![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত বছর থেকে রাব্বি আর লুনার প্রেমের সম্পর্ক ।
লুনার বাসা থেকে রাব্বিকে তো দু চোখেই সহ্য করতে পারেনা। মাঝখানে লুনার কিছু দিন বাসা থেকে বের হওয়াই নিষেধ ছিলো । কারণ একটাই রাব্বি । এতো কিছুর পরও চুপি চুপি ভালোবাসা থেমে নেই ।
দুজন দুজনকে অনেক ভালবাসে । লুনা তো রাব্বি কে নিয়েই সারাদিন কল্পনা করতে থাকে । রাব্বি রাব্বি রাব্বি ছাড়া ওর মাথাই যেন কিছুই নেই ।
গত কিছু দিন আগে রাব্বির সাথে ওর ছোট ফুফির বাসাই গেছিলো । ওর ছোট ফুফিই একমাত্র লুনার বিষয়টা মেনে নিয়েছিলো । ছোট ফুফা দেশের বাইরে থাকেন বাসাই ফুফি আর ফুফির ছোট বাচ্ছাটা । তাই বাসা অনেকটাই নির্জন । ছোট ফুফি ওদেরকে রেখে বাইরে আর্জেন্ট কাজে গেছিলেন সেদিন । । তাই অনেক সময় কাটাতেও পেরেছিলো সেদিন ।
কেনো জানি দুজনের ভিতরেই অদ্ভুত ফিলিংস কাজ করতে ছিলো । তাই বাধ্য হয়ে একান্ত আপন জগতে হারিয়ে গেছিলো সেদিন । দুজন কিছুক্ষনের জন্য অতল ভালোবাসার সুমদ্রে হারিয়ে গেছিলো ।
দুজনের যৌন খুদা শেষে যখন দুজনেই ক্লান্ত লুনার তখন বাস্তবতার কথা মনে পরলো ।
লুনা হঠাত করেই কান্না শুরু করে দিলো । রাব্বি বোকা হয়ে সেলো লুনার কান্না দেখে ।
রাব্বি ঃ কি বলো আমাকে ? কি হলো তোমার আবার ?
লুনা ঃ না কিছু না ।
রাব্বি ঃ প্লিজ বলো ।
লুনা ঃ আমার সবটুকুতো আজ তোমাকে ঊজার করে দিয়েছি । আম্র কাছেতো আর কিছুই নেই ;
রাব্বি ঃ আজব এভাবে বলছো কেনো আমি কি তোমাকে বাধ্য করেছি বিষয়টিতে ?
লুনা ঃ না । আমি কি বলেছি তাই ? কিন্তু ভয় করছে খুব ।
রাব্বই ঃআমি আছি না ? আমি কি মরে গেছি ?
লুনা তবুও অঝরে কাদতে থাকে ।
রাব্বি অনেক বুঝাই লুনা কে ।
সেই দিনের ঐ ঘটনা টা লুনাকে আজো ভাবাচ্ছে । আজ কেন জানি লুনাকে বেমানান লাগছে নিজের কাছেই । একটা চিন্তা মাথা থেকে যাই না । এ ভালোবাসার ভবিষ্যত কি ??
লুনা আজ মা হতে চলেছে । রাব্ববিকে বলেছে বিষয়টা । লুনার পক্ষেও এখন বিয়ে করা সম্ভব না । কারণ বাবা মার অবাধ্য সে হবে না । আবার নিজের মডেল হওয়ার শখ ।
আর রাব্বিতো এখন বিয়ে করবেই না । রাব্বি বলেছে বাচ্চা টা নষ্ট করে ফেলতে । আগামি কাল রাব্বি ও কে নিয়ে ডক্টরের কাছে যাবে ।
কিন্তু লুনা ভাবছে প্রথম বাচ্চাটাকে এভাবে কি করে নষ্ট করবে ?
