![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গিরগিটি প্রাণীটা বড়ই অদ্ভুত!! ক্রমাগত রঙ পরিবর্তন করে কত সহজেই না নিজেকে শত্রুর হাত থেকে রক্ষা করে।
ডিসওর্ডার নিয়ে আগে একটি পোস্ট দিয়েছিলাম। সেখানে অনেকেই হইত তার নিজের ডিসওর্ডারটা খুজে বের করতে পারেননি।
আসলে সাইকোলিজিস্টরা অনেক ধরনের ডিসওর্ডার নির্নয় করেছেন।
আজ পোস্ট করছি গতকালের পর থেকে বাকি ডিসওর্ডারগুলো।
তার আগে যারা পার্সোনালিটি সম্পর্কে এখনো জানেন নি তারা এখান আগে ত্থেকে জেনে নিন।
ক্লিক
তার পর জেনে কিছু ডিসওর্ডার এখান থেকে।
ক্লিক
...................................................................................................
গতকালের পর থেকেঃ
ডিপেনডেন্ট পার্সোনালিটি ডিসওর্ডারঃ
- অন্যের উপর নির্ভরশীলতা এবং পরমুখাপেক্ষিতাই এই পার্সোনালিটির প্রধান কারন।
- এরা দুর্বলচিত্ত।
- আত্নবিশ্বাসের অভাব, হীনমন্নতা এবং অসহয়ায়ভাবের জন্য অন্যের বাধ্য হয়ে থেক্তে পছন্দ করে।
- বিবাহিত হলে অতিশয় বাধ্য স্ত্রী হয় অথবা অতিশয় বাধ্য স্বামী হয়।
- এরা স্বামী বা স্ত্রীর সব কথায় উঠা বসা করতে পছন্দ করে।
- এ ধরনের লোকেরা অন্যের অনুভাজন হয়ে থাকতে পছন্দ করে।
- প্রত্যাখান ও সমালোচনার ভয়ে এরা নিজেদের দাবি পর্যন্ত জানাতে সাহস পায় না।
- এ ধরনের পার্সোনালিটির বা ব্যাক্তিত্ব মেয়েদের মধ্যেই বেশি দেখা যায়।
এই পার্সোনালিটি গঠনে বংশগত প্রভাব যেমন থাকে তেমনি শৈশবে স্বাধীন ব্যাক্তিত্ব ঘটনে বাধার সৃষ্টি হয়।
অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসওর্ডারঃ
- এরা অল্প বয়স থেকেই অপরাধপ্রবন।
- দ্বায়িত্বজ্ঞানশুন্য
-বেপরোয়া।
-কলহপ্রিয়।
- উগ্র স্বভাবের এরা সমাজের সব লোকের অশান্তির কারন।
- বিবেকহীন
- ন্যায়নীতিহীন
- অপরাধবোধ শুন্য
- সব সময়ি এই টাইপের লোকেরা ঝুকি নিয়ে চলাফেরা করে।
- কোন ব্যক্তি দল বা প্রচলিত রীতিনীতির ধারধারে এরা চলাফেরা করে না।
- নিয়মাবলীর প্রতি আনুগত্য প্রকাশ করে না।
- সাধারনত এরা অপরিনত ভাবাবেগের দ্বারা পরিচালিত হয়।
- নিজেদের দুস্ট আচরনের সমর্থনে এরা যেকোন ধরনের যুক্তি দাড়া করাতে এরা পটু।
- এরা কখনোই কারো বাধ্যতা স্বীকার করে না।
- এরা আইনের চোখে সমাজের চোখে দোষী সাব্যস্ত হয়।
- জেল জরিমানা শাস্তি সত্বেও এরা বারে বারে নির্বিচারে অপরাধ করে।
- অবৈধ পথে প্রচুর ধন সম্পত্তির মালিক হয়।
- রাজনীতিতে সাফল্য অর্জন করে ফেলতে পারে।
- সচরাচর দীর্ঘজীবি হয় না।
এই ধরনের লোকেরা সাধারনত অল্প বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখা যায়। তবে বেচে থাকলে ৩৫-৪০ বয়সের পরে এদের জীবনে একটা পরিবর্তন দেখা যায়। তখন সাধারনত এরা সুস্থ জীবনে ফিরে আসতে চেস্টা করে।
আরো চারটি ডিসওর্ডার আছে সেগুলো পরের পোস্টে দিব। ইনশাআল্লাহ
খবিরউদ্দিন সিরিজ লিখতে শুরু করেছিলাম।সিরিজটা সাজানোর অভাবে পরের পর্বগুলো আপাতত পোস্ট করতে পারছি না । তাছাড়া সময়টা একটা বড় সমস্যা ।
সময় ম্যানেজ করে আশাকরি খুব শিঘ্রই সিরিজটা পোস্ট করব।
আজ এই পর্যন্ত। সবাই ভাল থাকবেন।
উদাসপথিক
০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১০
ঊদাসপথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
কাল পোস্ট করব বাকি ডিসওর্ডারগুলো।
২| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩১
শুঁটকি মাছ বলেছেন: চমৎকার একটা পোস্ট দেয়ার জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ!!!!!
