![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম অথবা জাগরনে,কল্পনার জগতে থাকতে ভালোবাসি।মাঝে মাঝে জীবন রংহীন,গন্ধহীন মনে হলেও আমার কল্পনার জগৎ সব সময় রঙিন।
প্রায় ছয় মাস পর আমার ব্লগে আসলাম।প্রথম দিকে ভালই একটিভ ছিলাম।কিন্তু মডারেটর সাহেবদের নজরে না পড়ায় হালকা অভিমানে দূরে সরে গেলাম।
চিন্তা করে দেখি,আমার এই অভিমানে আসলে কারও কিছু যায় আসে না।
মাঝখান থেকে আমার মনের কথাগুলো প্রকাশ করার মাধ্যম থেকেই দূরে সরে গেলাম!
দিন শেষে কেও যদি বলে আজ সারাদিন কি কি কাজ করলা?
আমার মনে হয় না হাতে গুনা কয়েকটা কাজ ছাড়া কিছু বলার থাকবে।
তা ও আমি খুব ব্যস্ত,নিজেকে দেওয়ার মতো আমার সময় নেই এই ভাব নিয়ে দিনের পর দিন কাটিয়ে দেই!
কিছুই গোছিয়ে লিখতে পারি না,তা ও সারাদিনের সব কিছুই লিখে রাখতে ইচ্ছে করে।
এক সময় দিনের টুকরো টুকরো ঘটনা গুলো ডায়রিতে লিখে রাখতাম।
আবার ফোনের নোটেও লিখতাম।
আর এখন??ঐ যে বললাম খুব ব্যস্ত ভাবের কারনে আগের মতো
কিছুই লিখা হয় না।
এই ছয়মাস ব্লগের সাথে অভিমানে থাকলেও টুকটাক ফোনের নোটেই টুকে রাখছি।
কিন্তু এই কয়েকদিন আগে যখন হঠাৎ করে অসুস্থ হয়ে জীবনে প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি ছিলাম তখন মনে হতো ইশ যদি একটিবার লিখতে পারতাম!ছয়দিন হাসপাতালে ছিলাম,কিন্তু আমার কাছে মনে হতো যেনো অনন্তকাল ধরে আমি হাসপাতালে ভর্তি আছি।যতবার টেস্ট এর জন্য রক্ত নিতো মনে মনে ভয়ে কুঁকড়ে যেতাম,এই বুঝি জটিল কিছু ধরা পড়ল !
বার বার মনে হতো আমার মনের এই অনুভুতি গুলো আর হয়তো লিখা হবে না।
ছয়টা রাত যে কি মানসিক যন্ত্রণায় কেটেছে তা এখন আর বুঝাতে পারবো না।
তা ও করোনা টেস্ট ও এন্ডওস্কপির অভিজ্ঞতার কথা আর না ই বললাম।
হাসপাতালের কেবিনে বসে অনলাইনে অফিস শেষ করে টায়ার্ড হয়ে আমার স্বামী যখন নাক ডেকে পাশের বেডে ঘুমাতেন,আমি সিলিং এর দিকে তাকিয়ে ভাবতাম আমি মনে হয় আর শান্তিতে ঘুমাতে পারবো না ।
কোথাও থেকে শুনেছিলাম যন্ত্রনার কথা লিখে রাখলে যন্ত্রনা নাকি কমে যায়।তাই না লিখতে পারায় যেনো যন্ত্রনা কয়েকগুন বেড়ে গিয়েছিল।
যাইহোক আল্লাহর রহমতে এখন সুস্থ আছি।
মনের কথা লিখতে না পারার কষ্ট হাড়ে হাড়ে বুঝেছি!
ডায়রি,ফোনের নোট বা আমার ব্লগে লিখে,লিখতে না পারার কষ্ট দূর করবো।
কেউ আমার লেখা পড়ুন আর নাই পড়ুন,
প্রথম পাতায় আসুক আর শেষ পাতায় আসুক
এক যায়গায় থাকলেই আমি খুশি ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৫
ঢুকিচেপা বলেছেন: নতুন একটি গল্প লিখুন। তারপর মডারেটরের লাস্ট পোস্টে লিঙ্ক দিয়ে আপনার কথা জানান। আশাকরি সমাধান হয়ে যাবে।
প্রথম পাতায় আপনার নতুন গল্পের অপেক্ষায় রইলাম।