নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুম.......

!!

শূণ্য উপত্যকা

পথ ভীষন টানে, চলতে হবে তাই সমুখ পানে......

শূণ্য উপত্যকা › বিস্তারিত পোস্টঃ

চিলেকোঠার সেপাই।

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৩২



সুলেখক আখতারুজ্জামান ইলিয়াস খুব বেশী সাহিত্যকর্ম আমাদের জন্য রেখে যান নি।২টি উপন্যাস,২৮টি গল্প আর একটি প্রবন্ধগ্রন্থ।একজন সুলেখকের খুব বেশী কি লেখতে হয়? এই গুটিকয়েক লেখাই তার মেধার পরিচয় বহন করে।এই লেখাগুলোই উনাকে বাংলাসাহিত্যের খাতায় চিরস্থায়ী আসন এনে দিয়েছে।তিনি তৈরী করেছেন লেখার নিজস্ব একটি স্টাইল।সত্যি বলতে কি তার লেখা সাহিত্যপ্রেমীদের নিকট সবসময়ই উপভোগ্য।



আখতারুজ্জামান এর লেখার বৈশিষ্ট হল উনার লেখা অনেক বর্ননাময়।তবে অতিরিক্ত বর্ননা কখনই তাকে ভাসিয়ে নেয় নি।তার এই আনুপুঙ্খিক বিবরন কখনই বিরক্তিকর হয়ে উঠে নি, একঘেয়ে হয়ে উঠে নি কারন তিনি জানতেন কখন তাকে থামতে হবে।

উনার লেখার আরেকটি উল্লেখযোগ্য দিক হল স্বপ্নচারিতা যা ঐন্দ্রজালিক এবং কিছুটা অতিপ্রাকৃত ছোয়াই বিকশিত।আখতারুজ্জামান তার বিপ্লব সুট,টাই পড়া রুমে বসে তত্ত্ব কপচানোদের দিয়ে করান নি। তার বিপ্লবে নেতৃত্ব দিয়েছে বস্তির শ্রমিক বা গ্রামের চাষারা।



উনার বেশীরভাগ গল্প এবং দুটি উপন্যাসই আমার পড়া হয়েছে।এবং আমার ব্যাক্তিগত লাইব্রেরীতে উনার বই এর উপস্থিতি আমার জন্য গর্বের বিষয়।তবে কোন সন্দেহ ছাড়াই আমি বলতে পারি "চিলেকোঠার সেপাই" তার সবচেয়ে সেরা সৃষ্টি।বইটি অবশ্যই আমার প্রিয় একটি বই।



"চিলেকোঠার সেপাই" ষাট এর অগ্নিগর্ভ সময়ের গল্প।উনসত্তুরের গণঅভ্যুথ্থান এর গল্প।ঢাকা তখন মিটিং,মিছিল এর শহর। আইয়ুব বিরোধী আন্দোলনের শহর।সেই ঢাকার এক ঘিন্জি গলির মধ্যে বাস ওসমান ওরফে রন্জুর। সে এক অফিসের জুনিয়র কর্মকর্তা।তার বন্ধু বাম রাজনীতির কর্মী আনোয়ার আর ডানপন্থি আলতাফ।তাদের সাথে সে আইয়ুব বিরোধী মিছিলে যায়,মিটিং এ যায় আলোচনায় বসে কিন্তু সবকিছুতে থেকেও যেন সে কোনকিছুতেই নেই।সে বন্দী থাকে তার চিলেকোঠার রুমে।বাসার পাকা দেয়াল যেন তাকে বিচ্ছিন্ন করে রেখেছে সবকিছু থেকেই।এই বাসা আবার আইয়ুবপ্রেমী মহাজন রহমতউল্লাহর।যার আশ্রয়ে বড় হয় খিজির ওরফে হাড্ডি খিজির।তার মা এবং স্ত্রী দুজনেই মহাজনের উপভোগ্য।খিজির এই বই এর অন্যতম চরিত্র এবং একদিক থেকে বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী।আমি যত বই পড়েছি তার মাঝে "চিলেকোঠার সেপাই" ছাড়া আর কোথাও পুরানো ঢাকার বস্তিবাসী শ্রমিককে কোনো বই এর কেন্দ্রীয় চরিত্রে বা এত গুরুত্বপূর্ণ চরিত্রে আসতে দেখিনি।

