![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি ক্রিটিক ব্লগ
২০০৯, ২০১০ সালের সেরা মুভির তালিকাগুলো পাঠকরা উল্লেখিত বছর দুটি আবর্তিত হতেই পেয়েছিলেন। কিন্তু কিছু ব্যক্তিগত কারণে ২০১১ সালের সেরা মুভিগুলো ঘোষণা করতে আমার বেশ দেরী হয়ে গেল। তাই আগ্রহী পাঠকদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।
ভালো কোন কিছু একেবারেই না হওয়ার চেয়ে দেরীতে হওয়া অনেক শ্রেয়। তাছাড়া মুভি তো কোন সময়সীমায় আবদ্ধ থাকে না। ভালো মুভি সর্বকালের, সর্বজনের। এই বিশ্বাস থেকেই আমার নির্বাচিত ২০১১ সালের সেরা ১২টি হলিউড মুভি+সেরা ১০টি বিদেশী মুভি এবং সবচেয়ে হতাশাজনক মুভির তালিকা+মুভি জগতের বিস্ময় আজ প্রকাশ করছি। যারা গত বছরের উল্লেখযোগ্য মুভিগুলো দেখে ফেলেছেন বা যারা দেখেননি উভয় দলের জন্যই তালিকাটিতে আছে বিস্তর রসদ। মুভিগুলোর স্বাদ আস্বাদন করে দেখুন - অতুলনীয়!
সেরা মুভি: ২০১১ (অদ্যাক্ষরের ক্রমানুসারে)
২০১১ সালের সেরা ১২টি হলিউড মুভি:
• Drive (Crime Thriller)
পরিচালক: Nicolas Winding Refn. অভিনয়ে: Ryan Gosling, Carey Mulligan
• Harry Potter and the Deathly Hallows: Part 2 (Fantasy Adventure)
পরিচালক: David Yates. Starring: Daniel Radcliffe, Emma Watson, Rupert Grint
• Hugo (Adventure Drama)
পরিচালক: Martin Scorsese. অভিনয়ে: Asa Butterfield, Ben Kingsley, Sacha B. Cohen
• Martha Marcy May Marlene (Drama Thriller)
পরিচালক: Sean Durkin. অভিনয়ে: Elizabeth Olsen, John Hawkes, Sarah Paulson
• Midnight in Paris (Romantic Comedy Fantasy)
পরিচালক: Woody Allen. অভিনয়ে: Owen Wilson, Rachel McAdams, Marion Cotillard
• Moneyball (Sports Drama)
পরিচালক: Bennett Miller. অভিনয়ে: Brad Pitt, Robin Wright, Jonah Hill
• Rise of the Planet of The Apes (Sci-Fi)
পরিচালক: Rupert Wyatt. অভিনয়ে: James Franco, Andy Serkis, Freida Pinto
• Take Shelter (Drama Thriller)
পরিচালক: Jeff Nichols. অভিনয়ে: Michael Shannon, Jessica Chastain
• The Descendants (Comedy Drama)
পরিচালক: Alexander Payne. অভিনয়ে: George Clooney, Shailene Woodley
• The Girl with the Dragon Tattoo (Thriller)
পরিচালক: David Fincher. অভিনয়ে: Daniel Craig, Rooney Mara.
