নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নগরক্লান্ত জোছনার মতো মৃতপ্রায়-
তারকারা এসে শরনার্থীর মতো ফিরে যায়
বহুতল ভবনের এক কোনায়
আমার অস্তিত্বকে ঝুলতে দেখা যায়।
ঠিকানা ভুলে যে বিহঙ্গ হয়েছে গাঙচিল,
আমিও হয়তো তাদেরই মতো পরাহত
অনাহুত আগন্তক নাগরিক জানালায়-
গ্রীষ্মের কোন মধ্যদুপুরে
হঠাৎ হয়তো শঙ্খচিল হয়ে যাই!
ডানা মেলবার আগে মনে পড়ে,
শীতের শেষ কুয়াশা পৃথিবীকে মুড়ে ফেলবার আগে
চাঁদের আলো ভীষণ বিস্বাদ লেগেছিল!
সে জীবন বুঝি জাতিস্মর ছিল?
মৃত্তিকার ঘ্রাণ নিত্য বদলে যেতে থাকে-
জননীর গন্ধটাও বুঝি আর মনে নাই!
চলে মানুষরূপী মুখোশ হবার নিত্য অনুশীলন
খাঁচার ভেতর ঝাপটে বেড়ায়
শঙ্খচিল মন!
২| ১০ ই জুন, ২০২২ বিকাল ৫:১০
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৩| ১০ ই জুন, ২০২২ বিকাল ৫:২২
খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন। শেষের তিনটে পংক্তি অনবদ্য। + +
৪| ১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা।
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০২২ বিকাল ৩:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: কবিতা খুব সুন্দর।