তো এই খিজির আবার বিপ্লবী।তার বিপ্লব সূচিত হয় মহাজনের প্রতি তীব্র ঘৃণা থেকে।পরে অবশ্য তা শ্রেণীসংগ্রামে আবন্ধ থাকেনি।বিস্তৃত হয়েছে অনেক বড় প্লাটফর্মে।সে রিক্সাচালকদের উৎসাহ দেয় আন্দোলনে নেমে পড়ার জন্য। নিজে সারাদিন ব্যাস্ত থাকে মিটিং মিছিল নিয়ে। এদিকে ওসমান প্রেমে পড়ে তারই সহনামী এক কিশোর এর বড়বোনের উপর। যারা কিনা তারই সাথে রহমতউল্লাহর বাসার ভাড়াটে।উসমান প্রেমে পড়ে রানুর উপর কিন্তু সে চুম্বনে রক্তার্ত করে রানুর ভাই রন্জুকে।না সে বিকৃত যৌনপ্রেমী নয় সে আত্মপ্রেমে পরাজিত সৈনিক।চারপাশের উত্তাল সময়ের চাওয়া এবং নিজস্ব চাওয়া পাওয়ার হিসাব মিলাতে গিয়ে তালগোল পাকিয়ে বসে ওসমান।দেখা দেয় মস্তিষ্ক বিকৃতির। এদিকে আন্দোলন বেগবান হয়।কার্ফ্যু জারি হয়। সেই কার্ফ্যু ভেঙ্গে রাস্থায় নামে মানুষ। স্লোগান উঠে, “জেলের তালা ভাঙ্গব শেখ মুজিব কে আনব।”শহর বন্দর কাপে সেই স্লোগানে।রাতের আধারে কার্ফ্যু ভেঙ্গে রাস্থায় নেমে পড়ে খিজির। সেই খিজির যে কিনা তার বাপের নামও জানে না। সে ওসমানকেও প্ররোচনা দেয় মিছিলে আসতে। মিছিলে সেনাদের গুলিতে নিহত হয় খিজির। কিন্তু এ মৃত্যু আন্দোলনকে আরও বেগবান করে তুলে। তবে কি আন্দোলন শুধু শহরেই সীমাবন্ধ? না। গ্রামেও ছড়িয়ে পড়ে পাকি বিরোধী আন্দোলন।বামপ্রন্থি আনোয়োর চলে যায় গ্রামে বিপ্লবের নেতৃত্ব দিতে। কিন্তু তার আগেই আন্দোলন ছড়িয়ে পড়ে গ্রামে।যমুনার দুর্গম চরে।আইয়ুবের গ্রামীন চেলা খয়বার গাজী কৃষকদের সম্পত্তি দখল করতে থাকে একের পর এক।তাদের হালচাষের গরু চুরি করে রাখে চরে।আবার সেই গরু ফেরত আনতে গেলে চোর সাজিয়ে মেরা ফেলা হয় নীরিহ চাষীদের।ধীরে ধীরে ফোসে উঠে চাষীরা।ওদের সংঘবদ্ধ করে তরুন বাম কর্মী আলীবক্স ও চাষা চেংটু।খয়বার গাজীর ডানহাত হোসেন ফকিরকে মেরে ফেলে তারা। গণআদালতে বিচার হয় খয়বারের। কিন্তু চালাকি করে সে পালিয়ে যায়। না আন্দোলন থামেনি এতে। আরও জোরদার হয় স্লোগান “তোমার আমার ঠিকানা পদ্মা,মেঘনা,যমুনা।”

“জেলের তালা ভাঙ্গব, শেখ মুজিবকে আনব।”

এদিকে ওসমানের অসুস্থতার খবর পেয়ে আনোয়ার ঢাকায় ফিরে আসে।খিজিরের মৃত্যুর পর উসমান পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।নিজের খাচা থেকে বাইরে আসার জন্য তার চেষ্টা পরিণত হয় ক্রোধে। মৃত খিজির প্রতিনিয়ত ওসমান কে প্ররোচনা দেয় এই বিচ্ছিন্নতার দেয়াল ভেঙ্গে চিলেকোঠা থেকে বের হয়ে আসার জন্য। আমি ঠিক বুঝে উঠতে পারি না খিজির কি তাহলে ওসমানের কাউন্টার পার্সোনালিটি? উসমান ভাঙ্গতে চায় ঘরের তালা। উপেক্ষা করতে চায় মিলিটারির রক্তচক্ষু। পাকিদের কার্ফ্যু। তাকে আটকায় আনোয়ার,আলতাফ রা।

খিজিরের ঘর থেকে বের হয়ে আসার আহবান ঠিকই চলতে থাকে।একদিন ঠিকই সে বের হয়ে পড়ে তালা ভেঙ্গে।সবার অজান্তে নেমে পড়ে রাস্থায়।কার্ফ্যুকে করে অগ্রাহ্য সে।তার সামনে এখন মুক্ত পথ।যেদিক ইচ্ছা সেদিকই যেতে পারে সে। পুর্ব,পশ্চিম,উত্তর,দক্ষিণ সব দিকই তার জন্য উন্মুক্ত।