• The Tree of Life (Drama)
পরিচালক: Terrence Malick. অভিনয়ে: Brad Pitt, Sean Penn, Jessica Chastain
• War Horse (War Epic)
পরিচালক: Steven Spielberg. অভিনয়ে: Jeremy Irvine, Emily Watson
২০১১ সালের সেরা ১০টি বিদেশী মুভি:
• A Separation (Iranian Drama)
পরিচালক: Asghar Farhadi. অভিনয়ে: Leila Hatami, Peyman Moadi
• Certified Copy/Copie Conforme* (France; French/English/Italian Drama)
পরিচালক: Abbas Kiarostami. অভিনয়ে: Juliette Binoche, William Shimell
• Le Havre (Finland/France/Germany; French Comedy Drama)
পরিচালক: Aki Kaurismäki. অভিনয়ে: André Wilms, Kati Outinen, Blondin Miguel
• Melancholia (Denmark/Sweden/France; English Sci-Fi Drama)
পরিচালক: Lars von Trier. অভিনয়ে: Kirsten Dunst, Charlotte Gainsbourg
• Poetry* (South Korean Drama)
পরিচালক: Chang-dong Lee. অভিনয়ে: Yoon Jeong-hee, An Nae-sang
• Shame (UK; English Drama)
পরিচালক: Steve McQueen. অভিনয়ে: Michael Fassbender, Carey Mulligan
• The Artist (France; Black & White Silent Romantic Comedy)
পরিচালক: Michel Hazanavicius. অভিনয়ে Jean Dujardin, Bérénice Bejo
• The Four Times/Le Quattro Volte (Italian Drama)
পরিচালক: Michelangelo Frammartino. অভিনয়ে: Giuseppe Fuda
• The Skin I Live In (Spanish Psychological Thriller)
পরিচালক: Pedro Almodóvar. অভিনয়ে: Antonio Banderas, Elena Anaya
• Tinker Tailor Soldier Spy (UK/France; English Spy)
পরিচালক: Tomas Alfredson. অভিনয়ে: Gary Oldman, Colin Firth
*Made: 2010; USA Release: 2011
২০১১ সালের সবচেয়ে হতাশাজনক মুভি:
হতাশাজনক মুভি বলতে আমি এমন মুভি নির্দেশ করছি যে মুভিটি নিয়ে প্রচুর আশা ছিল, কিন্তু মুভিটি সে আশা পূরণে ব্যর্থ হয়েছে বা হতাশ করেছে। হতাশাজনক মুভি মানেই এই নয় যে মুভি জঘন্য হয়েছে বা সুপার ফ্লপ হয়েছে। অনেক সময় মুভিটি সুপার হিট হতে পারে বা মধ্যম মানের ভালো মুভি হতে পারে। যেমন ২০১০ সালে আমার বিবেচনায় সবচেয়ে হতাশাজনক মুভি Robin Hood ছিল একটি মাঝারি মানের ভালো মুভি। ২০০৯ সালে Transformers: Revenge of the Fallen ছিল ব্লকবাস্টার হিট। অতএব বুঝতেই পারছেন হতাশাজনক মুভি নির্বাচন করতে গেলে স্নায়ুটা একটু শক্ত করে নিতে হয়। যা হোক, ২০১১ সালের মুভিগুলোর মধ্যে আমার বিবেচনায় সবচেয়ে হতাশাজনক মুভিগুলো হচ্ছে:
Pirates of the Caribbean: On Stranger Tides (Fantasy Adventure)
পরিচালক: Rob Marshall. অভিনয়ে: Johnny Depp, Penélope Cruz.
দুর্বল গল্প, মিসিং কাস্ট, অপ্রত্যাশিত পরিচালক
Sucker Punch (Action Fantasy)
পরিচালক: Zack Snyder. অভিনয়ে: Emily Browning, Abbie Cornish, Vanessa Hudgens.
সুযোগ ও সম্ভাবনার দারুণ অব্যবহার বা অপব্যবহার
The Hangover: Part II (Comedy)
পরিচালক: Todd Phillips. অভিনয়ে: Bradley Cooper, Zach Galifianakis, Ed Helms.
অসাধারণ প্রথম পর্বটির নির্লজ্জ নকল
Cowboys & Aliens (Science Fiction Western)
পরিচালক: Jon Favreau. অভিনয়ে: Daniel Craig, Harrison Ford.
স্নায়ু দুর্বল হয়ে আসছে, একটা শব্দ ছাড়া বেশি কিছু বলতে পারছি না - হতাশ!
২০১১ সালের মুভি জগতের বিস্ময়:
আমেরিকান অভিনেত্রী Jessica Chastain। গেল বছর জেসিকার ৭টি মুভি (১টি ডকুমেন্টারিসহ) মুক্তি পেয়েছে। এই মুভিগুলোতে তিনি প্রধান অভিনেত্রী ও সহ-অভিনেত্রী হিসেবে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন। প্রতিটি মুভিতে তার অভিনয় ছিল অসাধারণ। মুভিগুলোও ছিল দারুণ। তন্মধ্যে আমার এই সেরা মুভি লিস্টে দুটি মুভি (Take Shelter, The Tree of Life) স্থান করে নিয়েছে। জেসিকার মুভিগুলো ক্রিটিকাল ও ব্যবসায়িক দুই ধরণের সাফল্যই পেয়েছে। সব মিলিয়ে তিনি ৩৫টিরও বেশি সমালোচক-পুরষ্কার অর্জন করেছেন। তাছাড়া The Help মুভিতে অনন্য অভিনয়ের সুবাদে তিনি অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটার সেরা সহ-অভিনেত্রী পুরষ্কারের জন্য মনোনীত হয়েছিলেন। এই বছর তিনি টাইম ম্যাগাজিনের বাৎসরিক বিশ্বের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। Jessica Chastain-ই আমার ২০১১ সালের মুভি জগতের বিস্ময়!
