![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে আছি সেই ২০০৯ থেকে। এতদিন খালি পরতাম ব্লগ, এখন এই আইডি খুলে ব্লগিং ও শুরু করলাম। আমার দেশের বাড়ি টাঙ্গাইল এর করটিয়া তে। ব্লগে টাঙ্গাইল এর কে কে লেখালেখি করেন, তাদের কাউকে চিনি না। তাই সবার কাছে অনুরোধ থাকবে আপনাদের কার কার বাড়ি টাঙ্গাইলএ এবং কোন কোন থানায় তা মন্তব্যতে জানিয়ে দিন । আবার যাদের বাড়ি অন্য জেলায়, কিন্তু ব্লগার হিসাবে চিনেন কাউকে যার বাড়ি টাঙ্গাইল এ- আপনি তার নাম উল্লেখ করে তার ব্লগের লিঙ্ক দিতে পারেন।
আগে নিজ জেলার সব ব্লগার ভাই-আপুদের সাথে পরিচিত হয়ে নিই, তারপর জরুরি কথাটা বলা যাবে ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
ইমানুয়েল নিমো বলেছেন: ধন্যবাদ এইচ আর খান ভাই প্রথম মন্তব্যের জন্য। উদ্দেশটা ভাই তেমন কিছু না, এটা আমি পরের কোন পোস্টে বলব। প্রথমে ব্লগের সব টাংগাইলা ভাই দের চিনে নেই। পরিচিত হয়ে নিই সবার সাথে।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৮
ভিটামিন সি বলেছেন: আপনাদের টাঙ্গাইলে তো অনেক পুর, আপনি কোন পুরের? আমার কলুজ ফ্রেন্ড সখিপুরের, আমার বন্ধু থুক্কু বান্ধবীর বাড়ি মির্জাপুরের জামুর্কি গ্রামে। ২/৩ টা বন্ধু আছে দেলদুয়ারের ফয়সাল, কবির। করটিয়ার মাসুম, সোহেল। গোপালপুরের অপু (বিশ্বাস না আবার)। মধুপুরের পাগলা জাহিদ। বলেন কার সাহায্য লাগবে?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬
ইমানুয়েল নিমো বলেছেন: করটিয়ার মাসুম, সোহেল ? হয়তবা চিনি। আপনার বাড়ি কোথায় ভাই ?
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন: কি জরুরী কথা?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
ইমানুয়েল নিমো বলেছেন: আগে বলেন আপনার বাড়ি কোথায় ?
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪২
আবুল হাসান নূরী বলেছেন: টাঙ্গাইল ভুয়াপুর।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
ইমানুয়েল নিমো বলেছেন: ভুয়াপুর ? কত্তবার গেছি !!
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৮
মোস্তাফিজ রানা বলেছেন: মির্জাপুর...........
এইচ আর খান ভাই, আপনি কোন এলাকার?
ভিটামিন সি ভাই, আপনার বান্ধবির বাড়ি আর আমার বাড়ি প্রাই একই জায়গাতে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫০
ইমানুয়েল নিমো বলেছেন: মির্জাপুর তো আমার পাশেই। আপনাকে পেয়ে ভালো লাগলো।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪০
প্যাপিলন বলেছেন: শালারা দেখি সিন্ডিকেট বানাইতেছে
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
ইমানুয়েল নিমো বলেছেন: জী না ভাই। কোন সিন্ডিকেট বানানোর ইচ্ছা নেই। আর শালা না বলে দুলাভাই বলুন, শুনতে ভাল লাগে !! সামনে আবার বিয়ে করব তো !
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৬
জাহিদ বেস্ট বলেছেন: আমার বাড়ি টাংগাইলে। মহল্লার নাম-বেতকা। অফিস মির্জাপুরে। লাগলে যোগাযোগ কইরেন।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
ইমানুয়েল নিমো বলেছেন: বেতকা ? ধন্যবাদ ভাই ।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৮
ভিটামিন সি বলেছেন: মোস্তাফিজ রানা ভাই, তাইলে তো আপনি আমার অনাত্মীয় বন্ধুর প্রতিবেশী। (আপনার সাথে আমার সম্পর্কটা কি বোঝতে পারতেছি না)। আজিজ ফিলিং স্টেশনের খুব কাছে যে বাড়ি (স্কুল-শিক্ষক এর বাড়ি) এটাই আমার বান্ধবীর বাড়ি। আমি মমিশিং ১১ এর বাসিন্দা। জিমেইল এড্রেস দিলে আপনার সাথে গ্যাজাইতাম।
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৯
ইমানুয়েল নিমো বলেছেন: আপনার বাড়ি তাহলে ময়মনসিংহ। যাক, একজন প্রতিবেশী পাওয়া গেল !