সব দিক থেকেই তার কানে ভেসে আসে, “জয় বাংলা।”



উনসত্তুরের গণঅভ্যুথ্থান তথা ষাট এর অগ্নিগর্ভ সময় নিয়ে লেখা এই বই এর তুলনা শুধু চিলেকোঠার সেপাই ই হতে পারে।১৯৮৬ সালে প্রকাশিত এই বই মাওলা ব্রাদার্স অথবা দি ইউনিভার্সিটি প্রেস লি: থেকে সংগ্রহ করতে পারবেন। নেট এ ফ্রি কপি আমি খুজে পাই নি। তবে বইমেলা সাইটটি থেকে টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন।

মন্তব্য ১১৬ টি রেটিং +৩৭/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৪২

শেখ আমিনুল ইসলাম বলেছেন: অনেক ভালো লাগল শূণ্যদা। রিভিউটি অনেক সুন্দর হয়েছে। ইলিয়াসের মনোজগত আর লেখনী শক্তির বিশ্লেষণটা ভালো লেগেছে। শুভেচ্ছা :)

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৪৬

শূণ্য উপত্যকা বলেছেন: শুভকামনা আমিনুল ভাই। ভাল থাকবেন।

২| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৪৮

এফ এন এফ বলেছেন: অনেক আগে পড়েছি, যখন পড়েছি তখন মনে হয়েছে যে আমিও ওই ঘটোনার মাঝে ছিলাম

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৫১

শূণ্য উপত্যকা বলেছেন: ইলিয়াসের লেখা এমনি। মনে হয় খুব বাস্তব।

৩| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৫৫

হা...হা...হা... বলেছেন: বইটি পড়া হয়েছে তাই আপনার রিভিউ পড়লাম না। অসাধারণ একটি বই।

বইয়ের ঘটনা গুলোকে বাস্তবতা দেয়ার জন্য লেখক কোন চতুরতার আশ্রয় নেননি। যেখানে যে কথা গুলো মানায় ঠিক তাই করেছেন। যেমন হাড্ডি খিজির যে গালিগুলো দেয় তা আমি আমার জীবনে অন্য কোন বইতে ছাপার অক্ষরে দেখিনি। একদম বস্তির গলি বলতে যা বুঝায় তা-ই।

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০৫

শূণ্য উপত্যকা বলেছেন: হাড্ডি খিজিরের এই ভাষা খুবই প্রাসংগিক বলে আমার মনে হয়েছে। নাহলে এই চরিত্র অংকন পূর্ণতা পেত না বলে আমার বিশ্বাষ।
ধন্যবাদ আপনাকে।

৪| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৫৭

ময়নামতি বলেছেন: আপনার লেখায় ভাষা আন্দোলনের স্মৃতি জেগে উঠেছে। ভাল লাগলো +++++

ধন্যবাদ।

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০৬

শূণ্য উপত্যকা বলেছেন: বইটি উনসত্তুরের গনঅভ্যুথ্থান এর পেক্ষাপটে রচিত।
শুভেচ্ছা।

৫| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০৬

কালীদাস বলেছেন: চমৎকার লাগল রিভিউটা! কঠিন পেলাস দিছি একটা:)

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০৭

শূণ্য উপত্যকা বলেছেন: আচ্ছা!:) থ্যাংকস কালী ভাই।

৬| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০৮

সায়েম মুন বলেছেন: খুব ভাল লাগলো রিভিউ। রিভিউ দেখে পড়ার খায়েশ হলো। :)

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:১২

শূণ্য উপত্যকা বলেছেন: পড়লে অনেক ভাল লাগবে। সময় পেলে পড়ে নিও।

৭| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০৮

সুলতানা শিরীন সাজি বলেছেন:
প্রিয় একটা বই নিয়ে লেখা ভালো লাগলো।
শুভেচ্ছা শূণ্য উপত্যকা।

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:১৭

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস আপু।

৮| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৪১

পাপতাড়ুয়া বলেছেন: অসাধারণ একটা বই।

হাড্ডি খিজিরকে আমার পূজনীয় মনে হয়েছে।মহাজনের দানে তার বাঁচা কিন্তু সেই মহাজনের বিরুদ্ধেই প্রথম তার কন্ঠ বেজেছে।

শহর ও গ্রামের প্যারালাল চিত্রায়নেও ইলিয়াস দক্ষতা দেখিয়েছেন।বটগাছের পুরান বাসিন্দাকে আমার প্যারানরমাল ক্যারেক্টার মনে হয়েছে।

