![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলী আহামদ সওদাগরের ছেলে বাবুল মিয়া (২৭)। এ যুবক এ পর্যন্ত ৫৩টি বিয়ে করেছেন। তার ইচ্ছে ১০০টি বিয়ে করে রেকর্ড সৃষ্টি করবেন। তার অধিক বিয়ের খবর পেয়ে সমপ্রতি এলাকায় গেলে এক প্রতিক্রিয়ায় বাবুল এ ইচ্ছার কথা জানান। বাবুলের দেয়া তথ্য মতে তার বিবাহিত স্ত্রীরা হলেন- আনোয়ারা বেগম (২০) তার পিতা কক্সবাজার মুহুরিপাড়ার আবু ছিদ্দিক; মনোয়ারা বেগম (১৯) সে উখিয়ার মরিচ্যার মনির আহাম্মদের মেয়ে, তৈয়বা বেগম (১৯) নাইক্ষ্যংছড়ির তুমব্রু রশিদ আহামদ তার পিতা, রেজিয়া বেগম (১৭)-এর পিতা সালেহ আহামদ রামুর বাংলাবাজার এলাকার বাসিন্দা, রাবেয়া বেগম (২১) উখিয়ার ডেইল পাড়ার নাজু মিয়ার মেয়ে, হাছিনা বেগম (২১) পিতা সিরাজ মিয়া, গ্রাম তুলাতলী, উখিয়া; তাহেরা বেগম (২৩) পিতা মকবুল হোসেন, গ্রাম ঈদগাহ, রামু; জ্যোৎস্না (২২), পিতা নুরুল ইসলাম, গ্রাম চকরিয়া; কুলসুমা বেগম (১৮) পিতা সালেহ আহামদ, গ্রাম আমিরাবাদ; মনোয়ারা বেগম (২১), পিতা বদি আলম, গ্রাম চাকবৈঠা, উখিয়া; রেহেনা আকতার (১৯) পিতা শামশুল আলম, গ্রাম মংডু, বার্মা; রুখসেনা আকতার (১৮) পিতা আশিক আলী, গ্রাম জাদিমোরা, উখিয়া; সুফিয়া আকতার (২৩) পিতা রহিম আলী, গ্রাম মরিচ্যা, উখিয়া; রুমা আকতার (২২), পিতা নুরুল ইসলাম, গ্রাম বরইতলী, চকরিয়া; নছু (২৫), পিতা জাফর আলম, গ্রাম পটিয়া; শাহীনা আকতার (২২) পিতা নুর আহামদ, গ্রাম কাউয়ারখোপ, রামু; ছায়েরা বেগম (১৮) পিতা সুমন, গ্রাম আলীকদম; সুমী (১৯) পিতা ছৈয়দ আলম, গ্রাম হ্নীলা, টেকনাফ; রহিমা আকতার (১৭) পিতা শাহাব উদ্দিন, গ্রাম বার্মা; জুসনা আকতার (২৪) পিতা রহিম আলী, গ্রাম টেকপাড়া, কক্সবাজার; শামসুন নাহার (২৩) পিতা ছৈয়দ, গ্রাম ইদগড়, রামু; জুহুরা বেগম (২২) পিতা ছৈয়দ আহামদ, গ্রাম দোহাজারী, চট্টগ্রাম; শাহীনা (২৫), পিতা ফরিদ আলম, গ্রাম চুনতি, চকরিয়া; রেহেনা আকতার (২৩), পিতা জুহুর আহমদ, গ্রাম বাংলাবাজার, রামুসহ মোট ৫৩টি বিয়ে করেও ক্লান্ত হয়নি এ যুবক। তার প্রিয় স্ত্রী কোনটি জানতে চাইলে তিনি সর্বশেষ স্ত্রীকে প্রাধান্য দেন। ৫৩টি বিয়ে করলেও তার সন্তান হয়েছে মাত্র ২টি। এদের ১টি ছেলে, ১টি মেয়ে। ওই সন্তানগুলো জন্ম হওয়ার পর তাদের মা মারা যান বলে তিনি উল্লেখ করেন। ৫৩টি স্ত্রীর মধ্যে ২৫ স্ত্রী’র কাবিননামা হলেও বাকি স্ত্রীগুলোর কোন লিখিত কাগজপত্র কিংবা কাবিননামা হয়নি। ২টি স্ত্রী তালাকপ্রাপ্ত হলেও অন্য স্ত্রীগুলো এখনও তার আশায় পথ গুনছে।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১১
নো্য়াখাইল্লা ভ্যাম্পায়ার বলেছেন: আধা ঘণ্টার লিগা বিয়া করে নাকি? খ্যাঁক খ্যাঁক
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১৬
ফয়সাল তূর্য বলেছেন:
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১৭
অপলক বলেছেন: সে একজন মানসিক রোগী। ওর চিকিৎসা করা উচিত। যদি অসুস্থ্য না হয়, জেলে ভরা উচিত। কারণ সে একজন রেপিস্ট।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২০
প্রিয়ন্তি বলেছেন: বেচারার চেহারাই বলে দিচ্ছে... ওনার পেয়ারের বৌয়েরা ওনাকে কত্ত সুখে রেখেছেন !!! ....
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২০
খাজা মুহাম্মদ মাসুম বলেছেন: মানুষিক রোগী ।
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৩
বাউন্ডুলে রুবেল বলেছেন: সেইরাম
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩০
জাহাঙ্গীর_১৯৫২ বলেছেন: তাকে সংরক্ষন করা হোক।
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪১
টকঝালমিষ্টি বলেছেন: সে একজন বিকৃতমনষ্কা নারী নির্যাতনকারী, এর বিচার হওয়া উচিৎ।
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪১
হাসান মাহবুব বলেছেন: উস্তাদে তো কাহিল হয়া গেছেগা। সেঞ্চুরি মুনয়না হৈবো।
১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪২
সৈয়দ ছায়েদ অাহমদ বলেছেন: আসলে সে বিরল প্রজাতির, তাকে সংরক্ষন করে জামাই আদর করা উচিৎ।
১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪৯
প্রজন্ম৮৬ বলেছেন: এই চরিত্র যেমন একটা ঘটনা আপনার পুরো ব্লগটি তেমনই আরেক ঘটনা।
চালিয়ে যান
২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৫০
kothamala বলেছেন: কেনো রে?
১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৫১
ফেলুদার চারমিনার বলেছেন: ৫৩ টার নামধাম যে মনে রাখছে এইটাই বা কম কিসে
১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৩
শাহজাদা সাদিক বলেছেন: বাপের বেটা
১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৯
শিক কাবাব বলেছেন: ৫৩টা বিয়া, নাকি ৫৩টা যৌনকর্মী ভোগ?
১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১২
এস এইচ খান বলেছেন: সেন্জুরী মানিকের চেয়েতো ভাল! আফটার অল সে বিয়ে করে অতপর.....
১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫৩
মেঘকথন বলেছেন: ওপস.।
১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২২
রাষ্ট্রপ্রধান বলেছেন:
১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:০৬
নিঃসঙ্গ ইশ্বর বলেছেন: ফেলুডার চারমিনার বলেছেন: ৫৩ টার নামধাম যে মনে রাখছে এইটাই বা কম কিসে
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১০
তীরান্দাজ বলেছেন: মাশাআল্লাহ!!!!!!