![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরতের আকাশ যেন ধূলোঢাকা মরুভূমি
প্রেয়সীর লাস্যে যেমন ধোঁয়াঢাকা মন-
অধরা আবেগে নিঃস্ব হবার লোভ জাগে,
সে রুদ্ধবোধ হৃদয়ের খুব আপন।
তোমার চুলের গন্ধে ঢাকা
বিগত বসন্তেুর স্মৃতি,
তোমার অবহেলার অসম্মানে
বিষন্নকিন্নরী...
যে রাতে সে নারী...
অতঃপর, বিদায় নিতে নিতে
স্বর্গ থেকে ঊর্বশী তার কলিজা ছুঁড়ে মারে।
যুবকের চিবুকে তখন অন্য যুবতীর ঘ্রাণ-
মহাকাল তখন খুব শুনশান!
মরণ খুঁজে খুঁজে যে রোজ গিয়েছে মরে,
নতুন করে মৃত্যু তাকে আর কি-ই বা...
আমি নগরক্লান্ত জোছনার মতো মৃতপ্রায়-
তারকারা এসে শরনার্থীর মতো ফিরে যায়
বহুতল ভবনের এক কোনায়
আমার অস্তিত্বকে ঝুলতে দেখা যায়।
ঠিকানা ভুলে যে বিহঙ্গ হয়েছে গাঙচিল,
আমিও হয়তো তাদেরই মতো পরাহত
অনাহুত আগন্তক নাগরিক জানালায়-
গ্রীষ্মের কোন...
©somewhere in net ltd.