নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলতে দিন

আল্লাহ তা'লা বলেন, "নিশ্চয় মদ, জুয়া, প্রতিমাসমূহ এবং ভাগ্য নির্ধারক শরকসমূহ অপবিত্র ও শয়তানের কাজ ছাড়া কিছুই না। অতএব, এগুলো থেকে বিরত থাক যাতে তোমরা সফলতা লাভ করতে পার।" সূরা আল মায়েদা - ৯০

বলতে দিন

আল্লাহ তা'লা বলেন, "তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। কেননা এটি অশ্লীল কর্ম ও নিকৃষ্টতম পথ।" (সূরা আল ইসরা-৩২)

বলতে দিন › বিস্তারিত পোস্টঃ

পাশের বাসায় ঘটে গেল বর্বর জাহেলিয়াত যুগের পুনারবৃত্তি

২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:০৬

মা-বাবা আর ১২‍/১৩ বছরের মেয়ে নিয়ে চমৎকার সংসার। প্রতিদিনের মতো মেয়ে বাবার সাথে খেলা করে, সেই ছোট্ট বেলা থেকে, এতো বড় হয়েছে এখনো বাবার গায়ের উপর আব্বু বলে ঝাপিয়ে পড়ে। বাবা-মেয়ের খেলা দেখে মায়ের মন তৃপ্তিতে ভরে ওঠে। অবুঝ মেয়ে তার বাবাকে যে কতো ভালোবাসে তা ওর মা বুঝতে পারে। পারবেই বা না কেন, আপন রক্ত যে; রক্তের টান পৃথিবীর সবচেয়ে বড় টান।এভাবেই চলতে থাকে দিনের পর দিন বছরের পর বছর।



হঠাৎ বাবার মনে দেখা দেয় কাম বাসনার নতুন চিন্তা, নতুন ভাবনা, নতুন কিছু করা কারন এক বউ তাকে হয়তো তৃপ্ত করতে পারে না; কেনই বা পারবে বাবার শখ প্রায়ই ব্লু ফ্লিম দেখা। অশ্লীল ছবি দেখতে দেখতে তার মন হয়ে ওঠে অশ্লীলতায় পরিপূর্ন, চোখর সামনে ভাসতে থাকে ব্লু ফ্লিমের সেই জঘন্য নারীদের যারা চরম সীমা লংঘনকারী, যারা অভিশপ্ত। যারা এসব অশ্লীল ছবি দেখে বেড়ার তারাও এদের মত আল্লার রহমত বঞ্চিত, তাদের অন্তরকে আল্লাহ মোহর করে দিয়েছেন, তারা আর ফিরবে না। তাই বাবাও আজ চরম সীমা লংঘনকারী।



মা অনেকদিন পরে মার্কেটে যান টুকটাক কিছু কেনা কাটা করতে। মেয়ে প্রতি দিনের মতো স্কুলথেকে ফিরে বিছানার গড়াগড়ি খায়, আপন মনে খেলা করে। বাবার মনে দেখা দেয় জাহেলিয়াত যুগের চিন্ত ভাবনা। যেই ভাবা সেই কাজ, মেয়েকে জোর করে ধর্ষন করে। অতটুকু মেয়ে বাবার এহেন ঘৃণ্য কাজ দেখে বাকহারা হয়ে পড়ে। সে তার বাবাকে কতো ভালোবাসে; তার হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যায়। তার নিষ্পাপ মনের কোনে কালো মেঘের বাসা বাধে। বাকশক্তি হারা মেয়েটা যেন কিছুই করতে পারে না শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে আর নিরবে চোখ দিয়ে পানি ঝরে পড়ে।



মার্কেট থেকে এসে মেয়েকে বোবা হয়ে বসে থাকতে দেখে মায়ের মনটা কেঁপে ওঠে। কি হয়েছে মা? এমন করে বসে আছ কেন, মন খারাপ? মেয়ের মুখে কোন কথা নেই। মা কাছে আসে, বুঝতে পারে কিছু একটা ঘটে গেছে। আদর করে বুকের মধ্যে টেনে নেয় মেয়েকে, আলতো করে মুখে একটা চুমু দেয়। মায়ের সেই চির মমতা মাখা চুমু খেয়েই মেয়ের চোখের জল বাঁধ ভাঙ্গা জোয়ারের পানির মতো বয়ে চলে দুগাল বেয়ে। মায়ের মন বলে কথা, কি হয়েছে মা? বার বার জিজ্ঞেসা করে কিন্তু কি বলবে ওই ছোট্ট মেয়েটা? ওর মুখের জবান যেন বন্ধ হয়ে গেছে ভিতর থেকে। মা ওর কাপড়ে রক্তের দাগ দেখে বুঝতে পারে, তার মেয়ের জীবনে ঘটে গেছে অনেক বড় অঘটন। কিন্তু তখনো জানে না এই অঘটনের নায়ক কে;



