নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব

ইয়াকুবএ

মানুষ মানুষের জন্য, জীবন মরনের জন্য।

ইয়াকুবএ › বিস্তারিত পোস্টঃ

জ্যাম আর জ্যাম, কি পরিমান জ্যাম, যে রাস্তায় নামছে সেই বলতে পারবে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০৮

আহারে বাংলাদেশ, এই না হলে বাংলাদেশ? আজকে আমি পুরোপুরি টের পেলাম যে আমি বাংলাদেশে আছি। স্মরন কালের সেরা জ্যাম মনে হয় আজকেই। জ্যামের কারনে জীবনটা একদম তামাতামা হইয়া গেছে। এই জ্যামের কারনে অনেকের জীবন পুরাই এদিক সেদিক হয়ে যেতে পারে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩১

শামীম অাহেমদ বলেছেন: ভাই, মিরপুর-১০ থেকে আমার অফিস মহাখালী আসতে ২ ঘন্টা লাগছে। বলুন কোন দেশে আছি?? হ্যাঁ বাংলাদেশই এটা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:১৯

ইয়াকুবএ বলেছেন: দারুন

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩৯

ভাবসাধক বলেছেন: দারুন পোস্ট !

২৭ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:১৯

ইয়াকুবএ বলেছেন: ধন্যবাদ

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৫৫

মুহাম্মদ ফয়সল বলেছেন: ভাই পরশুদিন মিরপুর-১ এর ট্যাকনিকালের মোড় থেকে শ্যামলী সিনেমা হলের সামনে আসতে আমার দুই ঘন্টা লাগছে....... নিজে ড্রাইভ করতেছিলাম, জানটা বাইর হয়ে গেছিলো প্রায়

২৭ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:২০

ইয়াকুবএ বলেছেন: ইশ:!

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:১৪

হেডস্যার বলেছেন:
কাজিপাড়া থেকে মিরপুর ১১-----৫০মিনিট লাগছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:২১

ইয়াকুবএ বলেছেন: আহারে!

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৫৯

কাঠুরিয়া. বলেছেন:
বাইত-থিক্কা বাইর হন ক্যা?
অল্প-অল্প, সম্ভব হলে বাইত থিক্কা বাইরেই জাবেন না।
[মুন্তি কইছে, গায়ে লাগে না, না? জহন পুলুস আইয়া বুট দিয়া পারাইব, তহন বুইজেন]

২৭ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৪০

ইয়াকুবএ বলেছেন: হায় হায় কি কন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.