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭
সরকার আলী বলেছেন: আমি আইয়া পড়ছি ভূঞাপুর, টাঙ্গাইল থন। এহন জরুলী কতাডা কইয়ালান।
০১ লা অক্টোবর, ২০১৩ ভোর ৪:০১
ইমানুয়েল নিমো বলেছেন: ধন্যবাদ সরকার আলী ভাই। আর জরুরী কথাটা পরে হপে !!
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
ভুল্কিস বলেছেন: আমি হালায় ঢাকাইয়া পাট্টি, জরুলী কতা হুনার টাইম নাইক্কা
প্যাপিলনের কমেন্টে টুস বিস্কুট
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:০০
ইমানুয়েল নিমো বলেছেন: আপনের কমেন্টে ডাইবেটিস টি !
১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
টাংগাইল সিন্ডিকেট
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:০১
ইমানুয়েল নিমো বলেছেন: কইলাম তো সিন্ডিকেট না ।
১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯
rakibmbstu বলেছেন: কালিহাতী থানা, পোস্ট: সল্লা, বিলকুল টাঙ্গাইলা পোলা
বর্তমান সদর।
কন হুনি কি অইচে আন্নের
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:০২
ইমানুয়েল নিমো বলেছেন: কালিহাতির ভাই যে ! কেমন আছেন আপনি ?
১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২২
বোকা সোকা বলেছেন: জরুরী কথা আছে বলে হাওয়া হইয়া গেলেন নাকি!!! কারও কমেন্টস এ রিপ্লাই দেন না ক্যা?? টাংগাইল শহরে এসে নক কইরেন তবে আমি সিন্ডিকেটের সাথে নাই......
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:০২
ইমানুয়েল নিমো বলেছেন: টাংগাইল শহরের কুতায় ?
১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০
ইমরুল_কায়েস বলেছেন: ভুঞাপুরের লোক দেহি মেলাডি
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:০৪
ইমানুয়েল নিমো বলেছেন: জী ভাই। আপ্নিও কি ভুঞাপুরের ??
১৫| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ২:৩৫
সব আমার বলেছেন: টাংগাইল শহর এ ... প্যারাডাইস পাড়া
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৩:২৩
ইমানুয়েল নিমো বলেছেন: প্যারাডাইস পাড়ার কোথায় ? আম-ঘাট রোডে আমার কাজিন এর বাসা ।
১৬| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৮
একজন ছায়ামানুষ বলেছেন: ধুবরিয়া, নাগরপুর, টাংগাইল। থাকি ঢাকা। দেশের সাথে যোগাযোগ খুবই কম।
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৪৯
ইমানুয়েল নিমো বলেছেন: নাগরপুর ? বলেন কি !!!
১৭| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৬
DD অনুসন্ধান বলেছেন: নাগরপুর
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:২৪
ইমানুয়েল নিমো বলেছেন: নাগরপুরের আরও একজন ভাই কে পেলাম।
১৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩
ভালোরনি বলেছেন: ভুঞাপুর খালি এই কথাডা জানানোর লেইগা লগইন করলাম
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৮
ইমানুয়েল নিমো বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। সামুতে মনে হয় টাঙ্গাইলের ব্লগারদের মধ্য ভুঞাপুর এরই বেশী। সামনে দেখা যাক।
১৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৭
নিঃশব্দ শিশির! বলেছেন: এই অধম মধুপুরের!!! এক সময়ে সাংবাদিক..!! কালের কন্ঠের রিপোর্টার ছিলাম...!! এখন ব্যাংকার!!!
ব্লগে খুব বাজে লিখি...!! পত্রিকায় মনে হয় ভালই লিখতাম. তা না হলে টাকা দিতনা!!! যাই হোক,, ঢাকায় টাঙ্গাইলের সাংবাদিকদের একটা সংগফন আছে, আমাকে বেশ কয়েকবার বলার পরও যাই নাই!!!!
ব্যাংকার হলেও আবারো লেখায় ফিরছি, রম্য , জীবন গল্প আর মতামত ধর্মী লেখা নিয়ে খুব শিগগিরই লেখায় ফিরছি!!!!