০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১১
ঊদাসপথিক বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।
৩| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৬
অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগে মনোজগৎ সংক্রান্ত বা সাইকোলজিক্যাল ব্যাপারে পড়তে , জানতে। তবে একটু পরামর্শ দিতে পারি সেটা হচ্ছে ডিজঅর্ডারের লক্ষনগুলো এভাবে দেয়ার পাশাপাশি আপনার নিজের মূল্যায়ন বা বিশ্লেষণ , এসবের সমাধান -- মানে একটু বিস্তারিত ভাবে দিলে ভালো লাগতো পড়তে। যদিও আপনি একটা সিরিজ লিখতে শুরু করেছেন। শুভকামনা আপনার জন্য।
আপনার এই লেখার পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৮
ঊদাসপথিক বলেছেন: অনেক ধন্যবাদ।
ডিসওর্ডারের লক্ষনগুলো সংক্ষেপে এখানে দেয়েছি। নয়ত অনেকেই তা পড়ার আগ্রহ হারিয়ে ফেলবেন। সেক্ষেত্রে পোস্ট করার মুল লক্ষটা খেই হারিয়ে ফেলবে।
তবে আপনার পরামর্শটা আমি মনে রাখব। সাইকোলজি আমি স্টাডি করেছি সেখান থেকে আরো নতুন কিছু বিস্তারিত লেখার চেস্টা করব।
সাইওকোলজিক্যাল ব্যাপারটা পড়তে মজা এটা সত্যি।
আবার সাইকোলজিক্যাল ডিসওর্ডার , ডিজিজ এই সব পড়ে অনেকের আবার সাইকোলজিকযাল প্রব্লেম দেখা দেয়।
বিশেষ করে যাদের দুর্বল চিত্ত , কল্পনা প্রবন তারাই সমস্যায় পড়ে।
অন্যদিকে আবার কেউ যদি আবার নিজের ডিসওর্ডার গুলো ধরতে পারে সেক্ষত্রে সে তার সেই ডিসওর্ডারগুলো ওভারকাম করতে পারবে। তার জন্য দরকার অদম্য মনোবল। যদিও মনোবল ব্যাপারটাই সব শ্রেনীর পার্সোনালিটি সম্পর্ন মানুষের বৈশিষ্ট্য না, সবার থাকে না।
সবচেয়ে উত্তম কাহারো যদি ডিজিজ ও ডিসওর্ডার এই সব ধরা পড়ে তবে ভাল একজন ক্লিনিক্যাল সাইকোলিজিস্ট এর সাথে যোগাযোগ থেরাপী নেয়া।
৪| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ধন্যবাদ।
পরের পর্বের অপেক্ষায়......(তাড়াতাড়ি দিয়েন)
৫| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৭
আলাপচারী বলেছেন: thanks
০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২২
ঊদাসপথিক বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।
৬| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫০
অনিকেত বলেছেন: ভালো লাগলো ধন্যবাদ .
০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৬
ঊদাসপথিক বলেছেন: পড়ার জন্য আপনাকে ও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
পরের পোস্টের জন্য অপেক্ষায় রইলাম।