জেসিকার ২০১১ সালের মুভিগুলো:
লিডিং রোল: The Debt, Take Shelter, The Tree of Life, Wilde Salome (আল পাচিনোর ডকু-ফিল্ম)
সাপোর্টিং রোল: The Help, Coriolanus, Texas Killing Fields
প্রিয় পাঠক, তালিকার অদেখা মুভিগুলো দেখে ফেলুন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। ভালো ভালো মুভি দেখবেন। হ্যাপি মুভি টাইম!
I Love Movies!
http://moviecriticblog.wordpress.com
পাঠকদের সুবিধার্থে এক নজরে বাৎসরিক সেরা মুভির পোস্টগুলো:
২০১২
★২০১১ সালের সেরা ১২টি হলিউড মুভি+সেরা ১০টি বিদেশী মুভি এবং সবচেয়ে হতাশাজনক মুভির তালিকা+মুভি জগতের বিস্ময়
★সেরা মুভি ২০১১: রানার্স-আপ বা বিকল্প ১২টি হলিউড মুভির তালিকা
২০১১
★সাইফ সামির নির্বাচিত ২০১০ সালের সেরা ১২টি বলিউড মুভির তালিকা
★সাইফ সামির নির্বাচিত ২০১০ সালের শেষার্ধের শীর্ষ ১০টি সেরা মুভির তালিকা
২০১০
★সাইফ সামির নির্বাচিত ২০০৯ সালের সেরা ১০টি মুভি+১৫টি রানার্স-আপ মুভি এবং সবচেয়ে হতাশাজনক মুভির তালিকা
★২০০৯ সালের সেরা ১০টি বিদেশী (ইউকে+ইন্ডিয়া+অন্যান্য) মুভির তালিকা
★অস্কার প্রিডিকশন: ৮২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে যারা! - সাইফ সামির - এর **মুভি ব্লগ**
★অস্কার ২০১০: যা ভালো লেগেছে, যা ভালো লাগেনি
★সাইফ সামির নির্বাচিত ২০১০ সালের প্রথমার্ধের শীর্ষ ১০টি সেরা মুভির তালিকা
১৪ ই জুলাই, ২০১২ রাত ৯:৫৮
সাইফ সামির বলেছেন: ব্যক্তিগত মতামত জানানোর জন্য ধন্যবাদ।
পোস্টেই লিখেছি, হতাশাজনক মুভি মানেই এই নয় যে মুভি জঘন্য হয়েছে বা সুপার ফ্লপ হয়েছে। অনেক সময় মুভিটি সুপার হিট হতে পারে বা মধ্যম মানের ভালো মুভি হতে পারে।
চলচ্চিত্র বিশ্লেষণে এই মুভিটি সিরিজের আগের তিনটি মুভির চেয়ে অবশ্যই দুর্বল এবং হতাশাজনক।
বিলিয়ন ডলার আয় করলেই বা অনেকের প্রিয় হলেই কোন মুভি সেরা হয়ে যায় না। তেমনটা হলে টাইটানিক হতো সর্বকালের সেরা মুভি। কিন্তু মোটেও তা নয়। সুতরাং এই ধরণের ফান্ডামেন্টাল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
১৪ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৭
সাইফ সামির বলেছেন: আপনার সঙ্গে আমার একটা ব্যক্তিগত কথা শেয়ার করি। জনি ডেপ আমার প্রিয় অভিনেতাদের একজন, খুব প্রিয় অভিনেতা। তাই ওনার মুভিটিকে যখন হতাশাজনকের কাতারে ফেলতে হলো তখন খুব দুঃখ লেগেছিল। কিন্তু নিজের বিচার-বিবেচনার সামনে তো আর 'অন্ধ ভক্ত' সাজতে পারি না!
