![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম অথবা জাগরনে,কল্পনার জগতে থাকতে ভালোবাসি।মাঝে মাঝে জীবন রংহীন,গন্ধহীন মনে হলেও আমার কল্পনার জগৎ সব সময় রঙিন।
এখন রাত বেজে ৯টা। মেঘলা খোলা আকাশের নিচে সেই কখন থেকে বসে আছি কিছু কথা লিখবো বলে। অথচ, পছন্দ মত টপিক খুঁজে পাচ্ছি না। ঝিরিঝিরি বাতাসে কোথা থেকে যেন ভেসে আসা গান রাত্রি এ দ্বিপ্রহরকে আরো মায়াবী করে তুলেছে। টপিক খোঁজা বাদ দিয়ে আঁধারে কান পাতলাম। নজরুলের গান!...''আজো মধুরো বাঁশরী বাজে''...বিদ্রোহের কবি এতো সুন্দর সুন্দর পঙক্তি কোথায় পেতেন!
দীর্ঘ নিঃশ্বাস ফেলে আকাশের পানে তাকালাম, যদি একটু চাঁদের দেখা পাই...আচ্ছা আজ চন্দ্র মাসের কত তারিখ? আজ কি অমাবস্যা?...কি জানি! ঠিক মনে করে উঠতে পারছি না। পত্রিকায় খুঁজতে মন চাচ্ছে না যে!
একটুখানি আনমনা হয়ে গিয়েছিলাম। এই ফাঁকে মাথা থেকে বেরিয়ে গেছে যাচ্ছে-তাই ধরণের আট লাইনের একটি কবিতা। মেজাজটাই খিঁচরে গেলো। এটা কি! যদি বেরুবি তো বারো লাইন বেরো। বাকি চার লাইন কোথা থেকে জোগাড় করবো এখন?! ভ্রু দুটো কুঁচকে কবিতাটি'র দিকে আরেকবার তাকালাম-
বলছে দেখো এ মন এতো
চলো সুদূরে হারাই,
বন্ধুর পথে অজানা রথে
এসো দু'পা বাড়াই।
বল ভেবে সাথে কি নেবে
দেখে সে হৃদয়পুর,
ওগো সখা, এটা নয় ধোঁকা
চলতি পথ বহুদূর।
ইস, কেউ যদি এসে মিলিয়ে দিয়ে বলতো -
আমার স্বপ্নে আছে রঙ,
তাই স্বপ্ন যে আমার সাড়ং,
আমার মনের জমিতে জল,
তাই খুজছি তোমার চোখে কাজল।
নাহ হচ্ছে না! একদম মন মত হচ্ছে না। বাকি চার লাইন কিছুতেই আসছে না।
খোঁজা বাদ দিয়ে ঘুমুতে যাবো কিনা তাও বুঝতে পারছি না... আধো রাতে যদি আবার ঘুম ভেঙ্গে যায়, বাতায়ন খুলে চেয়ে দেখার মত কেউ নেই যে!
পুরো কনফিউজড ডট কম অবস্থা!
©somewhere in net ltd.