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৪৭

শূণ্য উপত্যকা বলেছেন: উসমানকে বাইরে তো সেই নিয়ে আসল। অবশ্যই পূজনীয় সে।
ঐ যে বললাম না অতিপ্রাকৃত ছোয়া উনার লেখার বৈশিষ্ট।

৯| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৫৮

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: বইটা সম্পর্কে প্রথম যখন শুনেছিলাম তখন হাতে টাকা ছিল না বলে কিনতে পারি নাই। এর পর আর খেয়াল ছিল না। আপনার পোস্ট টা পড়ে আবার মনে পড়ল। আশা করি এবারের বই মেলা থেকে কিনে নিতে পারব।

আপনার রিভিউটা কিন্তু অনেক ভাল হয়েছে। অনেক ধন্যবাদ এই ধরনের একটা পোস্ট দেওয়ার জন্য।

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০৬

শূণ্য উপত্যকা বলেছেন: আমি আশায় রইলাম। আপনি পড়ে আমাকে জানাবেন।

১০| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৫

মাহী ফ্লোরা বলেছেন: বইটা পড়ব অথচ সুযোগ হচ্ছিলনা।এখন রিভিউ পড়ার পর মনে হচ্ছে না পড়লেই নয়।অনেক ধন্যবাদ।

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৪৬

শূণ্য উপত্যকা বলেছেন: শুভকামনা মাহী।

১১| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩৮

নিভৃত নয়ন বলেছেন: আমি একটু লিখছিলাম আখতারুজ্জামান ইলিয়াস কে নিয়ে। দেখতে পারেন।
Click This Link

অনেক ভাল একজন লেখক।

২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১২:০২

শূণ্য উপত্যকা বলেছেন: উনাকে নিয়ে আপনার লেখাটি অনেক ভাল হয়েছে।ধন্যবাদ আপনাকে।

১২| ২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১২:০০

মুরাদ-ইচছামানুষ বলেছেন: এমন পোস্টে প্লাস না দিয়ে থাকা যায় না।+++++

২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১২:০৬

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস।

১৩| ২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১:০৮

মুভি পাগল বলেছেন: চিলেকোঠার সেপাই নামে সম্ভবত আর্টসেলের একটা গান আছে

২৫ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৪৯

শূণ্য উপত্যকা বলেছেন: হুম। গানটি আমার ভাল লাগে।

১৪| ২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১:৩০

চতুষ্কোণ বলেছেন: রিভিউ ভালো লেগেছে। ইলিয়াসের লেখায় মুগ্ধ হয়েছিলাম কলেজে থাকতে। সামুতে ইলিয়াসকে নিয়ে আরেকটি লেখা পড়লাম কিছুক্ষণ আগেই। ইলিয়াসকে নিয়ে এভাবে লেখা আসুক। সবাই পরিচিত হোক এই বস মানুষটির সাথে। লেখায় প্লাস।

২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০১

শূণ্য উপত্যকা বলেছেন: বই পড়ুয়াদের উচিৎ উনার লেখা পড়া।
থ্যাংকস চতু ভাই।

১৫| ২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১:৩৬

মোঃমোজাম হক বলেছেন: কৈশরে পড়েছিলাম বইটা।

এখন পত্রিকা আর ব্লগ ছাড়া কিছুই পড়িনা

২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১০:১৪

শূণ্য উপত্যকা বলেছেন: ইদানিং আমারও পড়া কম হয়। অনেক ব্যাস্ত থাকি।

১৬| ২৫ শে নভেম্বর, ২০১০ ভোর ৫:৫৭

সুপান্থ সুরাহী বলেছেন: শুধু +++++++দিয়ে নামাযে যাচ্ছি পরে পড়ব

২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১০:২৭

শূণ্য উপত্যকা বলেছেন: ঠিক আছে সময় করে পড়ে নিবেন।

১৭| ২৫ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:৫০

জুন বলেছেন: শুন্য আমার অনেক আগে পড়া বইটা যা বোঝায় অনেক ফাক ফোকোর ছিল , সেগুলো আজ বন্ধ হলো তোমার এই অপুর্ব বিশ্লেষন পড়ে।
+

২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৪৭

শূণ্য উপত্যকা বলেছেন: তোমার তো বুক রিভিউ দেওয়ার কথা।দিবা না?

