![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাগো রাখবো তোমার স্বাধীনতা শপথ নিয়েছি,তোমার যতো সন্তানেরা আজো বেঁচেই আছি,যদিও মোদের হাতপা বাঁধা,মুখ রেখেছি বন্ধ,তবুও মা ভঁয় পেয়োনা,আমরা নয়তো অন্ধ, সময় মতো জাগবো মোরা,নিয়ে সংগ্রামী হাত,অনেক কষ্টে অর্জিত এই,স্বাধীনতা অটুট থাক।
এক সময়কার যুব রাজনীতির কর্ণধার জনাব এ টি এম রফিকের নেতৃত্বে এবং এম আইচ খান মঞ্জুর তত্ত্বাবধানে অসুস্থ ধারার রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার লক্ষে গতকাল এক সভা অনুষ্ঠিত হয়।এতে সকল বক্তারা দেশের অপ রাজনীতির বিরুদ্ধে দেশের সচেতন মানুষদের এক পতাকাতলে আসার আহ্বান জানানো হয়।সভায় প্রধান অতিথি আশির দশকের যুব রাজনীতির কর্ণধার জনাব এ টি এম রফিক দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সহ সাবেক এম পি,সাবেক মেয়র,সাবেক কাউন্সিলর,সাবেক ছাত্রনেতা,সাবেক যুবনেতা সহ বিভিন্ন দলের কেন্দ্রীয় দায়িত্বে থাকা নেতারা। সকলে একযোগে পরিবারতান্ত্রিক দুর্নীতিগ্রস্থ দুই জোটের হাত থেকে দেশকে জনগণকে রক্ষায় ঐক্যবোধ্য হবার আহ্বান জানানো হয়।প্রধান অতিথি জনাব রফিক বলেন,দেশের রাজনীতি এখন রাজনীতিবিদের হাতে নাই।দেশের রাজনীতি এখন অন্য দেশ থেকে নিয়ন্ত্রন হয়।শেয়ার বাজারে ২০ লক্ষ পরিবার এখন নিঃস্ব। ব্যাংক থেকে টাকা লুট হচ্ছে,রাস্তায় সাধারন মানুষের জীবনের নিরাপত্তা নাই,বিশ্ববিদ্যালয়ে দলীয় লোক নিয়োগ এবং ছাত্র সংগঠনগুলোর কোন্দলে সাধারন ছাত্রছাত্রী সহ শিশু হত্যা,ডেস্টিনি,গ্রামীণ ব্যাংকের সরকারের রোষানলে সাধারন মানুষকে পথে বসানো হয়েছে।পদ্মা সেতুর দুর্নীতির কারনে আমরা এখন বিশ্বে লজ্জিত জাতী।সরকারের পরিবারের লোক বিদেশে লেখাপড়া সহ বিশাল বাড়ী গাড়ীর মালিক।বিরোধী জোটের একই অবস্থা।এভাবে দেশ চলতে পারে না।দেশকে বাঁচাতে সৎ সত্যিকারের রাজনীতিবিদ এবং সচেতন মানুষকে ঐক্যবোধ্য করার আহ্বান জানানো হয়।এ অবস্থা থেকে দেশকে বাঁচাতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
©somewhere in net ltd.