বাবাকে ঘরে না দেখে মা বিচলিত হয়ে ওঠে; সে মেয়ের মুখে সব শুনতে চায়, অবশেষে মেয়ে ডুকরে কেঁদে ওঠে, মাকে সব জানায়। মায়ের চোখে মুখে আগুন জ্বলে ওঠে। এই অপমান, লজ্জা আর ঘৃণা তার মনের কোনো এমন ভাবে বাসা বাঁধে স্বামীর মুখ দেখার আগেই ঝুলান্ত ফ্যানের সাথে নিজের গলা পেচিয়ে মা চির দিনের মতো সবাইকে ছেড়ে চলে যায়। পুলিশ এসে নরপশুটাকে গ্রেফতার করে। জানিনা তার বিচার কি হবে। হয়তো দুই চার বছরের জেল, হয়তেবা খালাশ পেয়ে যাবে স্বাক্ষীর অভাবে।



এদিকে মা-বাবা দু'জনকে হারিয়ে এতটুকু মেয়েই বা এখন কি করবে? তার জীবনতো অভিশপ্তের ন্যায় হয়ে গেল !!! যত দেন বেঁচে থাকবে চোখের সামনে ভেসে উঠবে নরপিচাশ বাবার মুখের ছবি, ঘৃণা ভরে।



আল্লাহ পাক আমাদের চমৎকার বিধান দিয়েছেন তার পবিত্র আল কোরআনের মাধ্যমে। সেখানে রয়েছে বিভিন্ন ঘটনা যা আমারা কোনদিন জানতে পারতাম না যদি না আল্লাহ পাক আমাদের জানাতেন। আল কোরআনের মাধ্যমে আল্লাহ পাক অসংখ্য উদাহরন দিয়েছেন মানব জাতীকে, যেন তারা সঠিক পথে চলতে পারে। সতর্ক করে দিয়েছেন তাদের যারা আল্লাহকে স্বীকার করেন না। যারা তাদের নিজ প্রবৃত্তির অনুসরন করে এবং তা নিয়েই সন্তুষ্ট থাকে। যারা ধর্মীয় শাসন ব্যবস্থাকে মানতে চায় না, যারা আজ কাম প্রবৃত্তির জন্য নিজেদের স্ত্রীকে ছেড়ে অন্যদের বেছে নিয়েছে যা ইসলামে সম্পূর্ন হারাম ও কবিরা গুনাহ। তাদের জন্য রয়েছে সতর্ক সংকেত এবং ভয়াবহ আগুনের শাস্তি। কিন্তু যারা পরকালকে বিশ্বাস করেনা তারা এসকল হুমকি ধামকির পরোয়া করে না বিধায় এমন সব অপকর্ম অহরহ ঘটতে থাকে। আল্লাহ পাক আমাদের সহি সালামতে রাখুন। আমিন

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-১

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:০৯

রাইসুল জুহালা বলেছেন: এটা কি আসলেই আপনার পাশের বাড়িতে হয়েছে নাকি শুধুই একটা গল্প বললেন?

২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৪

বলতে দিন বলেছেন: গতকালের ঘটনা, মাদারটেকে খোঁজ নিলে জানতে পারবেন

২| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:১২

নির্বাক পাতা বলেছেন: ইহা কি সত্য ঘটনা???
কষ্ট লাগছে পোষ্ট টি পড়ে।

৩| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:১৯

হেডস্যার বলেছেন:
গল্প ভালোই লিখছেন। মাইনাস।

২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৫

বলতে দিন বলেছেন: মিথ্যা কথা আমি লিখি না। মাদারটেকের তাজা খবর আমি দুর্ভাগ্যক্রমে আমিও সেখারকার বাসিন্দা।

৪| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:২২

পরিযায়ী বলেছেন: ঘটনা সত্য হলে বলতেই হবে-আমরা আবার আইয়ামে জাহেলিয়ারের যুগে ফিরে এসেছি।

৫| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:২৭

এন ইউ এমিল বলেছেন: আপনার উল্লেখ করা উচিত ছিল যে এটি গল্প নাকি সত্য,

২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৬

বলতে দিন বলেছেন: সত্যঘটনা।

৬| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:২৯

ডেলটা নাইন সেভেন বলেছেন: গল্প লিখেছেন নাকি সত্য ?? গায়ের লোম খাড়া হয়ে গেল !! সত্য বলেন নইলে গদাম X( X(

২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৭

বলতে দিন বলেছেন: ১০০% সত্য। মিথ্যা লিখিনা। মাঝে মাঝে লিখি, তবে সত্য নিয়ে, মিখ্যা বলা মহাপাপ।

