![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাঁটু ভাঙ্গা তরুণদের ভারি হচ্ছে দল
চায়ের কাপে ঝড় তুলে বাঁধায় গণ্ডগোল।
ফেসবুকে ইউ টিউবে থাকে সারাক্ষণ
মিছিল মিটিং করবেনা ভালো ছেলেদের পণ।
উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে করবে দেশ উজ্জল
গোল্লায় চলে যাওয়া দেশটি হচ্ছে কেবল দুর্বল।
অভাব অপরাধ দুর্নীতির ভাইরাসে দেশ আক্রান্ত
গরীব হবার নীল নক্সা করছে কেউ চক্রান্ত ।
দল ভিত্তিক দলীয় কথা হয় না কারো মনঃপূত
তবুও তারা প্রতিবাদী হয় না টিভিতে হয়ে আসক্ত
কষ্ট চাপা আবেগ ঝরায় ঘরকোনে থাকে সংযত ।
পথে পথে লাশ ভাংচুর শোষণ বঞ্ছনা
আত্ম কেন্দ্রিক তরুণদের বিবেক বন্ধী যন্ত্রণা।
ঘর ছেড়ে বের হলে গুন্ডা ইভ টিজারদের উৎপাত
ভালো ছেলেদের ভয় করে হেঁটে যেতে ফুটপাত।
আলোচনা সমালোচনা ঘরে ঘরে সীমাবদ্ধ
অধিকার আদায়ের আন্দোলন করবে কারা যুদ্ধ?
রাজ পথে নামতে হবে হোক তারুণ্যের জয়
হোক আলোর মিছিলের নগরী কেটে যাক ভয়
অন্ধকার কেটে যাক হোক নতুন সূর্য উদয়।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০
বালক৪২০ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:১০
শান্তা273 বলেছেন: অন্ধকার কেটে যাক হোক নতুন সূর্য উদয়।