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১২
ইমানুয়েল নিমো বলেছেন: আপনি মধুপুরের প্রথম প্রতিনিধি আমার ব্লগে! আপনাকে পেয়ে ভালো লাগলো।
যাক, আপনি লেখালেখিতে দ্রুত ফিরে আসেন। আমরা অপেক্ষায় রইলাম। শুভকামনা রইল।
২০| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০০
ভালোরনি বলেছেন: কুন ব্যাংক শিশির ভাইয়া? বলা যাবে? বলা না গেলে থাউক।
২১| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৬
ferrari_ বলেছেন: লেখক বলেছেন: আর শালা না বলে দুলাভাই বলুন, শুনতে ভাল লাগে !! সামনে আবার বিয়ে করব তো !
কি ভাই এইটাই কি জরুরী কথা নাকি? বলেন কার ব্যাপারে খোজ নিতে হবে। আমি বাসাইলের ,থাকি ঢাকাতেই ।
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৫
ইমানুয়েল নিমো বলেছেন: বলেন কি? আপনি বাসাইলের?? বাসাইলের কোথায় বলা যাবে?
নারে ভাই, এটা জরুরি কথা না !! আগে ব্লগে টাঙ্গাইলের সব ভাইদের সাথে পরিচয় হয়ে নিই, তারপর একদিন বলব।
২২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৬
নবকুমার বলেছেন: নাগরপুর। ভাই করোটিয়ায় আমার একটু ব্যক্তিগত প্রয়োজন ছিলো। আমার মেইলে কি আপনার কন্টাক নাম্বার..... [email protected]
অগ্রিম ধন্যবাদ।
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৯
ইমানুয়েল নিমো বলেছেন: এলাসিনের কাছে ধলেশ্বরীর উপর যে ব্রিজ হয়েছে তা কি দেখেছেন ? কেমন ??
আমি পরে আপনার সাথে মেইল এ যোগাযোগ করছি। তবে ভাই আমি কিন্তু করটিয়া তে থাকি না, বর্তমানে প্রবাস জীবন যাপন করছি।
২৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬
সুফিয়া বলেছেন: There is a sister from Bashail, Tangail.
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৮
ইমানুয়েল নিমো বলেছেন: এতদিন কোথায় ছিলেন ! যাক, অবশেষে টাঙ্গাইলের আপুর দেখা পাওয়া গেল। বাসাইল আমার খুবই পরিচিত। বলা যাবে কি বাসাইলের কোথায় আপনার বাড়ি ?
২৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০১
Avey hvixd বলেছেন: আমার কোন বাড়ী-ঘর নাই। তবে বাবার বাড়ী ইছাপুর (কালিহাতী থানা), এখানে এবং আকুর টাকুর পাড়ায় শৈশব কেটেছে। বর্তমানে থাকি ঢাকায়।
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫২
ইমানুয়েল নিমো বলেছেন: আপনার বাড়ি-ঘর না থাকলেও চলবে। বাবার আছে তো! আমারও একই অবস্থা। কালিহাতিতে আমার ল্যাংটা কালের এক বন্ধু আছে। ওর নাম ফরিদ। ঘাটাইল ক্যান্টনমেন্টে আমরা এক সাথে থাকতাম।
২৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩
সুফিয়া বলেছেন: Kashil Purbo Para.
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০০
ইমানুয়েল নিমো বলেছেন: কাশিল পূর্ব পাড়া ? আপনি তাহলে আমার সবচেয়ে বাড়ির কাছের ব্লগার ! আপনাকে পেয়ে অনেক ভালো লাগলো সত্যি।
২৬| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭
rakibmbstu বলেছেন: @Avey hvixd
ইছাপুরের কোথায়?
উত্তর ইছাপুর মোর মামার বাড়ি.................
মীর বাড়ি.............
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫৫
এইচ আর খান বলেছেন: হঠাত!!! কি মনে করে ভাই? উদ্দেশ্যটা জানতে পারলে ভালো লাগত ।
যাহোক আমার বাড়ি টাঙ্গাইল মির্জাপুর ।
আর আমার পরিচিত দুয়েকজন সাংবাদিক আছেন তবে তারা এখন আর ব্লগে লিখেন না । আমি নিজেও খুব বেশীদিন ব্লগে লিখি না । তবে সাংবাদিকতা ছেড়ে দেয়ার পর ইদানীং নিয়মিত বিরতিতে ব্লগে পোষ্ট করছি ।
এনিওয়েজ, অনেক কথা বললাম । অগ্রীম ধন্যবাদ আপনাকে