নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই বলার নাই

মোঃ মোশারফ হোসেন

আমি কতটা ভাল আমার চেয়ে বেশি কে জানে?

মোঃ মোশারফ হোসেন › বিস্তারিত পোস্টঃ

কিশোর কুমারের কিছু কথা ও তার ৩০টি জনপ্রিয় গানের লিরিকস

১৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:০১





১৯২৯ সালের ৪ আগস্ট মধ্যপ্রদেশের খান্দোয়ায় জন্ম নেন কিশোর কুমার। আসল নাম আভাস কুমার কাঞ্জিলাল গাঙ্গুলী। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। একাধারে ছিলেন গায়ক, অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার ও গীতিকার। প্রথম জীবনে অভিনেতা হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলেও গায়ক হিসেবেই তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন।

১. অশোক কুমারের কাছে একটি ব্যক্তিগত কাজে গিয়েছিলেন গায়ক-সংগীত পরিচালক শচীন দেব বর্মণ। সেখানে কিশোর কুমারকে গাইতে শুনে সেদিনই ছবিতে গান গাওয়ার জন্য রাজি করান তাঁকে।

২. ৭০ দশকের মাঝামাঝি তাঁর প্রযোজনায় একটি ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয়ে অস্বীকৃতি জানালে অমিতাভ বচ্চনের জন্য গান না গাওয়ার সিদ্ধান্ত নেন কিশোর কুমার।

৩. ১৯৭৫-৭৭ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থার বিরোধিতা করে রাষ্ট্রীয় সব অনুষ্ঠান ও মাধ্যম থেকে নিষিদ্ধ হয়েছিলেন। রেডিওতে তাঁর গান প্রচার বন্ধ করা হয়, এমনকি দ্বৈত সংগীতগুলো থেকে তাঁর গাওয়া অংশগুলো কেটে দেওয়া হয়।

৪. মধুবালাকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম নেন করিম আবদুল।

৫. যত বড় পরিচালকই হোক না কেন, সম্পূর্ণ পারিশ্রমিক না পাওয়া পর্যন্ত গান রেকর্ডিং করতেন না।

৬. লতা মুঙ্গেশকরের অসম্ভব ভক্ত ছিলেন। তাঁর সম্মানে সব সময় পারিশ্রমিক নিতেন লতার চেয়ে ১ রুপি কম।

৭. তাঁর অভিনয়ে পাগলামির ছাপ ছিল স্পষ্ট, যা তিনি ইচ্ছা করেই তৈরি করেছিলেন। এমনকি খান্ডোয়ায় তাঁর বাড়ির সামনে নিজেই 'মেন্টাল হসপিটাল' লেখা সাইনবোর্ড লাগিয়েছিলেন।





০১ আকাশ কেন ডাকে

০২ সে যেন আমার পাশে আজো বসে আছে

০৩ সে তো এলো না

০৪ মোর স্বপনের সাথী তুমি কাছে এসো

০৫ একদিন পাখি উড়ে যাবে যে আকাশে

০৬ হাওয়ায় মেঘ সরায়ে

০৭ সেই রাতে রাত ছিল পূর্ণিমা

০৮ আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো

০৯ তোমরা যতই আঘাত করো

১০ ওগো নিরুপমা

১১ তোমার পড়েছে মনে

১২ ও পারে থাকবো আমি

১৩ তোমার বাড়ির সামনে দিয়ে

১৪ নয়ন সরসী কেন ভরেছে জলে

১৫ পৃথিবী বদলে গেছে

১৬ কি আশায় বাঁধি খেলাঘর

১৭ হাওয়ায় মেঘ সরায়ে

১৮কি হলো কেন হলো কবে হলো

২০ এক টানেতে যেমন তেমন

২১ চোখের জলের হয়না কোনো রঙ

২২ এত কাছে দুজনে

২৩ এইযে নদী যায় সাগরে

২৪ আমি যে কে তোমার

২৫ চিরদিনই তুমি যে আমার

২৬ আমার পূজার ফুল

২৭ আশা ছিল ভালোবাসা ছিল

২৮ আমারও তো গান ছিল

২৯ আধো আলো ছায়াতে

৩০ আমি দুঃখকে সুখে ভেবে বইতে পারি



এইসব গান গুলোর লিরিকস এক সাথে ডাউনলোড করুনঃ



মিডিয়াফায়ার লিংক

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৫৯

ডেভিড বলেছেন: প্লাস লইন++

১৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:১২

মোঃ মোশারফ হোসেন বলেছেন: ধন্যবাদ। লইলাম।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৪২

Observer বলেছেন: +++++++++++++++

১৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:১২

মোঃ মোশারফ হোসেন বলেছেন: ধন্যবাদ।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০২

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: ধন্যবাদ ভাই........

১৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:১২

মোঃ মোশারফ হোসেন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫৫

করতাল বলেছেন: কিশোর কুমার মধুবালা র পরে যোগীতা বালি কে বিয়ে করেছিলেন।সেই বিয়ে দুই বছর বোধহয় টিকেছিল। পরে যোগীতা বালি কিশোর কুমার কে ডিভোর্স দিয়ে মিঠুন কে বিয়ে করেন।

১৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:১৩

মোঃ মোশারফ হোসেন বলেছেন: হা হা :-B :-B :-B

৫| ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৫০

শত রুপা বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.