নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার চে্ষ্টা করি...যা ভাবি অথবা ভাবি না...

যরীন অদিতি

অলৌকিক, যারে বুঝেছি বা বুঝি নাই

যরীন অদিতি › বিস্তারিত পোস্টঃ

সতত অতলে

১০ ই জুন, ২০২২ রাত ২:৩০

প্রাচীন মর্মরে অনাদীকালের বিশ্বজনীন চুমু।
পৃথিবীর বুড়িয়ে যাবার ইতিহাস যেখানে আশীর্বাদের নুড়ি হয়ে ঝরে,
বন্দী হয় কোন আন্তর্জাতিক পত্রিকার শিরোনামের ঠিক বাঁ পাশটাতে-
ওখানের হাড়গুলোতে নাকি পৌরণিক মিথস্ক্রিয়া খেলা করে!
সে মিথস্ক্রিয়া মুদ্রার মান পরিবর্তনের সাথে নিজেকে বদলে দেয়।

মৌসুমি বাতাসের আভাসে লজ্জাবতীরা নেকাব নামাতে থাকে
আর পৃথিবীর যোনীতে নামে শ্রান্তির ঢল।
তাতে ভেসে যায় কিশোর বার্তাবাহকের নীল সাইকেল...
উত্তরাধিকার তাই বংশ পরিচয়ের খোঁজে পৃথিবীময় ঘুরে বেড়ায়
সময়ের চারচাকা তাকে ভবিষ্যতে পৌঁছে দেয়।
সদ্য ধর্ষিত কিছু শব্দের ফাঁকে,
সে অস্তিত্বের শুক্রাণু খুঁজে পায়!

বাতাসে ভাসে গত শতকের বর্ষার ঘ্রাণ,
মৃত্তিকার শুষ্ক চামড়ায় দাগ হয়ে থাকা
অনাদৃত স্মৃতির শেষ পদচ্ছাপটি
ক্ষীণ জোছনায় ভীষণ ম্লান!
অস্তিত্বের নতুন নাম হয় 'প্রাণ'
আর ইতিহাস তার নতুন কামরা খোলে,
শিরোনাম যার-
‘প্রাণের মহাপ্রয়াণ!’

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২২ সকাল ১১:৩২

দ্বীপ ১৭৯২ বলেছেন: মুগ্ধ

১০ ই জুন, ২০২২ দুপুর ১:৫২

যরীন অদিতি বলেছেন: কৃতজ্ঞতা!
আশা করি, আরও ভালো লেখনীতে মুগ্ধ করতে পারবো।

২| ১০ ই জুন, ২০২২ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১০ ই জুন, ২০২২ রাত ১০:৫৯

যরীন অদিতি বলেছেন: ধন্যবাদ!
একটি লেখার এমন স্বীকৃতি লেখকের জন্য অনেক বড় প্রাপ্তি এবং অনুপ্রেরণা । শুভ কামনা রইলো।

৩| ১০ ই জুন, ২০২২ বিকাল ৪:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আজ সামুর প্রথম পাতায় আসা সব কবিতা সুন্দর।

৪| ১০ ই জুন, ২০২২ বিকাল ৫:২৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার সমাপ্তিটা বেশ ভালো হয়েছে।
ব্লগে সুস্বাগতম। শুভ হোক আপনার ব্লগযাত্রা, আনন্দময় হোক ব্লগপাতায় আপনার বিচরণ!

১০ ই জুন, ২০২২ রাত ১০:৫৫

যরীন অদিতি বলেছেন: ধন্যবাদ!
কবিতার সমাপ্তি নিয়ে আপনার মন্তব্যে ভালো লাগলো। কবিতার পাঠক পেয়েই আমি ধন্য, মূল্যবান সময় খরচ করে করা মন্তব্য আমাকে অনেকখানি অনুপ্রাণিত করেছে। আপনার জন্য শুভ কামনা রইলো।

৫| ১০ ই জুন, ২০২২ রাত ৮:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি তো অসাধারণ কবিতা লেখেন?! দারুণ কবিতা।

১০ ই জুন, ২০২২ রাত ১১:০০

যরীন অদিতি বলেছেন: ধন্যবাদ!
একটি লেখার এমন স্বীকৃতি লেখকের জন্য অনেক বড় প্রাপ্তি এবং অনুপ্রেরণা । শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.