৭| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:২৯

বাংলাদেশী পোলা বলেছেন: জঘণ্য।

৮| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:৩৮

বন্ধুহারা বলেছেন: বিশ্বাস করতে পারতাছিনা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!১

৯| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:৪০

লুকোচুরি বলেছেন: অবিশাস্য।

১০| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:৪৪

ক্ষুধিত পাষাণ বলেছেন: বানানো গল্প।

২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৮

বলতে দিন বলেছেন: আমি তাদের দলে নাই যারা গল্প লিখে সময় নষ্ট করে ব্লগে। আমি লিখি মাঝে মধ্যে একেবারে সত্য ঘটনা নিয়ে। আরেকটা ঘটনা আছে এমনই এবং এটাও আমার আশ পাশের।

১১| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:৫৩

জোছনার আলো বলেছেন: বানানো গল্প।

২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:০০

বলতে দিন বলেছেন: একটু দয়া করে থানায় খোঁজ নিবেন? পারলে মাদারটেকে কোন আত্মীয় স্বজন থাকলে খোঁজ নিতে পারেন। তাজা খবর, হয়তো সবাই জেনে গেছে।

১২| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:০৫

রাহী আবদুল্লাহ বলেছেন: এই পোস্টের সত্যতা প্রমান করতে নাপারলে আপনার চৌদ্দ গুষ্ঠী উদ্ধার করবে ব্লগারেরা।

২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:০০

বলতে দিন বলেছেন: সত্য হলে আপনি কি করবেন? নিজের চৌদ্দ গুষ্টি উদ্ধার করবেন ব্লগারদের দিয়ে?

১৩| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:০৯

শিপু ভাই বলেছেন: :-& :-& :-&

১৪| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:১০

আশকারি রহমান বলেছেন: আপনারে আইসা আপনার প্রতিবেশী এই কাহিনি বলছে???


ফালতু যত্তোসব

২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:০২

বলতে দিন বলেছেন: কেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? দয়া করে থানায় একটু খোঁজ নিয়েন, সবুজবাগ থানায়। এর পরে আমার কাছে ক্ষমা চেয়েন।

১৫| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:১৪

বান_দর বলেছেন: এই পোস্টের সত্যতা প্রমান করতে নাপারলে আপনার চৌদ্দ গুষ্ঠী উদ্ধার করবে ব্লগারেরা।

১৬| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:১৪

বান_দর বলেছেন: এই পোস্টের সত্যতা প্রমান করতে নাপারলে আপনার চৌদ্দ গুষ্ঠী উদ্ধার করবে ব্লগারেরা।

২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:১৭

বলতে দিন বলেছেন: যেখনে একজন মা গলায় দড়ি দিল এবং বাবা জেলে গেল মেয়েকে ধর্ষন করার জন্য সে-ই ঘটনা কি মিথ্যা হতে পারে ব্রাদার? এতো বড় জঘন্য মিথ্যা কি কোন মুসলমান ব্লগে লিখতে পারে? যেখানে পিতা জাতীর সম্মান জড়িত; আমিও একজন পিতা, সুতরাং এটা আমাদের জন্য কতো বড় কলঙ্ক একবার ভেবে দেখেছেন? নিজের গায়ে কি কেউ মিথ্যা করে কলঙ্ক জড়াতে পারে?

মন্তব্য লিখেছেন দুপুর ১:১৪ মিনিটের সময়, হয় আপনি মুসলিম না, আর না হয় নামাজ পড়েন না। কোনটা?

১৭| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৩০

হাওড়ার যোগী বলেছেন: এই পোস্টের সত্যতা প্রমান করতে নাপারলে আপনার চৌদ্দ গুষ্ঠী উদ্ধার করবে ব্লগারেরা।

১৮| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:০১

বড় ভাই ৯৫ বলেছেন:
মুখে থুতু জমে গেল।

সবগুলা ঐ হারামিটার মুখে মারলাম।

ঘটনা যদি মিথ্যা হয় তাহলে আপনার মুখে পর্বে। X( X( X(

১৯| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:০৫

বলতে দিন বলেছেন: আজব !! ব্লগাররা আজকাল এতো ফালতু হয়ে গেছে যে বিশ্বাস তাদের ভিতর নাই।মাঝে মধ্যে লিখি, তবে সত্য ছাড়া মিথ্যা বানানো গল্প নয়, আমার এতো ফালতু সময় নাই যে বসে বসে ব্লগে মিথ্যা গল্পের আসর জমায়ে বসব। সবুজবাগ থানায় খোঁজ নেওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে। ব্যাস আর কিছু বলতে চাই না।