২| ১৪ ই জুলাই, ২০১২ রাত ৯:২৪
জিনিয়ো বলেছেন: ২০১১ এর বেশির ভাগ ছবি ছিল জঘন্য
ড্রাইভ , হুগো , প্ল্যানেট অফ দা এপস ভালো লাগে নাই
হুগো আমার কাছে জঘন্য লাগসে
তবে সেরা ছবি ছিল গার্ল উইথ আ ড্রাগন ট্যাটু
অসাম
১৪ ই জুলাই, ২০১২ রাত ১০:০৫
সাইফ সামির বলেছেন: হিউগো (Hugo) সম্পর্কে ক্রিটিকদের সম্মিলিত মতামত হচ্ছে, "Hugo is an extravagant, elegant fantasy with an innocence lacking in many modern kids' movies, and one that emanates an unabashed love for the magic of cinema."
১৪ ই জুলাই, ২০১২ রাত ১০:২৪
সাইফ সামির বলেছেন: ড্রাইভ (Drive) সম্পর্কে ক্রিটিকদের সম্মিলিত মতামত হচ্ছে, "A hyper-stylized blend of striking imagery and violence, Drive represents a fully realized vision of arthouse action."
রাইজ অফ দি প্ল্যানেট অফ দি এপস (Rise of the Planet of the Apes) সম্পর্কে ক্রিটিকদের সম্মিলিত মতামত হচ্ছে, "Led by Rupert Wyatt's stylish direction, some impressive special effects, and a mesmerizing performance by Andy Serkis, Rise of the Planet of the Apes breathes unlikely new life into a long-running franchise."
৩| ১৪ ই জুলাই, ২০১২ রাত ৯:২৪
সাইফুলহাসানসিপাত বলেছেন: হতাশাজনক মুভি সিলেক্ট করতে আরেকটু ভাবা দরকার ছিল । সুন্দর পোস্ট ।
১৪ ই জুলাই, ২০১২ রাত ১০:১৪
সাইফ সামির বলেছেন: আপনি যদি জানতেন আমি কতোটা ভেবেছি এবং এই সম্পূর্ণ পোস্টটি তৈরির জন্য কি পরিমাণ কষ্ট করতে হয়েছে তাহলে আরও ভাবার উপদেশটুকু দিতেন না। ভেবে ভেবে ক্লান্ত হয়েই পোস্টটি দিয়েছি। যা হোক, মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ১৪ ই জুলাই, ২০১২ রাত ৯:৩৪
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: চমৎকার পোস্ট
১৪ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৩
সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় চয়ন।
৫| ১৪ ই জুলাই, ২০১২ রাত ৯:৩৭
তামিম ইবনে আমান বলেছেন: প্রিয় তে
১৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৩৮
সাইফ সামির বলেছেন: কৃতজ্ঞ।
৬| ১৪ ই জুলাই, ২০১২ রাত ১০:১২
রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: ওয়াও!! সরাসরি প্রিয়তে।
১৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৬
সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ নিপুন!
৭| ১৪ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৮
স্বাধীনতার বার্তা বলেছেন: Pirates of the Caribbean: On Stranger Tides হতাশাজনক ছিল না। স্পেশালি মিসিং কাস্ট এর বিষয়টা মেনে নেয়া যাচ্ছে না। উইল টার্নার আর এলিজাবেথ সোয়ান এর কাহিনী শেষ ধরে নেয়া যায় (স্পেশাল ক্রাইসিস এর সময় ফ্লাইং ডাচম্যান ফেরত আসতে পারে যদিও)। অন্যদিকে, ব্ল্যাক পার্ল ছিল বোতলের ভিতরে, তাই ব্ল্যাক পার্ল এর ক্রু দেখা যাবে এটাও আশা করা বোকামি।
বরং সে তুলনায়, ট্রান্সফর্মারস ৩ আর কুং ফু পান্ডা ২ ছিল হতাশাজনক।
আর আপনার সেরা লিস্ট এ Source Code দেখলাম না। Rise of the Planet of The Apes এর চেয়ে Source Code এখানে আসা বেশি যুক্তিযুক্ত (দুটোই সায়েন্স ফিকশন দেখে এ তুলনাটা দিলাম)।
Hugo যেকোন লিস্টে টপ টেনে থাকা বাধ্যতামূলক। বাচ্চাদের জন্য (একই সাথে বড়দের ও আনন্দ দিতে পারে) এরকম লাইভ একশন ছবি গত কয়েক বছরে নির্মিত হয় নি। স্করসিস এর হয়ত এর চেয়ে এর চেয়ে ভালো সিনেমা আছে। কিন্তু হুগো ২০১১ তে স্পেশাল।
বাকিগুলোর ক্ষেত্রে আমার কোন মতামত নাই।
১৫ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৩০
