নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভরে গেছে সমাজ আবর্জনায়। মিথ্যা আশায় ভুগছে মানুষ নির্বাক যন্ত্রনায়। ঘুমের শহরে লাশের গন্ধ , আমি জেগে রই জীবিতলাশ মৃতসাক্ষি । লাশের পোড়া গন্ধ , ফেলেছে আমায় মাতাল ভাবনায় ।

মাতাল ভাবনা

“যা করছেন খুব ভালো করছেন স্যার। আলহামদুলিল্লাহ! চালাইয়া যান”

মাতাল ভাবনা › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার মাঝে রাগ,অভিমান ।

০৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭

ভালবাসার মাঝে রাগ,অভিমান,ঝগড়া ,হবে সেটাই সাভাবিক।আবার ছোটো খাটো বিষয় নিয়ে রাগ কারে অনেক সময় মধুর সম্পর্ক টাই নষ্ট হয়ে যেতে পারে।তাই ঐ মুহূর্তে আপনি কি কবেন তাই বলছি.........
* ঝগড়াটা বেশি ফোন এ হয় তাই তখন আপনি যদি বোঝেন ঝগড়া হবে সম্মতি নিয়ে ফোন রেখে দেন।
*যে কোন এক জন নিরব থাকুন,
*ভুল হলে আগে সরি বলুন।
*ঝগড়া যদি প্রকট হয় ফোন এ যোগাযোগ ১/২ ঘণ্টা বন্ধ রাখুন।রাগ শেষ হলে কথা বলবেন।
*ছোটো খাটো বিষয়ে যেখান থেকে ভুল বুঝাবুঝি হতে পারে সেখানে মিথ্যার আঁচড়য় নিন এতে যদি রাগ ও সম্পর্ক দুটোই ঠিক হয় খারাব কি।
*বড় বিষয় যেখান থেকে ভুল বুঝাবুঝি হতে পারে সেটা খুলাখুলি আলাপ করে শেষ করে দিন।
সম্পর্কের মাঝে compromise করতে না পারলে তো সম্পর্ক টিকানোই মুস্কিল।
*রাগ বা অভিমান করে সুন্দর একটা সম্পর্ক নষ্ট করে দিবেন না।হোক বন্ধুত্ত হোক ভালবাসা।
সব কথার মুলে হল বিশ্বাস, বিশ্বাস সম্পর্ক কে অনেক দূর নিয়ে যেতে পারে।
ভালবাসার মাঝে মিষ্টি ঝগড়া না হলে প্রেম জমে না,ঝগরা হবেই শুধু আপনি সিরিয়াস হবেন না।তবে কখনই সমস্যা হবে না।
যে কোন বিষয়ে ...
মনে রাখবেন, ,রেগে গেলেন তো হেরে গেলেন।
আপনাদের সম্পর্কের মাঝে যে ভালবাসা আছে তার দীর্ঘস্থায়িত্ব কামনা করি।
সেটা প্রেম বা স্বামী/স্ত্রি সম্পর্কই হোক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.