![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গিরগিটি প্রাণীটা বড়ই অদ্ভুত!! ক্রমাগত রঙ পরিবর্তন করে কত সহজেই না নিজেকে শত্রুর হাত থেকে রক্ষা করে।
"ঘরের ইদুর যখন ঘরের বান কাটে তখন সেই ঘর বেশিদিন টিকে না। ধ্বসে পড়ে।
বর্তমান সরকারের মধ্যে এই রকম ইদুরের সংখ্যা তুলনামুলক একটু বেশিই।
আজকের পত্রিকার জানতে পারলাম সরকার বিসিএস এ প্রিলিতে কোটা চালু করেছে।
সরকারের এখন শেষ সময়। আর কিছুদিন পর নির্বাচন।
এই মুহুর্তে বিসিএস পরীক্ষার প্রিলিতে কোটা চালু করার দরকার ছিল না। কোটায় আবেদনকারিরা অনেক কম নম্বর পেয়ে চান্স পেসেছে।
অপর দিকে সাধারন আবেদনকারিরা বেশি নম্বর পেয়েও চান্স পান নাই।
এতে কোটায় চান্স পাপ্তরা হয়ত খুশি হবে। কিন্তু ছাত্রছাত্রীদের বৃহত্তর অংশটা সরকারের উপর ক্ষুদ্ধ।
এরা এই নির্বাচনে আওয়ামী লীগ কে ভোট না দেওয়ার সম্ভাব্বনাই বেশি।
যারা প্রিলিতে কোটা চালু করার জন্য কাজ করেছেন তারা যে সরকারকে মাঝ নদিতে নিয়ে তরী ডুবিয়ে দিতে চান তাতে কোন সন্ধেহ নাই।
এরা সরকারের বিরুদ্ধে কাজ করতেছে।
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৭
ঊদাসপথিক বলেছেন: "যাদের বাপ অথবা মা দেশের জন্যে fight করতে পারে তাদের ছেলে মেয়ে রা নিজের জন্যে fight করতে পারে না . এর থেকে লজ্জার কি কিছু আছে ।"
সহমত
কোটা ব্যবস্থা যেহেতু চালু আছে তাহলে স্পেশাল বিসিএস এর দরকার কি ।
অন্যদকে সরকারের নির্বাচনী ইশ্তেহার অনুযায়ী মুক্তিযোদ্ধাদের সম্নানিত করা হবে তাদের সন্তানদের চাকরীর ব্যবস্থা করা হবে।
করলেন আপ্নারা তাদেরকে স্পেশাল বিসিএস এর আওতায় এনে।
এই মুহুর্তে আবার কেন আপ্নারা প্রিলিতে কোটা ব্যবস্হা চালু করলেন ? একবার না ওরা স্পেশাল বিসিএস সেই সুবিধা পেয়েছে। যদিও নিজেদের ওরা যোগ্য প্রমান করতে পারেনি। আসন পুর্ন করার মত প্রতিযোগী ছিল না।
কছুই না সরকার নিজেদের বিতর্কিত করল। কিছু ভোট হারাল।
২| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৭
ঢাকাবাসী বলেছেন: সরকার এমনিতেই ডুবছে তার উপর এটা হবে আরো একটা কন্ট্রিবিউটিং ফ্যাকটর। তবে যারা সরকারকে এইরকম গর্দভ মার্কা উপদেশ দেয় (উপদেষ্টাদের কোন জবাবদিহি নেই, দায় দায়িত্ব নেই খালি ঘুষটা পাবে) তারা লাভবান হবে সন্দেহ নেই।
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৪
ঊদাসপথিক বলেছেন: এই উপদেষ্টারাই সরকারকে বেশি বিতর্কিত করতেছে।
৩| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৯
জান্নাতুল এন পিয়াল বলেছেন: এই দেশে আর কিছুর অভাব থাকুক বা না থাকুক, ইস্যুর কোন অভাব নাই। তবে এ কথা মানতেই হবে, যেসব মেধাবী বিসিএস পরীক্ষার্থীরা আজ হাস্যকর কোটা সিস্টেমের ফলে নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত হলেন, তাদের এবং তাদের পরিবারের ভোট নিশ্চিতভাবে এই খামখেয়ালি সরকারের বিরুদ্ধে যাবে।
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৭
ঊদাসপথিক বলেছেন: এই রকম ভুল সরকার না করলেই পারত। কারন শেষ সময়ে সরকারের বিরুদ্ধে সাধারনের আন্দোলন মানে সরকারের পরাজয়।
বিসিএস টাকে এইভাবে প্রশ্নবিদ্ধ করার দরকার ছিল না।
৪| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩২
সোহানী বলেছেন: একটি বিসিএস নিয়োগ অলরেডি পলিটিকেলি স্টপ / ঝুলে আছে.... আরেকটিকে বিতর্কিত না করলেই কি নয়....
৫| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৯
মোঃ খালেকুজ্জামান ফয়সাল বলেছেন: দুঃখজনক হল ৬ বছর ছাত্রলীগ করে এখন কোটার বলি হলাম, কোটা ব্যবস্থার অযক্তিকতা লেখতে গেলে হয়ে যাই জামাত-শিবির!!! সুবিধাভোগী কিছু মুক্তিযোদ্ধার সন্তানরা হয়ে যায় দেশ প্রেমিক যাদের মূল উদ্দেশ্যই দেশে বৈষম্য সৃষ্টি করে নিজেদের ফায়দা লুটা। রাস্তায় নেমে আসতে হবে এই ঘৃণ্য কোটা ব্যবস্থার বিরুদ্ধে...