১৮| ২৫ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:১৩

জুল ভার্ন বলেছেন: এই উপন্যাসটা আমি বই আকারে পড়িনি। অনেক বছর পুর্বে দৈনিক ইত্তেফাকে এই উপন্যাস সাহিত্যের পাতায় দীর্ঘ দিন যাবত ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল। আমি মুলত ইত্তেফাকের সেই ধারাবাহিক লেখাটাই সম্পুর্ণ ভাবে পড়ে মুগ্ধ হয়েছিলাম।তখন আজকালের মত এমন উপন্যাস/ বই ইত্যাদি প্রকাশিত হতোনা। লেখাটা আমার এতই ভালো লেগেছিল-তাই ইতেফাকের সব সংখ্যাগুলো রেখে দিয়েছিলাম অনেক বছর। ১৯৮৬ সনে যখন উপন্যাসটি বই আকারে প্রকাশিত হয়-তখন আমি বইটা সংগ্রহ করি এবং ইত্তেফাকের কাটিংগুলো বিষর্যন দেই।

রিভিউ ভালো লেগেছে।

ধন্যবাদ এবং প্লাস।

২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০৩

শূণ্য উপত্যকা বলেছেন: ৮৬ তে আমি মার কোলে।:)
থ্যাংকস কবীর ভাই।

১৯| ২৫ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩০

জিসান শা ইকরাম বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা শুন্য উপত্যাকে। এমন ভালো একটা পোষ্ট দেবার জন্য । পোষ্ট দাতার প্রতি আমার সন্মান যে কতটা বেড়ে গেল- তা আমি লিখে বোঝাতে পারবো না।

“তোমার আমার ঠিকানা পদ্মা,মেঘনা,যমুনা।”
- আমার কাছে এখন পর্যন্ত এটাই শ্রেষ্ঠ স্লোগান।

২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৫

শূণ্য উপত্যকা বলেছেন: মামা এই স্লোগান আমার রক্ত গরম করে দেয়।
শুভকামনা মামা।

২০| ২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৩৬

হুপফূলফরইভার বলেছেন: শূণ্য তোমার রিভিউ বরাবরের মতই আকর্ষনীয়~

২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২১

শূণ্য উপত্যকা বলেছেন: কমেন্ট শেষ?

২১| ২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৪১

স্বদেশ হাসনাইন বলেছেন:
আপনার রিভিউটা ভাল হয়েছে। আমাদের গর্ব বাংলা ভাষায় এমন একজন গুণী মানুষকে পেয়েছি।

২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৫৩

শূণ্য উপত্যকা বলেছেন: অবশ্যই।
থ্যাংকস হাসনাইন।

২২| ২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৪৪

তায়েফ আহমাদ বলেছেন: এই বইটা এমন অনেকগুলো বইয়ের মাঝে একটা যেগুলো আমি এখনো শেষ করতে পারি নি। সত্যি কথা বলতে কি, কেন যেন আমি আ. ইলিয়াসে খুব বেশি ডুবতে পারি নি।

২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১২:১৫

শূণ্য উপত্যকা বলেছেন: বইটা কিন্তু চমৎকার। তবে সব লেখাই সবার ভাল নাও লাগতে পারে।
আরেকবার পড়ে নাহয় দেখুন।

২৩| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১২:২৮

হাসান খা বলেছেন: শুন্য, বইটি আমি পড়িনি।

আপনার রিভিঊ পড়ার পরার পর একটা তাগিদ অনুভব করছি। চমৎকার লিখেছেন

+++++++++

২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৩৭

শূণ্য উপত্যকা বলেছেন: পড়ে জানাবেন কেমন লাগল।
থ্যাংকস।

২৪| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১:৪৮

পাহাড়ের কান্না বলেছেন: আমি ছাড়া দেখি সবাই পড়েছে বইটা। রিভিউ পরে ভালো লাগলো। দেখি সংগ্রহ করবো বইটা। কত ধরনের নেশায় পড়ি অথচ বই পড়ার মত ভালো নেশাটা যে কেন আমার হয় না :||

২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১০:২০

শূণ্য উপত্যকা বলেছেন: একবার শুরু কর।দেখবে হয়ে যাবে নেশা।

২৫| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ২:৪৮

মিরাজ is বলেছেন: আপনার রিভিউ বরাবরের মত সুন্দর...... উনার কোন বই পড়েছি কিনা মনে পড়ছে না.........আমি খালি সবকিছু ভুলে যাই :( :(

২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৩৪

শূণ্য উপত্যকা বলেছেন: আমারও আপনার স্বভাব আছে। সবকিছু ভুলে যাই।:(

২৬| ২৬ শে নভেম্বর, ২০১০ ভোর ৪:১৮

অন্ধ আগন্তুক বলেছেন: আখতারুজ্জমান বাংলাদেশের মহত্তম লেখকদের একজন ।

আপনার রিভিউ ভালো হয়েছে । ঝরঝরে । উপন্যাসের মেইন্সট্রিম একটানে বলে গিয়েছেন । তবে আরো অন্যান্য চরিত্রের সাথে সংশ্লিষ্ট ঘটনাগুলো আসতে পারতো ।