এক দিকে সমাজের চাপ , অন্য দিকে মা বাবা , অন্য দিকে বাচ্চার পরিচয় ।
সব মিলিয়ে সব কিছু কিভাবে সহ্য করবে ?
শেষ মেষ লুনা অনেক ভাবার পর ভাবলো বাচ্চা নষ্ট করবে না । কিন্তু বাসাই কি বলবে ?
সেই চিন্ত মাথা থেকে নামে না ।
কিছু দিন পর বাচ্চার বয়স যখন ৭ মাস । পুরো ফ্যমিলি আজ ঊঠে পড়ে লেগেছে বাচ্চা টাকে নষ্ট করার জন্য । রাব্বি তো ওদিকে লা পাত্তা । না পেরে বাধ্য হতে হল বচ্চা নষ্ট করতে ।
বাচ্চা নষ্টের জন্য যখন ওটি চেম্বারে লুনা , কেম্ন জানি একটা ভারি মিষ্টি আওয়াজ ভেষে আসছে…… কে যেন লুনা কে বলছে _______________
মা,
ও মা,
মা,
ওমা____
মা আমকে মেরে ফেলো না মা ।
মা আমি তো তোমাদের ভালোবাসারই ফসল ।
মা ওমা আমি বাচতে চাই । মা ও মা আমাকে ফেলে দিও না !!
মা ও মা , আমার পিত্রি পরিচয় লাগবে না মা।
কাউকে বলবো না যে তুমি আমার মা ।
মা , আমি অন্যের বাসাই কাজ করবো , দিনকি দিন রাতকি রাত । তবু তোমাকে একটুও জাল্বো না ।
একটুও বলবো না মা আমার তোমাকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে ।
মা আমি তো তোমারি শরীরের একটা অংশ , তুমি কি ইচ্ছা করে নিজের শরীরের তোমার একটা হাত কেটে ফেলবা ?? জানি ফেলবা না । তাহলে আমকে কেনো এভাবে ফেলে দিচ্ছো ?
মা
ও মা
আমি বাচতে চাই মা , মা ও মা আমকে বাচতে দাও । তুমি যা বলবে তাই শুনবো মা ।
ও মা ? ___________
তবুও বাচ্ছা টা সেদিন রক্ষা পাইনি সবার হাত থেকে , এব্যরেশনের পর বাচ্চাটাকে কালো পলিথিনে প্যকেটে ভরে ডাষ্টবিনে ছুড়ে ফেলে । ভোর হলেই রাস্তার কুকুর গুলো বাচ্চা সামনে করে বসে থাকে । রাস্তার কুকুর গুলোও তখন ভাবে হাইরে মানব জাতি ২ মিনিটের সুখের আশাই এভাবে একটা মানুশ খুন ?
হয়তবা রাস্তার কুকুরের যে মুল্যবোধ টুকু আছে সেটা এখন সাধারন মানুষের ভিতর নেই । কারণ ঃ the world is changed ! we have no emotion ! we are modify our mind as a robotic mind.
২ মিনিটের বিলাশিতাতে কখনো কখনো একটা জিবন নষ্ট করতে পারি আমরা ।
আর এমন মেয়ে দেরকে নিয়ে আমি আর কি বলবো ?
