| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু করে বাসবো ভালো,
আসবো কাছে ধীরে।
দেখবো তোকে চোরা চোখে,
হাজার লোকের ভীড়ে।
জানবেনা কেউ ধরলো কে হাত,
একটু খানি ছোঁয়ায়।
কাছে এসে মিলিয়ে যাবো,
রহস্য থাক ধোঁয়ায়।
কেন জানিনা ভালোই লাগে,
অন্য রকম টান।
লুকিয়ে নিতে পাশে থেকে,
তোরই...
দুধ চিনি বেশি দিয়ে ,
এক কাপ চা ।
তাড়াতাড়ি দে মামা ,
হবে নাকি টা ।
রাত কাকা কতো হলো ,
ঘড়ি দেখে বল ।
ঘরে ফিরবোনা আজ ,
দস্যির দল ।
গাড়ি এসে থামলোরে ,
ডিবি নাকি...
তুমি সাথে আছো,
গোটা দুনিয়া আমার হাতে।
পকেটে নাই টাকা,
কি হয়েছে তাতে।
কিন্তু তুমি নারাজ,
থাকতে হবে টাকা।
KFC তে না খাইলেই,
মুখটা তোমার বাঁকা।
খাইতা আগে আলু ভাজি,
শুকনা রুটি দিয়া।
এখন শুধু ফ্রেন্চ ফ্রাই খাও,
সেভেনাপ কোক নিয়া।
মুরগীর...
ছাই এর তলে আগুন জ্বলে,
মারিসনে কেউ ফু।
বালির তলে মনের ভুলে,
পাড়াসনে কেউ গু।
কিসের ভিতর কি যে আছে,
যায়না দাদা বুঝা।
কঠিন মানুষ ফান্দে পড়ে,
তারের মতো সোজা।
সরল অঙ্ক সবচে কঠিন,
করে একটু দেখ।
নিজের পাড়ায় ডাংকু...
আগে আগে দেখতাম,
রাস্তার মোরে।
চিল্লায়ে গলাবাজি,
হাতে মাইক ধরে।
চিপাচাপা চুল্কানি,
মলমের সারি।
সান্ডার তেল বেচা,
ক্যানভাস ভারি।
আজ কাল তারা নাকি,
আধুনিক সেজে।
রেডিওতে গলাবাজি,
পয়সার খোঁজে।
রেডিওতে ভাব ধরে,
গলা বেঁচে খায়।
আর.জে. নাম নিয়া,
লেঞ্জা নাড়ায়।
কাজ কাম খুব তার,
বসে মারা চাপা।
মেয়েদের...
ভাল্লাগেনা ভালো নাই,
মনের ভিতর পিন পিনায়।...
©somewhere in net ltd.