তবে একটা কথা না বললেই না , নামটা হবে ওসমান , উসমান নয় । ওসমান গণি ওরফে রঞ্জু । যেহেতু এই চরিত্রটি লেখকের নিজস্ব সৃষ্টি , তাই নিখুতভাবে বলাটাই শ্রেয় ।

ভালো থাকুন । ++++

২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৪৯

শূণ্য উপত্যকা বলেছেন: আমি লেখার ক্ষেত্রে অনেকটাই অগোছালো। তাছাড়া আমি ডিটেলস এ কখনই যায় না। অনেক গল্প টাইপ করে আমি রেখে দিয়েছি বড় হয়ে গেছে বলে।:(
পাঠকের সাথে আমি মূলত মূল গল্পটির পরিচয় করাতে চেয়েছি তাই ডিটেলস এ কম গেলাম। অনেক চরিত্রও বাদ পরেছে যদিও ওগুলো খুব একটা গুরুত্বপুর্ন নয়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আগন্তুক ভাই। এত বড় ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য। নামের বানান নয় এক্ষেত্রে আমার অসতর্কতা দায়ী ছিল।
থ্যাংকস ও শুভকামনা।

২৭| ২৬ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:০৬

হুপফূলফরইভার বলেছেন: না আরো আছে~ ;) ;) |-) |-)

২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৩

শূণ্য উপত্যকা বলেছেন: সরিষার তেল দাও।

২৮| ২৬ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:১৭

কি নাম দিব বলেছেন: রিভিউ ভালো হৈছে। B-)
আমি যেই বইগুলো পড়িনাই আপনি বেছে বেছে ঐ বইগুলোরই রিভিউ দেন কেনু? /:)

২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৪১

শূণ্য উপত্যকা বলেছেন: তুমি এক কাজ কর, যে বইগুলো পড়েছ তার তালিকা দাও আমি নাহয় সেখান থেকে একটার রিভিউ দিয়ে দিব।:)

২৯| ২৬ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৯

শায়মা বলেছেন: পড়িনি। এইবার অবশ্যই পড়বো।

২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৪৬

শূণ্য উপত্যকা বলেছেন: পড়ো। তোমার ভাল লাগবে আশা করছি।

৩০| ২৬ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫৭

জামিনদার বলেছেন: বইটা একবার আমার সেজো ভাইয়ের কাছে দেখেছিলাম। পরে অনেক খুজেছি। পাইনাই।

আপনার বিশ্লেষধর্মী লেখা ভাল লাগল।

২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১২:১৩

শূণ্য উপত্যকা বলেছেন: পড়ার মত একটি বই।সংগ্রহ করে পড়ুন। ভাল লাগবে।
শুভকামনা।

৩১| ২৬ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:০৯

নীল ভোমরা বলেছেন: চমৎকার রিভিউ!

২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৪৬

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস।

৩২| ২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১:৩৫

হাম্বা বলেছেন: নেট এ ফ্রি কপি আমি খুজে পাই নি। তবে বইমেলা সাইটটি থেকে টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন। #:-S #:-S #:-S #:-S #:-S #:-S

২৭ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩০

শূণ্য উপত্যকা বলেছেন: বই কিন হাম্বা। বই কিনে কেউ গরীব হয় না। :-0

৩৩| ২৭ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:০০

ইসরা০০৭ বলেছেন: অনেক ভালো লাগল

পড়িনি এখন পড়বো।

২৭ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫১

শূণ্য উপত্যকা বলেছেন: ওকে পড়ে জানিও।

৩৪| ২৭ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৯

সামিউর বলেছেন: বইটই একসময় খুব পড়তাম। এখন আর পড়া হয়না। রিভিউ ভালো হইসে। :)

কিপ ইট আপ........

২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১০:২০

শূণ্য উপত্যকা বলেছেন: মাঝে মাঝে পড়ো।শুভকামনা।

৩৫| ২৯ শে নভেম্বর, ২০১০ রাত ১:২১

সোমহেপি বলেছেন: লেখকের কোন লেখাই পড়িনি মনে হয়।তবে বইটির নাম অনেক শুনেছি।আপনার রিভিও পড়ে আগ্রহ বাড়ল।মরার আগে যে কতকিছু পড়া বাকি।

৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১২:১২

শূণ্য উপত্যকা বলেছেন: আমারও একই অবস্থা। কত কিছু যে পড়ার বাকি।:(

৩৬| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১২:১৫

হানিফ রাশেদীন বলেছেন: অনেক ভালো লাগলো, এমন একটি বিষয়ের অবতরণার জন্যে।

৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৩১

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ ভাই। কেমন আছেন?

