নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ মেঘের দিনলিপি

জিহাদ

নিঃসঙ্গ এক, নিঃসঙ্গ মেঘ...

জিহাদ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ভেজা রাতের কথা

৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৮

সেদিন বৃষ্টি ভেজা রাত ছিলো,

হিম হিম হিম শীতল বাতাস

সারা গায়ে কাঁপন তুলে

আলতো ছোঁয়ায় ডাকছিলো।



আধখানা চাঁদ ধীরে ধীরে

আদর মাখা রাত্রি ছিড়ে

চুপটি করে হাসছিলো;

রাতের আঁধার গলে গলে

জানলা ছেড়ে যাবার ছলে

দৃষ্টিসীমার দুয়ার থেকে

পেছন ফিরে চাচ্ছিলো;

সেদিন বৃষ্টিভেজা রাত ছিলো।



রাত প্রহরী হাস্নাহেনা

চাঁদনীমাখা সুবাস বুকে

রাতের ছায়ায় ভাসছিলো।

ছন্নছাড়া মেঘের বেশে

তার স্মৃতি সব এলোমেলো

হাতছানিতে ডাকছিলো;

সেদিন বৃষ্টি ভেজা রাত ছিলো।



হাস্নাহেনা,চাঁদনী ভুলে

দুঃখ প্রিয় বিষন্ন সুর

আপনমনে বাজছিলো।

নীরবতার সঙ্গে বসে

নিরাশ্রিত অশ্রুরা সব

কান্না হয়ে হাসছিলো;

সেদিন বৃষ্টি ভেজা রাত ছিলো।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৩৯

আরিফুল হোসেন তুহিন বলেছেন: বৃষ্টি নামে,আমাদের প্রাচীন পৃথিবীতে,আমরা ভিজি,
আর আমাদের কষ্টরা ভেজে

২| ৩১ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৪৬

খুশবু বলেছেন: ৫

৩| ৩১ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:০৭

প্রচেত্য বলেছেন: বৃষ্টিতে ভিজে রাতের কথা
কবি মশাইদের অনুভূতি শেয়ার করতে কতই না কষ্ট করতে হয়, তারপরেও পারা যায় অনুভূতিগুলো সুন্দর করে সাজাতে
কিন্তু আজকের কথাই ধরুন বৃষ্টিতে ভিজে সন্ধ্যায় বাড়ী ফিরেছি কিন্তু যদি বলা হয় "বৃষ্টি ভেজা সন্ধ্যা" শিরোনামে কবিতা লিখতে, সম্ভব ? দুনিয়া উল্টে গেলেও না, এখানেই পার্থক্য !
অনুভূতিগুলো শেয়ার করার ক্ষেত্রে, যাই হোক ওই যে "বৃষ্টি ভেজা সন্ধ্যা" শিরোনামে না হয় আপনিই কিছু উপহার দিন, অপেক্ষায় থাকলাম

৪| ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৫৩

জিহাদ বলেছেন: @হোসেন-মাঝে মাঝে আমাদের সুখেরাও ভিজে
@খুশবু-আপনাকে ধন্যবাদ
@প্রচেত্য-আমার কলম থেকে সহজে কবিতা বেরোতে চায়না।যাও বেরোয় সেগুলো কবিতা কীনা সে ব্যাপারেও আমি সন্দিহান।তবুও আপনার জন্য হলেও আমি চেষ্টা করব।আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.