২০| ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:১২

আমি বীরবল বলেছেন: আপনার অন্য পোস্টগুলো পড়ে আপনাকে দ্বায়িত্বশীল মনে হয়েছে।এই পোস্টের বিষয়বস্তু আমি অবিশ্বাস করছিনা। তবে আপনার বিরক্ত নাহয়ে উচিত বিস্তারিত জানানো। কারন এধরনের ঘটনা সচারচর ঘটেনা বললেই হয়। দয়া করে আরো বিস্তারিত ভাবে জানান।

২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:২৬

বলতে দিন বলেছেন: ভাই আমি আসলে খুবই কম লিখি। যখনই আমার আশে পাশে কোন ঘটনা ঘটে যা লোম হর্ষক তখনই তা ব্লগে লিখি। এজন্য হয়তো অনেকে মনে করে আমি বোধহয় গল্পবাজ। আমার লিখার সাবজেক্ট দুইটা ১) ইসলাম নিয়ে ২) অবিশ্বাস্য কোন ঘটনা যার স্বাক্ষী আমি। আরেকটা ঘটনা আপনাকে জানাই, এটাও ঘটেছে বনশ্রীর কে ব্লকে-৮৮নং বাড়িতে।

হঠাৎ শুনালম এক মহিলা তার ছোট্ট একটা বাচ্চাকে রেখে গলায় দড়ি দিয়েছে। আমি ধিককার দিলাম ঐ মহিলাকে কারন সে কি তার বাচ্চাটার মুখের দিকে একবারও তাকাল না!! পরে জানতে পারলাম আসল ঘটনা;
তার নিজের জামাই এবং তার মা এর সাথে রয়েছে অবৈধ সম্পর্ক। অর্থাৎ জামাই শাশুড়ীর পরকিয়া। অপকর্ম কালীণ অবস্থায় স্ত্রী তার আপন মাকে আর জামাইকে দেখে ফেলে আর এই গ্লানী সহ্য করতে না পেরে বেচারী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বসে। এতো বড় কলঙ্ক সে নিজের জীবনের বিনিময়ে মিটাতে চেষ্টা করছে। এটা যখন ঘটেছিল আমি ব্যবসা নিয়ে এতো ব্যস্ত ছিলাম যে লেখার সুযোগ পাই নি। খুব ইচ্ছা হচ্ছিল ব্লগে লিখি।

মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করেই ওর আত্মীয় স্বজন খবরের কাগজে ঘটনাটা ফ্লাস করে নাই। আমার নিজের আত্মীয় স্বজন হলেও আমি তাই করতাম। চেষ্টা করতাম ঘটনাটা চাপা দিতে, কারন একবার ভেবে দেখেনতো এটা কত্তো বড় অঘটন ওর জীবনে;;;;;

২১| ২৫ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৬

সকলম বলেছেন: পাকিস্তানী মহিলার স্বামীকে রান্না করার ঘটনা পড়ে ওদেরকে গালি দিচ্ছিলাম। কিন্তু আমরা নিজেরাও কম যাই না।

এই লজ্জা রাখি কোথায়?

২২| ২৫ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:২৯

এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
আর জানোয়ারটার কথা কি বলব, তবে লোহা গরম লাল করে যদি ওকে ছেকা দিতে পারতাম ঠিক জায়গা মত...............

২৩| ২৫ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:০৮

ব্লাক উড বলেছেন: এলজ্জা আমাদের সকলের। পোস্টের ধন্য ধন্যবাদ ভাই।

২৪| ২৫ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৭

নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: ভয়াবহ।

২৫| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ২:৪০

মাহমুদডবি বলেছেন: একটা গল্প বলি, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আমি বলছি না এই ঘটনাটি এমনি হবে তবে হতেও পারে।

একবার একজন লোক তার দুই কন্যা এবং তার স্ত্রীকে নিয়ে বেরাতে যাছ্ছিলো, পথিমধ্যে ছোটো একটি খাল পড়ল। লোকটি প্রথমে তার স্ত্রীকে, পরে তার ছোট কন্যা এবং সবশেষে তার বড় কন্যা কে কোলেকরে পাড় করল। সে যখন তার বড় কন্যাকে পাড় করছিলো তা মনে খারাপ চিন্তা আসলো। তিনি বাড়ি গিয়ে তার স্ত্রী একটি ঘরে ধমক দিয়ে জিগ্গাসা করলেন বল এই কন্যা কার ?মহিলা তখন ভয় পেয়ে স্বীকার করে মেয়েটি লোকটির নয়।

২৬| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ২:৫১

বাল্মীকি বলেছেন: একটা ঘটনা ঘটলো পাকিস্তানে, আরেকটা ঘটলো আমাদের বাংলাদেশে, দুইটাই তো ৯৯ নাকি ৯৭ ভাগ মুস্লিমের দেশ।

তস্লিমা নাসরিন আমার মেয়েবেলায় কইছিলেন, জ্বীন-পরী নাকি পীরের আস্তানায় বেশি দেখা যায় ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.