৩৭| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১২:২৩

চিলে কোঠার সেপাই বলেছেন: রিভিউ ভালো লাগলো।

৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৪১

শূণ্য উপত্যকা বলেছেন: আপনার নিকটা দেখে ভাল লাগল।শুভেচ্ছা।

৩৮| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১:৫২

মুভি পাগল বলেছেন: +++

৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১০:১৬

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস।

৩৯| ৩০ শে নভেম্বর, ২০১০ ভোর ৫:৪৮

সুপান্থ সুরাহী বলেছেন: আম্র প্রিয় একটি বই আপনারও প্রিয়..।

খুব ভাল লাগল...

আরো ভাল লাগল ওমন একটি লেখা উপহার দেয়ার জন্য

৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৩১

শূণ্য উপত্যকা বলেছেন: আপনাকে ধন্যবাদ পড়ার জন্য।

৪০| ৩০ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:২০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার রিভিউ। চমৎকার বই। প্রিয় আখতারুজ্জামান ইলিয়াস। অনিঃশেষ প্রেরণার উৎস...

৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৬

শূণ্য উপত্যকা বলেছেন: উনি এমন একজন লেখক যার বই এ আমি একঠানা ডুবে খাকতে পারি।এত বর্ননাময় তবু মনে হয় শেষ হয়ে গেল!
শুভকামনা হামা ভাই।

৪১| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৪১

আরফার বলেছেন: বইটা পড়ি নি এখনো। পড়ে ফেলব।

৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩৫

শূণ্য উপত্যকা বলেছেন: চমৎকার একটি বই। পড়লে আপনার ভাল লাগবে আশা করছি।

৪২| ০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩১

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: রিভিউ চমৎকার হৈছে!

০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৭

শূণ্য উপত্যকা বলেছেন: এতদিন পর? মাইনাস। X(

৪৩| ০১ লা ডিসেম্বর, ২০১০ ভোর ৫:০৫

ছন্দ্বহীন বলেছেন: শূণ্য দা কেমন আছেন গো!!

আপনার লেখা পড়ে তো বইটি পড়তে ইচ্ছা করছে....দেখি সংগ্রহ করা যায় কি না...!!

০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২০

শূণ্য উপত্যকা বলেছেন: আছি রে ভাই কোনরকম। বইটি পড়েন। ভাল লাগবে আশা করছি।

৪৪| ০১ লা ডিসেম্বর, ২০১০ ভোর ৫:০৮

টানজিমা বলেছেন:

নামি নিছে শূণ্য.......পোষ্টে দেহি গিয়ানের অভাব নাই...মিত্থুক.. X( X((

০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩৩

শূণ্য উপত্যকা বলেছেন: কাকু তোমার ভাইস্তে কেন শূণ্য তা কি তুমি জান না? X((

৪৫| ০৫ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৭:২৩

সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: বইটা এখনও পড়িনি। রিভিউটা পড়ে মনে হচ্ছে অনেক দেরী হয়ে গেছে... এবার ছুটিতে এই বইটাও টুকে নিলাম।

০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫৫

শূণ্য উপত্যকা বলেছেন: ভাল লাগল শুনে। শুভকামনা রইল।

৪৬| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:১০

আহাদিল বলেছেন: অসাধারণ বই!

০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৪

শূণ্য উপত্যকা বলেছেন: অবশ্যই।

৪৭| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:২১

কাউসার রুশো বলেছেন: সময় হলে একটু পড়ে দেখতে পারেন।
আখতারুজ্জামান ইলিয়াস-একজন সৎ ও অতৃপ্ত লেখক

আমি ইলিয়য়াসে মজে থাকা একজন মানুষ। তাঁর লেখার একজন একনিষ্ঠ ভক্ত। বইটি মাত্রই পড়তে শুরু করবো এ সময় আপনার রিভিউটি পেলাম। তবে রিভিউটি পুরো পড়িনি। যাতে বই পড়ার মজা নষ্ট না হয়ে যায়।
বইটি পড়া শেষে আবার আপনার পোস্টে মন্তব্য করবো।
ভালো থাকবেন। চমৎকার পোস্টের জন্য +

০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৪

শূণ্য উপত্যকা বলেছেন: ইলিয়াস সম্পর্কে আপনার লেখাটি আমার খুবই ভাল লেগেছে।
বইটি পড়া শেষ হলে মন্তব্য করবেন সেই আশায় রইলাম।:)

৪৮| ০৯ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৩১

কায়কোবাদ বলেছেন: চমৎকার রিভিউ।

০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩৫

শূণ্য উপত্যকা বলেছেন: আপনি কোথায় থাকেন? ব্লগে আপনাকে দেখিই না।

৪৯| ০৯ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫১

মোহাম্মদ লোমান বলেছেন: বইটি সংগ্রহ করার চেষ্টা করব। সুন্দর পোস্টে প্লাস।

০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০১

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

৫০| ১০ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৩৩

আকাশটালাল বলেছেন: ও শূন্য ভাই, আপনার সংসার কেমুন চলতাসে???

