![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম অথবা জাগরনে,কল্পনার জগতে থাকতে ভালোবাসি।মাঝে মাঝে জীবন রংহীন,গন্ধহীন মনে হলেও আমার কল্পনার জগৎ সব সময় রঙিন।
দিন দিন ব্যস্ততা বাড়ছে। সকালে ঘুম থেকে উঠার পরে মেয়েকে স্কুলে দিয়ে আসাটা ফরজ কাজগুলোর একটি। সাত সকালে ঘুম থেকে উঠে টিফিন গুছিয়ে সকাল ৮টার মাঝে সোহানাকে স্কুলে দিয়ে আসতে হয়। হোক না সেটা বাড়ি থেকে ১০ মিনিটের দূরত্ব!
এরপরে, বাসায় এসে স্বামীর চা করে দিতেই হবে! তিনি বিবিজানের হাতের চা ছাড়া সকালের আড়মোড়া ভাঙতে পারেন না! আচ্ছা করে ঘুটুনি দিয়ে কড়া লিকারের চা তাঁর কাছে পৌঁছানো চাইই চাই।
এরপরে, শুরু হয় দুপুরের ব্যঞ্জনের আধখানি! এই করতে করতে সকাল সাড়ে ১০টা! মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময়! তাকে বাসায় এনে গোসল করিয়ে শুরু হয় দুপুরের খাবার তৈরীর বাকি অংশ!
দুপুর ২টার মাঝে খাওয়া শেষ করে মেয়েকে নিয়ে দুপুরের ঘুম। বিকাল ৫টায় মেয়েকে নিয়ে কিছুক্ষণ খেলাধুলা। এরপরে, সন্ধ্যায় নামাজের পরে স্কুলের হোমওয়ার্ক। এভাবেই, রাতের খাবারের সময় এসে যায়!
এই রুটিনে সামুতে একটু উঁকি দিবো কিভাবে!
তবে, আজ একটু ফন্দি করে লেখাতে সময় দিচ্ছি। অনেক দিন পরে এসে ভালো লাগছে। যদিও, স্বামীর পোস্টে মাঝে-মাঝেই গোয়েন্দাগিরি করি, কিন্তু, লিখতে আসা প্রায় ৫ বছর পরে!
কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা আজ!!!
©somewhere in net ltd.