নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতঃপর, বিদায় নিতে নিতে
স্বর্গ থেকে ঊর্বশী তার কলিজা ছুঁড়ে মারে।
যুবকের চিবুকে তখন অন্য যুবতীর ঘ্রাণ-
মহাকাল তখন খুব শুনশান!
মরণ খুঁজে খুঁজে যে রোজ গিয়েছে মরে,
নতুন করে মৃত্যু তাকে আর কি-ই বা দিতে পারে?
অতঃপর, নীলনদের রং বদলে যায়।
রক্তস্রোতে ভাসতে ভাসতে ঐ যে-
আমিও এক অক্ষম নগরী!
আর কোন প্রত্যাশা থলে থেকে উঁকি মারেনা,
সেখানে লুকিয়ে সময়ের আহত কোন যাত্রী।
জানি, সব ভুলে যেতে চাও
অবান্তর এ প্রাত্যহিক অভিনয়,
আমাদের মিথ্যে মাখামাখি-
জানি, সব গিলে খেতে চাও একরাশ ধোঁয়ার সাথে
ভীষণ তৃপ্তির শেষ টানটির মতো!
যুবক চোখে কাপড় বেঁধে চলে
সময়ের পক্ষপাতদুষ্ট চোখ উপড়ে ফেলবে বলে।
ক্রম ক্ষীণ পদে
"আরও উৎকর্ণ হও...আরও ভালোবাসা দাও" বলে
মহাকাল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে
আর একেলা মাটি-
বুকে সেই ঊর্বশীর পদচ্ছাপ নিয়ে
স্মৃতিকাতরতায় ভুগেই চলে,
ভুগেই চলে!
আর যন্ত্রণা বিলিয়ে যায় নভে, অম্বরে…
২| ১১ ই জুন, ২০২২ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।
১২ ই জুন, ২০২২ সকাল ১১:৩৮
যরীন অদিতি বলেছেন: গুরুপাকে মস্তিষ্ক এলোমেলো ভাবে আর কি!
৩| ১২ ই জুন, ২০২২ সকাল ১০:১১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা। আপনি লিখতে থাকুন।
৪| ২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৯
খায়রুল আহসান বলেছেন: কষ্টের কবিতা! তবে শিরোনামটা বোধকরি যথার্থ হয়েছে।
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০২২ রাত ১২:০১
ছাকিব নাজমুছ বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগলো। শুভকামনা।