![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্তে বাংলাদেশ।তাইতো প্রতিনিয়ত এ দেশটাকে নিয়ে ভাবি,স্বপ্ন দেখি.......আমরাও একদিন.............
কতদিন ঝাপ দেইনি ঝিলের জলে,
কতদিন কাটিনি সাতার বানের জলে,
কতদিন বিলের জলে চোখ ভরে
হয়নি দেখা শাপলা-শ্যাওলা-কচুরিপানা,
কতদিন ডুব দিয়ে তুলিনি কোন শাপলা-শালুক,
কতদিন চাদনী রাতে পুকুর ঘাটে বসে
হয়নি দেখা ভরা পূর্ণিমা, অথবা অমানিশা আধার।
আজ বড় বেশি যান্ত্রিক জীবন মোদের,
ঝিলের জলের শাপলা দেখি ফেসবুকের দেয়ালে।
কেউবা যদি দয়া করে পোষ্ট দেয়
কোন মায়াবী চাঁদনী রাতের ছবি,
অথবা শাপলা ফোটা ঝিলের ছবি,
অথবা বিলের জলে প্রিয়ার প্রতিবিম্ব,
অথবা বাতাসে ওড়া কারো কালো চুল,
অথবা উড়ে চলা প্রজাপতি বা জোনাকির আলো,
আমরা ঝাপিয়ে পড়ে, লাইকে শেয়ারে ভরিয়ে তুলি।
কতটা যান্ত্রিক হলে পড়ে
এমনতর ভার্চুয়াল রিয়েলিটিতে মেতে থাকি !
মাঝে মাঝে সত্যিই খুব অবাক হই
সামান্য ক বছরে এতটা বদলায় জীবন?
২| ২৩ শে জুলাই, ২০২০ রাত ২:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
ভাষা সুন্দর।
৩| ২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: জীবন বদলে যায়
বদলে যেতে হয়
তারপর একদিন ক্ষয়।
+++++
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০২০ রাত ১:২৩
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো।