![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরতের আকাশ যেন ধূলোঢাকা মরুভূমি
প্রেয়সীর লাস্যে যেমন ধোঁয়াঢাকা মন-
অধরা আবেগে নিঃস্ব হবার লোভ জাগে,
সে রুদ্ধবোধ হৃদয়ের খুব আপন।
তোমার চুলের গন্ধে ঢাকা
বিগত বসন্তেুর স্মৃতি,
তোমার অবহেলার অসম্মানে
বিষন্নকিন্নরী...
যে রাতে সে নারী হাত রেখেছিল চোখে
কি এক অয়োময় শূন্য আঁধার-
মোহগ্রস্থ পৃথিবীর মন জুড়ে।
আমার বিষন্ন তুমি,
সযত্নে লুকিয়ে রেখেছি যাকে
ধূলোপড়া দিনলিপির ফাঁকে।
নাম নিতে ভয় হয়,
যদি বর্ষা নেমে আসে!
শরতেরা এভাবেই আগন্তুকের মতো
আসা-যাওয়ার চক্রে ভীষণ স্বাভাবিক!
কখনো পৌষের ভয়ে মন
শীতল হয়ে আসে-
প্রেমহীন এক রুক্ষ মরুভূমি...
২| ১২ ই জুন, ২০২২ বিকাল ৩:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
৩| ১২ ই জুন, ২০২২ বিকাল ৩:১৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
৪| ১২ ই জুন, ২০২২ বিকাল ৪:২৯
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: শরতেরা এমনই আগুন্তকের মতো।
মঙ্গলম!
৫| ২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৭
ছাকিব নাজমুছ বলেছেন: চমৎকার লিখেছেন। শুভকামনা।
৬| ০৬ ই জুন, ২০২৩ ভোর ৪:১৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লেগেছে। + +
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০২২ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।