![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আদিবাসী। পাহাড়ি আদিবাসীদের জন্য কথা বলি, আদিবাসীদের জন্য চিন্তা করি। পাহাড়ি আদিবাসীদের অগ্রগতি বাংলাদেশের অগ্রগতির একটি অংশ হিসেবে মনে করি। পাহাড়ি আদিবাসীদের সংস্কৃতি ও সাহিত্য টিকে থাকুক আজীবন। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি সময়ের দাবি। পেশায় কৃষিবিদ ও উদ্ভিদ প্রজননবিদ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর একজন কৃষি গবেষক (উদ্যানতত্ত্ব)।
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন........ ইমন জুবায়ের ভাই
ব্লগার ইমন জুবায়ের ভাই এর অকাল প্রয়াণে আজ বাংলা ব্লগ পরিবার শোকস্তব্ধ।
আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
বাংলা ব্লগে বৌদ্ধ ধর্ম, চাকমা ইতিহাস সহ যার বিচরণ ছিল প্রাচীন বাংলার ইতিহাস, সংগীত, ধর্ম, দর্শন, কবিতা, রূপকথা, উপখ্যান নিয়ে নাড়াচড়া আর রাঙ্গামাটি নিয়ে শৈশব স্মৃতিচারণ সেই ব্লগার-গীতিকার ইমন ভাইয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
চলে গেলে তুমি, রেখে গেলে অনেক স্মৃতি,
বাংলা ব্লগ করে রাখুক তোমায় চিরজীবি।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
পরিবেশ বন্ধু বলেছেন:
যিনি আজ দূর আকাশের তারা
তিনি ইমন যুবায়ের যিনি আজ দূর আকাশের তারা
তার অবদান বাংলা ব্লগার জগতে দিয়ে যায় নাড়া
তারি চলে যাওয়া শুন্য খা খা এই মাঠ
আজি ঘুচিয়ে দিয়ে কোথায় তবে জমাবে রসের হাট
যদি মনখানি ফিরায়ে একবার দেখ নজর ভরে
ঘুমিয়ে রইল ভাষার যাদু এই না মাটির তরে
তারে জাগাতে আজি চল ভাই প্রতিজ্ঞা কিছু রাখি
তারি সম্পদ যতনে আগলে তায় ছবি আখি ।
আর ছিলেন সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।
তার স্মরণে মুক্ত বাংলা ব্লগ সংঘটন স্মরণ সভার আয়োজন
করা হবে ।
ঢাকার সব বন্ধুরা সম্মিলিত ভাবে এ আয়োজন এবং স্মরণ সভায়
একাত্মতা ঘোষণা এবং পরিবেশ সৃষ্টির লক্ষ্য মুক্ত মতামত আশা রাখি । ব্লগার ভাই প্লিজ সারি করে ইমন ভাইয়ের স্মৃতি সংরক্ষণে
সহযোগিতা আশা রাখি
ইমন যুবায়ের স্মরণ সভা আয়োজক কমিটির সদস্য তারাই যারা
এ পোষ্টে যোগ দিবেন ।
সময় পরে ঘোষণা করা হবে ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: তার আত্মার প্রতি অনন্ত শ্রদ্ধা