১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২২

শূণ্য উপত্যকা বলেছেন: বউ এর সাথে খালি ঝগড়া হয়:(

৫১| ১০ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:২১

হাসান খা বলেছেন: আমার কথায় কি রাগ করলে কিন বুঝতে পারছি না। নতুন পোষ্ট কই?

১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪৫

শূণ্য উপত্যকা বলেছেন: রাগ করব কেন? আমি বেশ বিজি ছিলাম তাছাড়া সপ্তাহখানেক বেড়িয়ে আসলাম। এখন অবশ্য ফ্রি। দুয়েকদিনের মাঝেই লেখব।

৫২| ১২ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪২

টানজিমা বলেছেন: আপনে আমার বাড়ি গেছেন আমি আপনার বাড়ি আইশ্ছি....কাটা-কাটি... :P

১২ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫৭

শূণ্য উপত্যকা বলেছেন: চাচা চাচীরে নিয়া আসলেই পারতেন। সাথে আপনার কইন্যারে। B:-/

৫৩| ১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:০৮

শেখ আমিনুল ইসলাম বলেছেন: শূণ্যদা নতুন লেখা চাই তাত্তাড়ি :) :)

১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৮

শূণ্য উপত্যকা বলেছেন: দিয়ে ফেলেছি আর একটি অখাদ্য।:)

৫৪| ১৩ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৪৭

আকাশটালাল বলেছেন: আকাশটালাল বলেছেন: ও শূন্য ভাই, আপনার সংসার কেমুন চলতাসে???
লেখক বলেছেন: বউ এর সাথে খালি ঝগড়া হয়
:(

খেক খেক খেক। খুবতো আমারে ঝারি দিসিলেন, আমি খারাপ কথা কই, দোয়া দেয় নাই, আরো কতো কি X( X( X(

ব্যাপারনা, সব আবার ঠিক হয়ে যাবে :D :D :D

১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩৩

শূণ্য উপত্যকা বলেছেন: হয় আবার মিলে যায়। আবার ঝগড়া করি। এভাবে দিনকাল ভালই যাচ্ছে আকাশ ভাই।

৫৫| ১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৪১

কায়কোবাদ বলেছেন: নেট কানেকশানটা নিয়া ঝামেলায় আছি, সেইজন্য ব্লগে আসতে পারি না :(

১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৬

শূণ্য উপত্যকা বলেছেন: এই জন্যই তো আপনাকে দেখছি না। সমস্যা সমাধান হোক দ্রুত।

৫৬| ২১ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:১৭

রেজোওয়ানা বলেছেন: আখতারুজ্জামান ইলিয়াসের লেখা ধারালো মনে হয়। ওনার লেখা রিভিউ করাও একটা জটিল কাজ!

রিভিউ ভাল হয়েছে :)

২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩২

শূণ্য উপত্যকা বলেছেন: উনি অবশ্যই একজন শক্তিশালি লেখক।
থ্যাংকস আপু।

৫৭| ৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ২:৪৮

স্বপ্ন ও সমুদ্র বলেছেন: রিভিউ খুব ভালো হয়েছে।

৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৭

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস।

৫৮| ০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪১

তারিক মাহমুদ (তারিক) বলেছেন:
ইলিয়াস কে নিয়ে লেখার জন্য ধন্যবদা। আমি এই উপন্যাসটি পড়িনি। উনার দুইটা উপন্যাসের কেনটাই পড়িনি। তবে গল্প এবং প্রবন্ধ পড়েছি। উপন্যাস দুটি পড়ে ফলোবো। এই লেখাটি, উপন্যাসটি পড়ার জন্য নতুন তাড়না দিলো। ধন্যবাদ।

নিয়মিত বই-পত্র, উপন্যাসের রিভিও দিবেন।

০৬ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫৫

শূণ্য উপত্যকা বলেছেন: অনেকদিন ধরেই বুক রিভিউ দেওয়া হয় না। বই পড়ার সময়ই করে উঠতে পারছি না।:(
কাল বা পরশু অবশ্য একটা বুক রিভিউ দেওয়ার ইচ্ছা আছে আমার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.