কোন স্বার্থন্বেশী মানুষের মাঝে দেশ প্রেম থাকতে পারে না।
মুক্তিযোদ্ধারা দেশ থেকে বৈষম্য দূর করার জন্য দেশ স্বাধীন করেছিল বৈষম্য সৃষ্টি করার জন্য নয়।
অনেকেই প্রশ্ন করে দেশ স্বাধীন হবার পর মুক্তিযোদ্ধার সন্তানরা কি পেয়েছে???
সত্যিকার অর্থে কি মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল তাদের সন্তানদের জন্য নাকি সকল বাংলাদেশির জন্য???
প্রশ্ন থাকতে পারে মুক্তিযোদ্ধারা কি পেয়েছে? দুঃখের বিষয় আমাদের চোখের সামনেই অনেক মুক্তিযোদ্ধা রিক্সা চালায়, ভিক্ষা করে এবং তাদের সন্তানরা কখনই এই কোটা ব্যবস্থার সুফল ভোগ করতে পারেনা কারন দু-মুটো অন্ন জোগার করার জন্য তাদের জীবন যুদ্ধে নামতে হয় অনেক আগেই।তাদের কথা কেই বলে না।
সাধারণ শিক্ষার্থীদের স্বপ্ন কেড়ে নেয়া কোটাকে রক্ষা করাই যেন সব!!!
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫১
ঊদাসপথিক বলেছেন: বর্তমানে যারা নিজেদের মুক্তিযোদ্ধা বলে নিজেদের দাবি করতেছেন নিজেদের সন্তানদের সুবিধা দিতে সরকারের কাছে আবেদন করতেছেন তাদের অধিকাংশই ভুয়া সার্টিফিকেটধারী।
কিছুদিন আগেই এক এ এস পি বিসিএস নিয়োহ বাতিল হয়ে গেল ভুয়া সার্টিফকেটের জন্য।
মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল তাদের সন্তানদের জন্য না সকল বাংলাদেশির জন্য।
৬| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪১
বিডি আমিনুর বলেছেন: ফাজলামির একটা সীমা থাকা দরকার ।
৭| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৭
নাগরিকমন বলেছেন: যাদের বাপ অথবা মা দেশের জন্যে fight করতে পারে তাদের ছেলে মেয়ে রা নিজের জন্যে fight করতে পারে না . এর থেকে লজ্জার কি কিছু আছে ?
৮| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৬
নাইট বার্ড বলেছেন: shahbag e andolon shuru hoye geche
pls chole asun ghore bose thakben na
৯| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫২
প্রচুর বলেছেন: আমাদের দেশের মোট জনসংখ্যার কত শতাংশ মুক্তিযোদ্ধা? কমবেশি ১% এর বেশি মনে হবেনা। অথচ তাদের কোটা দেওয়া হচ্ছে ৩০%! কি হাস্যকর বিষয়। সামরিক বাহিনীতে কোটা নেই সেটা খুবই সুন্দরভাবে চলছে তাহলে বিসিএসসহ অন্য চাকরীতে কোন কোটার দরকার আছে বলে মনে হয়না। আর কোটা যদি একান্তই রাখতে হয়ে তবে তা অবশ্যই সহনীয় পযায়ে থাকতে হবে। কোনভাবেই সব ধরনের কোটা মিলে ২০-৩০% এর বেশি হওয়া উচিত নয়। তাহলে জাতী মাথা উঁচু করে দাড়াতে পারবেনা।
পিএসসির কমকতারাই বলছেন কোটাগুলোতে শেষ অবধি কোটা পূরণ হয়না। তাহলে বুঝুন কোটাধারীরা কত্ত মেধাবী।
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮
ঊদাসপথিক বলেছেন: আমি মুক্তিযোদ্ধার সন্তান না এইটা যেন একটা অপবাদে পরিনত হচ্ছে দিনদিন।
১০| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৩
সোহেল সি এস ই বলেছেন: এই লোটা ভর্তি কোটা নিয়ে যারা মোটা কথা বলে তাদের বোটাসহ মূলৎপাটন করলে গোটা দেশের মানুষের মুখে হাসি ফোটা এখন সময়ের দাবি।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৬
যোবায়ের বলেছেন: সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ।
যাদের বাপ অথবা মা দেশের জন্যে fight করতে পারে তাদের ছেলে মেয়ে রা নিজের জন্যে fight করতে পারে না . এর থেকে লজ্জার কি কিছু আছে ? special বি.সি.এস মানে কি ? কিছু অযোগ্য লোকদের এনে , যোগ্য লোকদের বাদ দিয়ে , আবার ওই অযোগ্য লোকদের দ্বারা যোগ্য লোকদের administration করা ? এটা কি স্বাধীনতার মূলনীতি ? এটা কি এক্জব মূক্তিকামির স্বপ্ন ?
আজ প্রয়োজন আর এক মুক্তির.......