সাইফ সামির বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
Pirates of the Caribbean: On Stranger Tides -এর গল্পটি ছিল ছেলে ভুলানো টাইপের। অনেক সময় বাচ্চাদের আবদারের বিপরীতে যেমন cliche ভরপুর গল্প দিয়ে মন ভুলানো হয় তেমনি। অপ্রাসঙ্গিকতায় ভরপুর, আইডিয়া সংকটে আক্রান্ত, বিভ্রান্তিকর প্লট। অসংহত, বোরিং চিত্রনাট্য।
Orlando Bloom ও Keira Knightley ছিল এই সিরিজের (পাইরেটস ১,২,৩) অন্যতম প্রাণ। তাদের কেমেস্ট্রি ছিল আকর্ষণীয়। এই দুই তারকার অনুপস্থিতি মুভিটির আকর্ষণ কিছুটা ফিকে করে বৈকি। তবে ব্ল্যাক পার্লের ক্রু নিয়ে আমি খুব একটা চিন্তিত না।
এই সিরিজের প্রথম তিনটি মুভির ডিরেক্টর Gore Verbinski-র অভাব বোধ করছি। Verbinski-র পরিচালনা ছিল এন্টারটেইনিং। কিন্তু Rob Marshall পরিচালিত এই মুভিটি টিনএজারদেরকে হয়তো সন্তুষ্ট করতে পারবে কিন্তু সিরিয়াস মুভিপ্রেমীদের জন্য মুভিটিতে কিছুই নেই। এমন কি থ্রিডি ক্যামেরা দিয়ে মুভিটি শুট করলেও ইস্পেশাল ইফেক্টসে আহামরি কোন অগ্রগতি হয়নি।
রেটিং: ২.৫/৫
১৬ ই জুলাই, ২০১২ ভোর ৪:৪১
সাইফ সামির বলেছেন: Transformers: Dark of the Moon নিয়ে আমার কোন হতাশা কাজ করেনি। কারণ বোগাস এই মুভি সিরিজের তৃতীয় পর্বটি নিয়ে আমার কোন আশাই ছিল না!
Kung Fu Panda 2 হতাশাজনক মুভি হওয়ার প্রশ্নই আসে না!! সিকুয়েলটি ভালোই হয়েছে। খুব কম মুভির দ্বিতীয় পর্বের এই সৌভাগ্য হয়।
১৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৪৩
সাইফ সামির বলেছেন: বলতে ভুলে গেছি, Source Code আমার রানার্স-আপ তালিকায় আছে। তালিকাটি নেক্সট পোস্টে প্রকাশ করবো।
৮| ১৪ ই জুলাই, ২০১২ রাত ১১:০৮
অবয়ব বলেছেন: সাকার পাঞ্চ চরম হতাশাজনক। এত ভাল ডিরেক্টর কি যে বানাইল! এছাড়া নিকোলাস কেজের Season of the Witch একদম ভুয়া ছিল। ভাবছিলাম ডার্ক ম্যাজিক নিয়া ভাল কিছু হইব। কিন্তু দেখে ধরা।
১৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৪৬
সাইফ সামির বলেছেন: নিকোলাস কেজের যে মাঝে মাঝে কি হয় - আউল-ফাউল কিছু মুভিতে অভিনয় করে! যেমন: Ghost Rider (2007)।
৯| ১৬ ই জুলাই, ২০১২ ভোর ৫:৫৯
সবখানে সবাই আছে বলেছেন: আমার কাছে সাকার পাঞ্চ কেন জানি ভালো লাগসে। আর লেখকের সাথে সহমত। সর্বকালের সেরা ব্যাবসা সফল মুভি হল টাইটানিক, অ্যাভাটার আর আভেঞ্জার। এই তিনটা মুভিকে কোন ক্রমেই জাতের মুভি বলা যাবে না। হলিউডে এখন "চাইল্ড থেরাপী" দিয়ে টাকা কামানোর ধান্ধা করতেসে। একটা দুই মাসের শিশু যে কখনো আপেল দেখেনি তাকে যখন আপেল দেখানো হয় তখন সে সেইটা নিয়ে সারাদিন চিন্তা করে, তার কাছে সেই জিনিষটা হয়ে ওঠে দুনিয়ার সবচেয়ে দামী জিনিষ। দুই দিন পরে ছুড়ে ফেলতেও দ্বিধা করে না। হলিউডেও এখন সেইটা ফলো করে। এমন কিছু তারা দেখাবে যা দেখে দর্শক হা করে তাকিয়ে থাকবে। এরপরে ভুলে যাবে। মাঝখান দিয়ে তাদের পকেট ভারী।
১৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫০
সাইফ সামির বলেছেন: ঠিক বলেছেন। চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০| ১৬ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩০
কাউসার রুশো বলেছেন: The Help তালিকায় থাকলে আরো ভালো লাগতো
পোস্টে ++++
১৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫২
সাইফ সামির বলেছেন: The Help আমার রানার্স-আপ তালিকায় আছে।
তালিকাটি নেক্সট পোস্টে প্রকাশ করবো। ধন্যবাদ।
১১| ১৬ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩৩
নদ বলেছেন: ড্রাইভ এর মত ফাউল মুভি আমি কোথাও দেখিনাই । পুরাই ভুয়া ।
১৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৩
সাইফ সামির বলেছেন: !!! !!! !!!