যদি এদেরকে বলা যাই ঐ ছেলের সাথে মিশো না তখন বলে ভাইয়া আমরা জাষ্ট ফ্রেন্ড ।
আসলে মেয়েরা সেক্স করার পর বুঝে যে না আমি তো আমার সবতিতব হারিয়েছি । তার আগে ৮৭০ হর্সের ঘোড়া । শরিরের চাহিদা মিটলে তখন শুরু করে কান্না ।
মাঝে মাঝে ঘ্রেণা হয় ছেলে হয়ে জন্মেছি বলে । কারন ছেলেরা ও প্লে বয় । দোষ তো মেয়েদের একার না ।
শুধু বাংলাদেশেই এই রকম হাজার হাজার শিশুর জীবন নষ্ট করছে কিছু জানোয়ার ছেলে আর মেয়েরা।
কিছু দিন আগে চট্টগ্রামে ডাষ্টবিনে বাচ্চা পরে ছিলো ।
এই কি তোমাদের ভালবাসা?তোমরা না মায়ের জাত..তোমাদের বুক না কি মমতায় ভারা...এই কি তোমাদের মমতা।আজকে তোমাদের মতো কিছু মেয়েদের কারণে নাড়ীদের সম্মান এতাটা নিচে নেমে গেছে।।তোমরা তো ডিজিটাল মায়ের জাত, তোমরা কি ভাবে বুঝবে সন্তান কি জিনিস।কিছু কুকুর চরিত্রের ছেলে আছে তারা ফাদ পেতে বসে থাকে। আর কিছু মেয়ের আছে চুলকানি।তারপর আর কি?সত্যিকারের একটা ভাল পরিবারের মেয়ে জীবন দিয়ে হলেও তার দেহটাকে রক্ষা করে। আপুদের কাছে আমার অনুরধ ভালবাসুন কিন্তু নিজেকে ঠিক রেখে।
একটা কথা মনে রাখবেন যে ছেলে আপনাকে সত্যিই মন থেকে ভালবাসবে সে বিয়ের আগে কোন দিনও আপনার সাথে শারীরিক সর্ম্পক করবে না...এটাই বাস্তব সত্যি কথা।
ভালোবাসা তো জিবনকে সুন্দর করে তোলে নোংড়ামিতএ ভরপুর করেনা কখনো । ভালোবাসা ভালোবাসতে শেখাই দুনিয়াকে । ভালোবাসাতো নতুন কিছুকে আকড়ে ধোরে ভালোবাসতে শেখাই । ভালোবাসা কারো জীবন নষ্ট করতে শেখাই না ।
অনেক আগে একটা ইনভেন্ট চালু করেছিলাম ফেসবুকে ।
নোংরা রিলেশনশীপ থেকে বিরত থাকি । "প্রতিটা শিশুর আছে বাঁচার অধিকার" ।
বিঃ দ্রঃ কারো চরিত্রের সাথে গল্পের কনো মিল নেই । গল্পটি আমার একান্ত মাতাল ভাবনার লেখা । কারো চরিত্রের সাথে মিললে আমি দায়ি না , দায়ি আপনি নিজে কারণ আপনি মহা পাপি ।
১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৮
মাতাল ভাবনা বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে । আপনার প্রতিও শুভ কামনা রইলো ।
২| ১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩
অপূর্ণ রায়হান বলেছেন: শিরোনামে মানবতা ও নোংরা শব্দ দুইটি দেখুন ।
১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১২
মাতাল ভাবনা বলেছেন: টাইপিং মিসিং । ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪৩
সকাল হাসান বলেছেন: এইসব নিয়ে কি বলব বুঝতে পারি না!
এতই যখন শখ সতীত্ব বিসর্জন দিয়ে মজা নেওয়ার, তাহলে নিজের পরিবারকে বললেই তো হয় যে, 'আব্বু/আম্মু, আমার মজা নিতে ইচ্ছে করছে, বিয়ে করিয়ে দাও!'
তাহলেই তো সেই মজার সৃষ্ট হতে যাওয়া আরেকটি জীবনকে নিয়ে এত প্রশ্ন থাকবে না! প্রশ্ন উঠলেই যে, ঐ জীবনটিকে নষ্ট করে মেরে ফেলবে সেটা তো ঠিক না! এটা তো বলতে গেলে এক প্রকার হত্যাই! খুন!
নিজের মজার জন্য খুন করা! খুনীর চেয়ে কোন অংশে তো কম না ওরা! শাস্তি হিসেবে ওদের মৃত্যুদন্ড হওয়া উচিৎ!
আপনার ইভেন্টে সাথে একাত্নতা ঘোষনা করছি! শুভকামনা রইলো!