নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াহিদ সাদিক কলি

ওয়াহিদ সাদিক কলি › বিস্তারিত পোস্টঃ

তরুণ প্রজন্ম এবং আমি ও আমরা.......

০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৯

প্রায়.... ক্লাস এইট থেকেই ব্লগে কিছু লেখা-লেখির ইচ্ছা ছিল। কিন্তু যখনই লিখতে বসতাম, তখনই কেন জানি মাথা পুরা খালি হয়ে যেত। আবার পরে যখন শুধু শুধু বসে থাকতাম তখন আবার রাজ্যের যত কথা সব মাথায় এসে জুটতো।
যাই হোক, সামু যেহেতু একটা ওপেন প্ল্যাটফর্ম তাই এখন মোটামুটি যতটুকু ধ্যান ধারণা মাথাতে আসে ততটুকুই একটু গুছিয়ে লেখার চেষ্টা করি।

সম্প্রতি; টিভিতে, টক-শোতে বা বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন মুভমেন্টে; আলোচক বা বক্তাদের কোন বক্তব্য উপস্থাপনে একটা কথা প্রায়শ-ই ব্যবহার করতে শুনি। সেটা হলো “তরুণ প্রজন্মের দাবি” বা “নব/কিশোর প্রজন্মের কথা” ইত্যাদি ইত্যাদি।
এসব উক্তি ব্যবহার করে প্রায়শ-ই তারা, তাদের নিজস্ব ভাবনা-চিন্তাগুলো তরুন প্রজন্মের উপর চাপিয়ে দেন।
আর, এসব চিন্তা-ভাবনাকে কেন্দ্র করে কতিপয় স্বার্থান্বেষী মহল একটা ইস্যু তৈরী করে ফেলে। আবার কখনো কখনো এসব ইস্যু মারাত্মক আকার ধারন করে। শুরু হয় সাম্প্রদায়িকতা, শুরু হয় হানা-হানি।
আর তাছাড়া, এখানে তরুণ প্রজন্মের দোহাই দিলেও, এসবে তরুণ প্রজন্মের কোন উপকার সাধিত হয় না। বরং, এতে স্বার্থান্বেষীদের ষোলকলার; আঠারো কলা-ই পূর্ণ হয়।
আর, যাদের দোহাই দিয়ে এসব ইস্যু সৃষ্টি হয় সেই কিশোর/নব প্রজন্ম আসলে কি ভাবছে, সেটা সবার অগোচরেই থেকে যায়।
My curious mind wants to know that, যে এই সব সূশীল বুদ্ধিজীবিরা “তরুণ প্রজন্ম” বা “কিশোর প্রজন্ম” বলতে আসলে কাদেরকে বোঝাচ্ছেন?
খাতা কলম অনুসারে আমার জন্ম ১০ই ডিসেম্বর ১৯৯৬। এবং, এ হিসাব অনুযায়ী বর্তমানে আমার বয়স ১৮ বছর ৩ মাস ৩০ দিন। তথাপি, আমি বর্তমানে প্রাপ্তবয়স্কদের খাতায় নাম লিখিয়েছি।
এখন, সূশীলদের মতে আমি কোন প্রজন্মের আওতায় পড়ছি?

যদি আমি তরুণ বা নব প্রজন্মের আওতায় পড়ি, তাহলে আমি সে সব সূশীলদের কর্ণকূহরের নিকটে গিয়ে উচ্চঃস্বরে বলতে চাই, “ জনাব, আপনারা যে ভাবে চিন্তা করেন আমি সেভাবে চিন্তা করি না।
আর, নিশ্চয়তার সাথে এটাও বলতে পারি, আমার সমবয়সী ৭৫% ছেলে মেয়েরা আমার মতোই চিন্তা করে। তারা আমার দৃষ্টির ন্যায়-ই সম দৃষ্টিতে বাংলাদেশকে দেখতে চায়।
আমি আমার জীবনের ৮ বছরের দর্শন( মোটামুটি বুঝতে শেখার পর) থেকে এ কথা বলতে পারি।
আপনাদের টক-শোর টেবিলে যেমন কথায় কথায় মতানৈক্যের(Disagreement) সৃষ্টি হয়, আমাদের প্রজন্মের আড্ডার টেবিলে ঠিক তেমনই সর্বক্ষেত্রে মতৈক্য(agreement) দেখতে পাই।
আমরা, ৭৫% ছেলেমেয়েরাই একই সুরে কথা বলি। যদি এতে আপনাদের কোন সন্দেহ থাকে, তবে মিডিয়ার খুটি থেকে বাইরে নেমে এসে আমাদের মাঝে আসুন, আমাদের কথা শুনুন।
এয়ার কন্ডিশন্ড রুমে বসে থেকে থেকে নিজের ভাবনাগুলো আমাদের উপর না চাঁপিয়ে, আমাদের কথাগুলো জনতার ফোকাসে নিয়ে আসুন।”
আশা করি তাতেই তরুণ প্রজন্ম তথা জাতি উপকৃত হবে।

আর উপরের বক্তব্যটি একান্তই আমার নিজস্ব ধ্যাণ-ধারণা হতে লিখেছি। এবং আমি কোন সাম্প্রদায়িক গোষ্ঠিকে আঘাত করার উদ্দেশ্যেও উ্ক্ত কথাগুলি বলিনি। কথাগুলো একজন আঠারো বছরের কিশোরের নিজস্ব অভিমত। আমি কোন দলের পক্ষ নিয়েও কথাগুলো বলছিনা। তাই আশা করি কেউ কথাগুলো ব্যক্তিগত ভাবে নিবেন না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:


" এখন, সূশীলদের মতে আমি কোন প্রজন্মের আওতায় পড়ছি? "

-আগাছা প্রজন্মের আওতায়।

০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৮

ওয়াহিদ সাদিক কলি বলেছেন: যথার্থ-ই বলেছেন ভাই...... এখন শুধু কীটনাশক ছিটানোর অপেক্ষা য় আছি। শুশীলদের দয়া হইলে সেটাও সম্পুর্ন হবে আশা করি....... :p

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.