১২| ১৬ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪১
মাহবু১৫৪ বলেছেন: ৭ম ভাল লাগা এবং পোস্ট প্রিয়তে
+++++++++
১৯ শে জুলাই, ২০১২ বিকাল ৫:০৪
সাইফ সামির বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।
১৩| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:০৯
নেফেরতিতি বলেছেন: পোসটে পেলাস
২৯ শে জুলাই, ২০১২ রাত ১২:২২
সাইফ সামির বলেছেন: ধন্যবাদ হে নেফেরতিতি!
১৪| ০১ লা আগস্ট, ২০১২ দুপুর ২:১১
অবাক-পৃথিবী বলেছেন: দারুন একটা পোষ্ট
++
০১ লা আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৯
সাইফ সামির বলেছেন: ধন্যবাদ অপৃ!
১৫| ০১ লা আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৮
সাইফ সামির বলেছেন:
★সংযুক্তি: সেরা মুভি ২০১১: রানার্স-আপ বা বিকল্প ১২টি হলিউড/আমেরিকান মুভির তালিকা
১৬| ০৯ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪৪
সুব্রত ৪৩৯ বলেছেন: HARRY POTTER AND THE DEATHLY HALLOWS PART 2 অসাধারন(যদিও রাউলিংয়ের বইয়ের তুলনায় কিসুই না এবং যাদের বইটা পড়া নাই তারা অনেক কিছুই বুঝবে না)...RT FRESH RATE 96%)।একসাথে সমালোচক ও দর্শকদের মন জয় করা সহজ না।আর ডেথলী হ্যালোস পার্ট টু এর চিত্রনাট্য টাইটানিক,এভাটার বা এভেন্জারের চাইতে অনেক কমপ্লেক্স......
১০ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৭
সাইফ সামির বলেছেন: সুন্দর বলেছেন!
১৭| ১১ ই আগস্ট, ২০১২ দুপুর ২:২৭
নাজমুস চৌধুরি বলেছেন: DRIVE AND HUGO এই দুটা ছবিই অসাধারন। সত্যি কথা বলতে ক্রিটিক দের এতো সাধুবাদ পেয়েছে এই DRIVE ছবিটি এটা জানতাম না। এমনেই ভাল লেগেছিল ছবির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি টা প্লট তাই কালেকশনেও রেখে দিছি।
১১ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৪
সাইফ সামির বলেছেন:
Drive: টানটান উত্তেজনা!
Hugo: অসাধারণ অ্যাডভেঞ্চার।
দূটোই আপনার ভালো লেগেছে জেনে দর্শক হিসেবে আপনাকে ভালো লাগলো!
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১২ রাত ৯:১৮
সজল_হাসান বলেছেন: হতাশাজনক মুভিগুলো হচ্ছে:
Pirates of the Caribbean: On Stranger Tides (Fantasy Adventure)
____________________________________________
কি ???????????????
এটা আমি মানতে পারলাম না!
হতাশাজনক মুভি হলে কি ১+ বিলিয়ন ডলার আয় করতো ??
এই মুভিটা আমার কাছে দারুন লেগেছে!
এই মুভির গল্পটা মোটেও দূর্বল লাগেনি!