
রাজার ছিলেন তিনজন ছেলে।দুই জনের বুদ্ধি নাই,একজন বোকা!

রাজা ছেলেদের জন্য তিনটা বাড়ী,তিনটা পুকুর, তিনটা মাছ ধরার জাল রেখে গেছেন।

তিন বাড়ির মধ্যে দুই বাড়ির চালা নাই,এক বাড়ির উপর ফাঁকা!
রাজার ছেলেরা তো আর চালাহীন বাড়িতে থাকতে পারেন না,তাই যে বাড়ির উপর ফাঁকা সে বাড়িতে গিয়ে থাকতে শুরু করলেন!

তারা সে বাড়িতে তিনটা মাছ ধরার জাল পেলেন,কিন্তু তার মধ্যে দুইটা জাল ছিঁড়া ,একটাতে সুতা নাই ! রাজার ছেলেরা তো আর ছেঁড়া জাল দিয়ে মাছ ধরতে পারেন না তাই যে জালের সুতা নাই সে জাল নিয়ে মাছ ধরতে গেলেন!

তারা তিনটা পুকুর পাড়ে গিয়ে দেখেন দুইটাতে পানি নেই,একটা শুকনো! রাজার ছেলে বলে কথা,তারা তো আবার পানিহীন পুকুরে মাছ ধরতে পারেন না,তাই তিন ভাই মিলে যে পুকুর শুকনো সে পুকুরে মাছ ধরতে নামলেন !

অনেকক্ষণ পরে তারা তিনটা বড় মাছ ধরলেন।কিন্তু দুইটা মাছ মরা আর একটাতে প্রাণ নেই! রাজার ছেলেদের তো আর মরা মাছ খাওয়া মানায় না,তাই তারা যে মাছে প্রাণ নেই সে মাছ নিয়ে বাড়ি চলে আসলেন!

তিন ভাই মিলে মাছ দিয়ে খেতে বসে দেখেন বাটিতে মাছ নাই শুধু ঝোল আর ঝোল! যে ভাই মাছ রান্না করেছে সে তখন বলে উঠলো- 'আরে বুঝনাই ব্যাপারটা ?যে হাঁড়িতে মাছ রান্না করছি সে হাঁড়ির নিচে ফুটা ছিল, তাই সব মাছ পড়ে গেছে আর সব ঝোল রয়ে গেছে।এই কথা শুনে বাকি দুই ভাই 'তাই তো', 'তাই তো' বলে খুশি মনে খাওয়া শেষ করল।

গল্পটা লিখতে গিয়েও মাথা ঘুরাচ্ছে আমার। কেমনে কি কিছুই বুজলাম না!










মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৫৭

বিজন রয় বলেছেন: প্রথম পাতায় একসেস পেয়েছেন।

আপনার নিক নেমটি অতীব সুন্দর।

শুভকামনা রইল।

০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:৩৫

গন্ধহীন বেলী ফুল বলেছেন: নাম পছন্দ করায় ধন্যবাদ।
এই সুসংবাদ কোথায় পেলেন ভাই?
আপনার কথায় চেক করে আশাহত হলাম............

২| ০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ৯:৩৫

বিজন রয় বলেছেন: ওহো, আমার ভুল হয়েছে। আমি আসলে আপনার কাছে জানতে চেয়েছিলাম। কিন্তু প্রশ্নবোধক এর পরিবর্তে দাড়ি হয়েছে!!!

খুব করে দুঃখিত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.